হাড় কাঁপানো শীত
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীত, বিপাকে নিম্নআয়ের মানুষ
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হাড় কাপানো শীত। ভোর থেকে বেলা ১২টার আগে সূর্যের দেখা মিলছে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।
এমন কনকনে ঠান্ডায় চরম বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে কর্মহীন মানুষের খাদ্য সহায়তায় কেউ নেই। তারা কীভাবে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছে সে খোঁজও প্রশাসনসহ নিচ্ছে না কেউ।
আরও পড়ুন: স্বাধীন দেশের প্রথম শীতের স্মৃতি
জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হরেও তা এ জেলার জন্য অপ্রতুল। এছাড়া প্রশাসনের তালিকায় দিনমজুর এবং ছিন্নমূল মানুষ ঠাঁই পাচ্ছেন না।
গতানুগতিকভাবে আগের মতোই এ জেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের মধ্যে বিতরণ কাজ সীমাবদ্ধ রাখা হচ্ছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কিছু নিম্নমানের কম্বল বিতরণ করে সেটা ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে।
শীতার্ত খেটে খাওয়া মানুষ এ জেলায় উপহাসের পাত্রে পরিণত হয়েছেন। আয়-রোজগার না থাকায় খেটে খাওয়া দিনমজুররা রাস্তার পাশে বিক্রি হওয়া শীত নিবারণের পোশাক কিনতে গিয়েও ফিরে যাচ্ছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ওঠানামা করছে তাপমাত্রা, কমেনি শীতের দাপট
শীতে কাবু হলেও শীতের পোশাক কেনার সামর্থ হারিয়েছেন তারা।
শীতের কাপড় কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক দিনমজুর বলেন, যে কম্বল পেয়েছি তা দিয়ে চাদরের কাজও হয় না। একেবারে পাতলা। তাই পুরনো শীতের কাপড় কিনতে এসেছি।
চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকার পুরনো কাপড় বিক্রেতা হাবু বলেন, এবার শীতের শুরুতে বেচাকেনা তেমন ছিল না। তবে এখন বিক্রি বেড়েছে।
চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড়ের চা বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন, জব্বর শীত পড়ছে। সবকিছু টাটিয়ে যাচ্ছে। সকালে কুয়াশা আর শীত। আর সন্ধ্যাবেলা কুয়াশা পড়ছে। বেচা কিনা নেই, খুব কষ্টে আছি।
আরও পড়ুন: লালমনিরহাটের ফুটপাতগুলোয় শীতের কাপড় বিকিকিনিতে ধুম
এদিকে চুয়াডাঙ্গা জেলায় বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রর্তা ছিল ৯৭ শতাংশ।
এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস,বাতাসের আদ্রর্তা ছিল ৯৬ শতাংশ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান,আজ বুধবার চুয়াডাঙ্গার আকাশে মেঘ জমবে এবং বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এতে করে উত্তরের হিমেল হাওয়ায় আরও শীতের প্রকোপ বাড়তে পারে।
১১ মাস আগে
শীতের প্রকৃত চিত্রের দেখা মিলেছে
উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতে দেখা মিলেছে শীতের প্রকৃত চিত্রের। ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়েছে চারদিক। বইছে হালকা বাতাস। ভোগান্তিতে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ।
৩ বছর আগে