অবৈধ অভিবাসী
গত ৭ দিনে লিবিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ৩০৩ অভিবাসীকে: আইওএম
গত সপ্তাহে লিবিয়া থেকে ৩০৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ আইওএম লিবিয়া জানায়, ‘গত সপ্তাহে আইওএম লিবিয়া দুটি ভলান্টারি হিউম্যানিটারিয়ান রিটার্ন (ভিএইচআর) চার্টার ফ্লাইটের মাধ্যমে বেনগাজী থেকে ১৬২ জন অভিবাসীকে ঢাকায় এবং ১৪১ জন অভিবাসীকে ত্রিপোলি থেকে গিনি বিসাউ ও বেনিনে নিয়ে এসেছে।’
লিবিয়ায় আটকে পড়া অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করে থাকে আইওএমের ভিএইচআর প্রোগ্রাম।
আইওএম জানিয়েছে, গত ২৩-২৯ জুন পর্যন্ত লিবিয়া উপকূল থেকে ৩২ নারী ও ১৩ শিশুসহ ২২৬ অভিবাসীকে আটক করে ফেরত পাঠানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া উপকূলে ৮ হাজার ৯৮০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৩৫৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৩ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে আইওএম।
আফ্রিকান অভিবাসীরা প্রায়ই সময় লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উপকূলে পৌঁছানোর চেষ্টা করে। বিশেষ করে ২০১১ সালে প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে এই অবৈধ অভিবাসনের চেষ্টা বেড়েছে।
৫ মাস আগে
যুক্তরাজ্য থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে এসওপি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে সরকার বাধা দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবারে মতো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। আমাদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অনেক দিনের, সেটা স্মরণ করেই তিনি আমাদের কাছে এসেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। আপনারা জানেন, ইউরোপের সঙ্গে আমাদের এসওপি হয়েছে, যারা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাদের কীভাবে ফিরিয়ে দেবেন, সেজন্যই একটি এসওপি সই হয়েছিল।
তিনি আরও বলেন, তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন, যে কারণে তাদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। আমরাও বলেছি, খুব শিগগিরই আমরা এই এসওপিতে সই করব।
মন্ত্রী বলেন, তারা আমাদের দেশের সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে চান। তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। আমরাও তাদের বলেছি, আমাদের পুলিশ অফিসাররা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেটা আমরা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে, এটা অব্যাহত রাখতে চাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে- এমন প্রশ্নের্ জবাবে তিনি বলেন, আমরা আমাদের চেষ্টা করবই। তারা কতখানি করবেন, সেটা তারা জানেন।
এ নিয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, অনেক কিছুই আলাপ হয়নি, যেটা নিয়ে আপনারা এখন প্রশ্ন করছেন।
আরও পড়ুন: সহিংসতার দায় বিএনপির নেতারা এড়াতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশকে পিটিয়ে হত্যার ছাত্রদল নেতার ভিডিও আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে
ভারতীয় চলচ্চিত্র শিল্পে ৯০ শতাংশ বিদেশি শিল্পীই ‘অবৈধ অভিবাসী’
মেকআপ আর্টিস্ট ও চুলের স্টাইলিস্ট থেকে শুরু করে নৃত্যশিল্পী ও তরুণ অভিনেতা-অভিনেত্রী; ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রতিটি অঙ্গনেই ভিনদেশি শিল্পিদের আনাগোনা ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। বর্তমানে টেলিকম ও তথ্য প্রযুক্তির মতো সেক্টরের সাধারণ ট্রেন্ড এটি ।
কিন্তু দেশটির চলচ্চিত্র শিল্পী ইউনিয়নের দাবি,সাম্প্রতিক এই ট্রেন্ডের কারণে যোগ্য ভারতীয় নাগরিকরা দেশিয় চলচ্চিত্র শিল্পে কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাও এমন সময়ে যখন মহামারির দুই বছর পরে বলিউড তার আগের অবস্থানে ফেরার জন্য লড়াই করছে।
আরও পড়ুন: বাণিজ্যিক সিনেমায় অনুদান বন্ধের দাবি: চলচ্চিত্র পরিষদের প্রতিবাদ
দেশটির চলচ্চিত্র শিল্পী ইউনিয়নের তথ্য অনুসারে,ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত প্রায় ৯০ শতাংশ বিদেশিদের বৈধ ওয়ার্ক পারমিট নেই। তবে দেশটির পুলিশ সাধারণত এ বিষয়ে কোনো ভূমিকা রাখে না।
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি অসংখ্য আঞ্চলিক ভাষার সিনেমা ব্যবসা নিয়ে গঠিত। বাংলার টলিউড থেকে তামিলনাড়ুর কলিউড পর্যন্ত, এই শিল্পে অনেক মানুষ জড়িত। ভারতীয় চলচ্চিত্র শিল্প বছরে ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।
একজন ইউনিয়ন সদস্য একটি ভারতীয় মিডিয়া আউটলেটকে বলেছেন,‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে একটি বড় সমস্যার সম্মুখীন। এখানে ভারতীয় কর্মীদের বিদেশি কর্মীরা পরিবর্তে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘এই বিদেশিদের অনেকেই ভিসার নিয়ম লঙ্ঘন করে ভারতে অবৈধভাবে কাজ করছেন।’
বলিউডও একটি খারাপ সময় পার করছে। ২০২২ সালে এ পর্যন্ত মুক্তি পাওয়া ২০টি বড় বাজেটের ছবির মধ্যে ১৫টি বক্স অফিসে বাজেভাবে ব্যর্থ হয়েছে। যার মধ্যে রয়েছে-কঙ্গনা রানাউতের ধাকদ, অক্ষয় কুমারের রক্ষাবন্ধন এবং আমির খান অভিনীত লাল সিং চাড্ডা।
আরও পড়ুন: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার
২ বছর আগে
কয়েক লাখ অভিবাসীকে নাগরিকত্বের মর্যাদা দিতে যাচ্ছেন বাইডেন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাৎক্ষণিকভাবে কংগ্রেসকে দেশটির আনুমানিক ১১ মিলিয়ন মানুষকে আইনী মর্যাদা বা নাগরিকত্ব দেয়ার অনুরোধ করেছেন, যে ইস্যুতে দীর্ঘকাল বিভক্ত রয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা।
৩ বছর আগে