হাবিবুল্লাহ সিরাজী
করোনায় চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান
বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই।
বুধবার দুপুর ২টায় ৮১ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই লোকসাহিত্যক ও গবেষক।
ইউএনবিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলা একাডেমির মহাপরিচলাক হাবিবুল্লাহ সিরাজী।
শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তিনি বলেন, অধ্যাপক শামসুজ্জামান প্রায় দুই সপ্তাহ ধরে করোনার সাথে লড়াই করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজা দুপুরে মৃত্যুবরণ করেন। শারীরিক অন্যান্য সমস্যাসহ লাইফ সাপোর্টে ছিলেন অধ্যাপক শামসুজ্জামান।
আরও পড়ুন: জাতীয় পুরস্কার জয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই
একুশে পদক জয়ী গুণী এই লেখককে বুধবার মানিকগঞ্জের নিজ গ্রামের বাড়িতে সমাহিত করা হবে।
১৯৪০ সালে ২৯ ডিসেম্বর জন্ম নেয়া অধ্যাপক শামসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনের শুরুতে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের প্রভাষক এবং পরে জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সহকারী অধ্যাপক হিসাবে যোগদান তিনি।
বর্ণীল কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা পদ অলংকৃত করার পাশাপশি ২০১৮ সালে কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ারের’ দায়িত্ব পালন করেন তিনি।
আরও পড়ুন: রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক আর নেই
গুণী এই লেখক এবং গবেষক তার কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারসহ আরও অনেক পুরস্কারে সম্মানিত হন।
৩ বছর আগে
অমর একুশে গ্রন্থমেলা হবে, তবে চূড়ান্ত হয়নি তারিখ
করোনাভাইরাস মহামারি পরিস্থিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ফেব্রুয়ারি-মার্চে অমর একুশে গ্রন্থমেলা ২০২১ অনুষ্ঠিত হবে।
৩ বছর আগে