শীতবস্ত্র
কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবনে ভোগান্তি, শীতবস্ত্রের দাবি নিম্ন আয়ের মানুষের
কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট ও প্রকৃতি। এ অবস্থায় শীত বস্ত্রের অভাবে কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হচ্ছে তাদের।
এদিকে দিনের অধিকাংশ সময় সূর্য মেঘের আড়ালেই থাকছে। সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে নিম্নগামী হতে থাকে তাপমাত্রা। এ সময় তীব্র শীত অনুভূত হতে থাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
আরও পড়ুন: তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, আসছে শৈত্যপ্রবাহ
এছাড়া চরম ভোগান্তিতে পড়েছে জেলার তিন শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহন বলেন, ‘ ঠান্ডায় খুব কষ্টে আছি। কাজও করতে পারছি না সময় মতো। সোমবার থেকে ঠান্ডার কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আবার রাতেও বিছানায় খুব কষ্ট হয়। আমরা তো গরিব মানুষ ২ থেকে ১টা কম্বল পাইলে খুব উপকার হতো।’
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত ১৫ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস উঠা-নামা করছে। এ মাসের মাঝামাঝি নাগাদ শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন: লালমনিরহাটে ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি
১১৫ দিন আগে
তত্ত্বাবধায়ক ইস্যুটাকে পচিয়ে ফেলেছে বিএনপি: দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরিই মৃত এবং বহুদিন থেকেই মৃত। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাকে বিতর্কিত করে নষ্ট করে পচিয়ে ফেলেছে বিএনপি।
শনিবার চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে ভুল থাকলে সংশোধন করা হবে: দীপু মনি
তিনি বলেন, তারা বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে যখন নিজেদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে, তখন তারা পুরো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের সর্বোচ্চ আদালত ও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। তখন সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপির অন্য কোন ইস্যু নাই। তারা এখন মরিয়া হয়ে একটি ইস্যু তৈরী করবার চেষ্টা করছে। কারণ কোন ইস্যু নিয়ে তারা মাঠে দাঁড়াতে পারছে না।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, প্রতিটি ঘরে ঘরে এখন মানুষ যে অবস্থায় আছে, তা যেকোন সময়ের তুলনায় তারা এখন ভাল অবস্থায় আছে।
মন্ত্রী আরও বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ আছে, মানুষের পেটে ভাত আছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমাদের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল ও যোগাযোগ ব্যবস্থায় অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। হাতে হাতে মানুষের মোবাইল এবং সে মোবাইল ব্যবহার করে নিজের কত রকমের কাজ করছেন।
এছাড়া এখন একটি বৈশ্বিক সংকট সারা পৃথিবীতে চলছে। এরপরেও এখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
দীপু মনি বলেন, যখন বাংলাদেশ মান মর্যাদায় উন্নত হয়েছে, সে সময়ে তারা (বিএনপি) দীর্ঘদিন ক্ষমতার বাহিরে আছে। তারা যখন ক্ষমতায় ছিল, তখন তাদের যে দুঃশাসন ছিল, তাদের যে ব্যাপক দুর্নীতি ছিল, সেগুলোর কারণে জনগণ তাদেরকে পুরোপুরি প্রত্যাখান করেছিল।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলাতানা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নতুন পাঠ্যপুস্তক নিয়ে গুজবে কান দিবেন না: দীপু মনি
পাঠ্যবইয়ে ত্রুটি নিয়ে ২টি তদন্ত কমিটি গঠন করা হবে: দীপু মনি
৭৯৭ দিন আগে
চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা
চুয়াডাঙ্গায় টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এতে হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা এবং ভিড় বেড়েছে শীতবস্ত্রের দোকানে।
চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভেঙে শনিবার হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে সকাল ও সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন চুয়াডাঙ্গা শহরসহ জেলাজুড়ে সাধারণ মানুষের চলাচল অনেকাংশেই কমে গেছে। রিকশা, ভ্যান ও ইজিবাইকসহ শহরের বিভিন্ন মোড়ের ভ্রাম্যমাণ দোকানগুলো সন্ধ্যার পর থেকেই কমতে শুরু করে। তবে ভিড় বেড়েছে শহরের নতুন ও পুরানো শীতবস্ত্রের দোকানগুলোতে।
আরও পড়ুন: বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২য়
৮৩৯ দিন আগে
আপাতত স্কুল খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আপাতত স্কুল খোলা থাকবে। যদি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়, তখন আমরা দেখব স্কুল নিয়ে কী করা যায়। যদি বেশি হারে বৃদ্ধি পায়,তাহলে স্কুল বন্ধ করার প্রয়োজন দেখা দেবে। তবে এখনও সেই অবস্থা হয়নি।
করোনাভাইরাসের নতুন ঢেউ মোকাবিলায় নানা ধরনের বিধিনিষেধের অংশ হিসেবে সব ধরনের দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিতে যাচ্ছে সরকার। সেই সঙ্গে আবারও অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মানিকগঞ্জ সদর উপজেলায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাস-ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা নিয়ন্ত্রণে আগামী দুই-একদিনের মধ্যে জেলায় জেলায় স্বাস্থ্য বিধির বিষয়ে নিদের্শনা চলে যাবে।
তিনি বলেন, স্বাস্থ্যের জাতীয় কারিগরি কমিটির নির্দেশনা আছে, প্রধানমন্ত্রী সেগুলো অনুমোদন করছেন। রাত ৮টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করতে হবে এবং আমাদের যানবাহন বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী নিতে হবে। এ বিষয়ে জেলায় জেলায় আগামী দুই একদিনের মধ্যে নির্দেশনা চলে আসবে এবং কার্যকর হয়ে যাবে।
আরও পড়ুন: রেস্টুরেন্টে খেতে লাগবে ভ্যাকসিন কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
১১৮২ দিন আগে
ফরিদপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফরিদপুরের বিভিন্ন এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রথখোলা, শোভারামপুর, শিবরামপুর ও গঙ্গাবর্দীসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাদের হাতে কম্বল তুলে দেন তিনি।
এর আগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জে ভাইরাল হওয়া ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি।
আরও পড়ুন: জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ইউটিউব ও ফেসবুক থেকে আয়ের একটি অংশ সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নিয়মিত ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করে পারভেজ চোকদার বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা পরিবার থাকতেও বঞ্চিত, অনেকেই তাদের কষ্টের খবরও রাখেন না।
তিনি বলেন, যে যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে অন্তত কিছু মানুষ ভালো থাকতে পারবে। তাতে সমাজের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।
তাছাড়া পারভেজ নিয়মিত সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: মিঠাপুকুরে ‘সাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট’র শীতবস্ত্র বিতরণ
১১৮৬ দিন আগে
উত্তরাঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে আ’লীগ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেশের উত্তরাঞ্চলে যাবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৯১৯ দিন আগে
শীতে কাহিল গাইবান্ধার চরাঞ্চলের দরিদ্র মানুষ
কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়া গাইবান্ধায় শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এর প্রভাবে বিশেষ করে গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের ১৬৩টি চরাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা বেশি কাহিল হয়ে পড়েছে।
১৯৩০ দিন আগে
হিমশীতল বাতাসে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন
হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত তিন দিন ধরে এ অঞ্চলে প্রচণ্ড ঠাণ্ডা পড়ছে। দরিদ্র মানুষগুলো শীতবস্ত্রের অভাবে আছেন চরম দুর্ভোগে।
১৯৩১ দিন আগে