শীতলক্ষ্যা নদী
নিখোঁজের একদিন পর ভাই-বোনের লাশ মিলল শীতলক্ষ্যা নদীর পাড়ে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড় থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি ডোবা থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নিহত দুই ভাই ও বোন হলো- সামির (৯) ও তিশা (৮)। তারা ওই এলাকার অটোরিকশাচালক কামাল হোসেনের ছেলে-মেয়ে। হাসান হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন কামাল হোসেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয়। শুক্রবার সকালে বন্দর আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি ডোবায় লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির গর্তের পাশে খেলা করতে নেমে গর্তে জমে থাকা পানিতে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করেছে পুলিশ।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৬
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নৌকাডুবে নিহত ৩
১ বছর আগে
নারায়ণগঞ্জে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত আরও এক শ্রমিকের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। রবিবার (১১ জুন) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যায়।
নিহতের নাম মো. সোহেল (৩৭)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩
বাকি নিহতেরা হলেন- তাজুল ইসলাম (৩৩), মো. হুমায়ুন কবির (৫৪) ও মো. রুবেল (৩৮)।
গত ৩ জুন এ অগ্নিকাণ্ড ঘটে। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের আগুনের ঘটনায় মোট আটজন ভর্তি হন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, দগ্ধদের মধ্যে প্রথমে মারা যান তাজুল ইসলাম। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল। এরপর শনিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। একই রাতে মারা যান রুবেল, তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
এছাড়া এ ঘটনায় ইমতিয়াজ নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষের সময় রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ
১ বছর আগে
ফারদিন হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় রাজধানীর রামপুরা থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ দিন ধার্য করেন।
এদিন ফারদিন নূর পরশের বান্ধবী আমাতুল্লাহ বুশরা আদালতে হাজিরা দিয়েছেন।
নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ২০২২ সালের ৭ নভেম্বর রাতে ফারদিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: ফারদিনের মৃত্যু: জামিন পেলেন বুশরা
এছাড়া তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান।
এরপর ৯ নভেম্বর রাতে ফারদিনকে হত্যা করা হয়েছে অভিযোগে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় হত্যা মামলা করেন।
মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তবে বর্তমানে বুশরা জামিনে রয়েছেন।
আরও পড়ুন: ফারদিন নূরের মৃত্যু: বুশরার জামিন আবেদনের আদেশ রবিবার
ফারদিন নূর: র্যাব, ডিবি'র তদন্তে আস্থা প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর
১ বছর আগে
শীতলক্ষ্যা নদী তীরের ৩৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের ছয়টি টিনশেড স্থাপনা ও একটি দুই তলা মার্কেটসহ ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ এ অভিযান চালায়।
এ সময় নদীর জায়গা দখল করে গড়ে তোলা একটি পাকা দু’তলা ভবন, ১০টি আধা পাকা দোকান, ৬টি স’ মিলের বর্ধিত অংশ, টিকে গ্রুপের ছয়টি টিনসেড স্থাপনা ও ১১টি কাঁচাপাকা স্থাপনাসহ মোট ৩৪টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা জানান, উচ্চ আদালতের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নদীর দুই তীরে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তা নিরসন করা হয়। পাশাপাশি নদীর তীর ভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।
এ সময় বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক ইসমাইল হোসেন, সীমানা পিলার ও ওয়াকওয়ে প্রকল্প পরিচালক শাহনেওয়াজ কবিরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লঞ্চ চলাচলের সময় বাড়াল বিআইডব্লিউটিএ
খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই অভিযান: বিআইডব্লিউটিএ
৩ বছর আগে
শীতলক্ষ্যায় ট্রলারডুবি: ২ যাত্রী নিখোঁজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে বুধবার রাতে যাত্রীবাহী ট্রলার ডুবে কমপক্ষে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।
নিখোঁজরা হলেন চনপাড়া এলাকার তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০) ও সেলিম মিয়ার মেয়ে চৈতি (১৭)।
চনপাড়া নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে ১৮ জন তীরে উঠে এসেছেন। তবে দু’জন নিখোঁজ আছেন।
ফায়ার সার্ভিস ও নৌপুলিশে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভোলায় ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা-ছেলে নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে ২৩
মধুমতি নদীতে ট্রলারডুবিতে যুবকের মৃত্যু
৩ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৪
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ থেকে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে আরও ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে।
সদর থানার ওসি শাহজামান জানান, নদীর বিভিন্ন অংশ থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।
পাঁচজন হলেন-মুন্সিগঞ্জ জেলার কাজী ইউসুফ (৪০), রাজধানীর মিরপুর এলাকার রাজীউদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র তানভীর হোসেন (১৭), রাজধানীর লালমাটিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সোহাগ (২৫), মালপাড়া মুন্সিগঞ্জের রিজভী আহমেদ (২১) এবং মুন্সিগঞ্জ জেলার হারাধনের ছেলে আকাশ সাহা (১১)।
এর আগে সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের ডুবুরিরা উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'-এর সাহায্যে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে সক্ষম হয় এবং সেখান থেকে দুপুরে আরও ২১টি লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় নৌকা থেকে লাফিয়ে পড়ে পোশাক কর্মী নিখোঁজ
রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নারায়ণগঞ্জে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী লঞ্চ এমএল রাবিত আল হাসানকে একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই লঞ্চটি ডুবে যায়। প্রায় ২০ জনের মতো যাত্রী সাঁতরে পারে আসতে সক্ষম হয়।
আরও পড়ুন: সুন্দরবনে পশুর নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি
পুলিশ জানায়, লঞ্চটিকে আঘাত করার পরেও থামেনি বলে তেলবাহী ট্যাঙ্কারটি জব্দ করা যায়নি।
স্থানীয় প্রশাসন ৭ সদস্যের এবং বিআইডাব্লইউটিএ ৪ সদস্যের আলাদা দুটি একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৯
৩ বছর আগে
শীতলক্ষ্যায় নৌকা থেকে লাফিয়ে পড়ে পোশাক কর্মী নিখোঁজ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী একটি নৌকা থেকে লাফিয়ে পড়ে সাদ্দাম হোসেন নামে এক পোশাক কর্মী নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
৩ বছর আগে