পুলিশ নিহত
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দিকে উপজেলা সদরে বদলগাছী সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
দুর্ঘটনা পরপরই বাস নিয়ে চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, কৃষ্ণ রবিদাস বোনের বাড়িতে যাওয়ার সময় একটি বাস তার অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধ্বসে শ্রমিক নিহত
নড়াইলে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৮ মাস আগে
মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত, সহকর্মী আহত
বাগেরহাট জেলার মোংলা উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় এই হতাহত হয়।
নিহত জাকারিয়া(৩০) বাগেরহাট পুলিশ লাইন্সের কনস্টেবল।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ঠাকুর দাশ জানান, তারা মোংলা ইপিজেডে ডিউটি শেষ করে বাগেরহাটে ফিরছিলেন।
দুপুর দেড়টার দিকে খুলনা-মংলা মহাসড়কের দিগরাজ আপাবাড়ি এলাকায় গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জাকারিয়া ও মুজাহিদ আহত হয়।
আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনা: নিহত বাংলাদেশি ওমরাহযাত্রীর সংখ্যা বেড়ে ১৮
স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে গুরুতর আহত জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান এসআই।
যে গাড়িটি তাদের ধাক্কা দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ নিহত
মাগুরায় চলন্ত বাসের ধাক্কায় এক নারী পুলিশের মৃত্যু হয়েছে। এ সময় পুলিশের কনস্টেবল স্বামী ও মেয়ে গুরুতর আহত হন। তাদের দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা জেলার কসুন্দী এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবনী ভদ্র(২৬) ঝিনাইদহের কালিগঞ্জ থানার কোলাবাজার এলাকার অনিল ভদ্রের মেয়ে।
আহতরা হলেন- প্রসেনজিৎ বিশ্বাস (২৯) ও অঙ্কিতা বিশ্বাস (৪)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত
প্রসেনজিৎ বিশ্বাস জানান, রাজবাড়ি রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন তারা দু’জন। পাঁচদিন আগে ছুটিতে গ্রামের বাড়ি শালিখা উপজেলার ধনেশ্বরগাতী বেড়াতে আসেন। রবিবার কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দিলে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন নামের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার স্ত্রী পুলিশ সদস্য লাবনী মারা যান।
মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাদারীপুরে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ১৯
১ বছর আগে
ইরাকে বিস্ফোরণে ৯ পুলিশ নিহত: কর্তৃপক্ষ
ইরাকে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় ফেডারেল পুলিশ বাহিনীর টহলরত অন্তত নয়জন সদস্য নিহত হয়েছেন।
রবিবার উত্তর ইরাকে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
সামরিক মুখপাত্র ইয়াহিয়া রসুলের একটি টুইট অনুসারে, নিহতদের মধ্যে একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। কিরকুক প্রদেশের রিয়াদ জেলার আলি আল-সুলতান গ্রামে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
রসুল আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিকে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: আফগানিস্তানে জ্বালানি ট্যাঙ্কার টানেলে বিস্ফোরণ, নিহত ১৯
দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তা স্বীকার করেছেন যে ডিভাইসটি বোমা ছিল এবং বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের পর জঙ্গিদের সঙ্গে শুরু হওয়া সংঘর্ষে আরও তিন পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
বুধবার, বাগদাদের উত্তরে তারমিয়াহ জেলায় নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযানের সময় বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয়। নিহতদের মধ্যে ৫৯ পদাতিক ব্রিগেডের কমান্ডারও ছিলেন।
এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপের একটি অংশ এলাকায় সক্রিয় রয়েছে এবং অতীতে তারা ইরাকে একই ধরনের হামলার দাবি করেছে।
২০১৯ সালে মার্কিন সমর্থিত অভিযানে আইএস পরাজিত হয়েছিল এবং সিরিয়ার শেষ ঘাঁটিটি এবং ইরাকে এটির নিয়ন্ত্রিত সমস্ত অঞ্চল হারিয়েছিল। এছাড়া গ্রুপটির গোপন শাখার সদস্যরা সক্রিয় থেকে হামলা চালিয়েছে যা বহু ইরাকি এবং সিরিয়ানকে হত্যা করেছে৷
ইরাকের কুর্দি-চালিত আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী বাগদাদ এবং ইরবিলের মধ্যে চলমান বিরোধের কারণে জঙ্গিরা উত্তরের একটি অংশ জুড়ে নিরাপত্তা ফাঁকগুলোকে সফলভাবে কাজে লাগিয়েছে।
বিশেষ করে কিরকুক, দিয়ালা, নিনেভা এবং সালাদ্দীন প্রদেশের গ্রামীণ এলাকাগুলো পুলিশের জন্য কঠিন হয়ে পড়েছে, যেখানে ইরাকি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম এবং আইএস জঙ্গিরা নিয়মিতভাবে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করছে। অনেক সময় নিরাপত্তার ফাঁকফোকরের কারণে তারা রাতারাতি শহরগুলো দখল করতে পেরেছে।
আরও পড়ুন: আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে মর্টার বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ২০
বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ: বিএনপির ২০৫ নেতাকর্মীর নামে মামলা
২ বছর আগে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত
রাজধানীর উত্তরায় রবিবার ভোরে একটি লরি চাপায় একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত কাজী মাসুদ (৩৮) বাগেরহাটের কচুয়া উপজেলার কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী জানান, ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরে রাত্রিকালীন ডিউটি করার মাসুদকে দ্রুতগামী একটি লরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:রাজধানীতে বাস মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের দুর্ভোগ
২ বছর আগে
খুলনায় বাসচাপায় এসবির এএসআই নিহত
খুলনার রূপসায় বাসচাপায় পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম উদ্দিন (৩৮) খুলনার বটিয়াঘাটার বিরাট কালবুনিয়া গ্রামের মো. আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে ও নগর সিটি এসবির এএসআই।
দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় এসআই নিহত
রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মোশারফ হোসেন জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে খুলনা সিটি এসবির এএসআই নাসিম উদ্দিন তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি খুলনা-মোংলা মহাসড়কে পৌঁছলে মোংলা থেকে ছেড়ে আসা রূপসাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা নাসিম ও শফিকুল ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে খুলনার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাজিম উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
ওসি জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
২ বছর আগে
কুমিল্লায় দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় এসআই নিহত
কুমিল্লার দাউকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৫) দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এবং শেরপুর জেলা সদরের এতাবিয়া গ্রামের কাজিম উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
দাউদকান্দি হাইওয়ে থানার ডিউটি অফিসার আবদুস ছোবহান জানান, ‘আমরা যখনই খবর পাই যে একজন দায়িত্বরত পুলিশ সদস্য রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তখনই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।’
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
হাসপাতালে পৌঁছানো মাত্র চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে
লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ২ পুলিশের
জেলার হাতীবান্ধায় ট্রাকচাপায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।
৩ বছর আগে