বাংরাদেশে করোনা
বিশ্বে করোনায় মৃত্যু ৫৯ লাখ ছাড়িয়েছে
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট বৃদ্ধির মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৫৬ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ চার হাজার ৭২৩ জনে পৌঁছেছে।
আমেরিকায় এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৩৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৫১ হাজার ৯২৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ৩৪৪ জন।
এদিকে ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৫ হাজার ৬৬৫ জনের।
পড়ুন: করোনার মধ্যেও দেশের রেমিট্যান্স খাত ঊর্ধ্বগতিতে আছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা টিকার প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজ কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এরপরও স্বাভাবিক টিকা কর্মসূচি চলমান থাকবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস ভবনে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সবাইকে আহ্বান করবো টিকা নেয়ার। সবাইকেই টিকা দিবো। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকবো। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।
মন্ত্রী বলেন, আমরা বিশেষ এই টিকা কর্মসূচিতে এক কোটি ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দিব। দশ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও ৮০ লাখেরও বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এই কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সকলের সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হবো।
পড়ুন: আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
২ বছর আগে
করোনায় আরও ৮ হাজারের বেশি প্রাণহানি, শনাক্ত বেড়েছে
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে সাত লাখের বেশি মানুষের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সাত লাখ সাত হাজার ১৮৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ভাইরাসে মারা গেছেন আট হাজার ৩২৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ৭৮ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৫ লাখ ৩৭ হাজার ১৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন সাত লাখ ৯৩ হাজার ১৮৮ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ২৫১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৮১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮২২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার ৯৫২ জনে।
আরও পড়ুন: করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ২৭৭
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২৭৭ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে পৌঁছেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ৩৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ২৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।
আরও পড়ুন: করোনা: জনস্বাস্থ্য ও পুষ্টির ওপর প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার ৫ প্রস্তাব
ডেল্টার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমিক্রন প্রতিরোধ করতে হবে: ডব্লিউএইচও
৩ বছর আগে
করোনায় দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৪ শতাংশের নিচে
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।
৩ বছর আগে