পুলিশ সদস্য নিহত
গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
গোপালগঞ্জ সদর উপজেলায় ছয় যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার (১৪ জুন) দিবাগত রাতে আড়াইটার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর রফিকুজ্জামান এবং খুলনার সোনাডাঙ্গা থানার দেবেনবাবু রোডের বাসিন্দা আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় যাত্রীদের উদ্ধারকালে দ্রুতগতিতে আসা আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা এই সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলেই এটিএসআই রফিকুজ্জামান ও হেলপার সেলিম হোসেন ব্যাপারী প্রাণ হারান।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
১৭৪ দিন আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বগুড়া সদর উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন বলে সোমবার পুলিশ জানিয়েছে।
নিহত বিকাশ চন্দ্র সরকার (৩৮) নওগাঁর বদলগাছির আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে। তিনি কক্সবাজারে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন।
আরও পড়ুন: বাস-মোটরসাইকেল সংঘর্ষে খুলনায় ১ ভাই নিহত, অপর ভাই আহত
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রবিবার রাতে এসআই বিকাশ চাঁপাইনবাবগঞ্জ থেকে বগুড়ায় নিজ বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়, এতে তিনিসহ অটোরিকশার অন্য যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাজেকে চাঁদের গাড়ি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে ওসি জানিয়েছেন।
১১৯৫ দিন আগে
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
দিনাজপুরে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাসড়কের নিতাই সাহা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক গাইবান্ধার ফুলবাড়ীর উড়িয়া গ্রামের বাসিন্দা এবং দিনাজপুরের ঘোড়াঘাট থানার পিকআপ চালক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ঘোড়াঘাট থানার একটি টহলদল মহাসড়কে ডিউটি করছিল। ফারুক পার্ক করা ভ্যানের কাছে হেঁটে যাওয়ার সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি জানান, দুর্ঘটনা পর ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। তবে তার সহকারীকে আটক এবং ট্রাক জব্দ করা হয়েছে।
১২০১ দিন আগে
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চাকরিচ্যুত পুলিশ সদস্য নিহত, আটক ৪
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় ৫২ বছর বয়সী এক চাকরিচ্যুত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ চার জনকে আটক করেছে পুলিশ।
নিহত মইনুল হক ওই এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন-আনিসুর রহমান (৩৫), তার স্ত্রী লাকী আক্তার (৩৪), আনিসুরের চাচাতো ভাই মাসুদ রানা (৩৫) ও আকিবুল (৩৪)। তাদের সবার বাড়িও একই এলাকায়।
আরও পড়ুন: চবি শাটলে পাথর নিক্ষেপ, আটক ৩
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের কৃষক আনিসুর রহমানের পাট খেত দিয়ে নিহত মইনুলের বড় ভাই আনোয়ার হোসেন বাচ্চু গমের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ নিয়ে আনিসুরের সঙ্গে বাচ্চুর কথা কাটাকাটি হয়। এসময় ওই পুলিশ সদস্য উপস্থিত হলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আনিসুরের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে মইনুলকে ধাওয়া করে। এসময় মইনুল মোটরসাইকেল নিয়ে যাওয়া সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন বলে দাবি করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মঈনুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশের সুরহতাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: মায়ের লাশ আটকে রেখে দুই ছেলেকে পুলিশে দিল ইন্টার্ন চিকিৎসকরা
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
১৩৩৪ দিন আগে
বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাশতলি গ্রামে শুক্রবার দুপুরে দুদিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
১৭৭৮ দিন আগে