প্রস্তুতি ম্যাচ
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ
চলতি সপ্তাহে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৩৭ ওভারে সীমাবদ্ধ করা হয়। নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মেহেদি হাসান মিরাজ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ৪৫ রান করেন তানজিদ হাসান তামিম।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেল বাংলাদেশ
ইংল্যান্ডের পক্ষে রিস টপলি ৩টি এবং ডেভিড উইলি ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।
জবাবে মঈন আলীর ৫০ রানের পাশাপাশি জনি বেয়ারস্টো ও জস বাটলারের যথাক্রমে ৩৪ ও ৩০ রানের জুটিতে মাত্র ২৪ ওভার ১ বলে ইংলিশরা চার উইকেটের জয় পায়।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান দু’টি, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: সরে দাঁড়ানোর কারণ জানালেন তামিম
বিশ্বকাপ ২০২৩: ভারতের উদ্দেশে রওনা দিল বাংলাদেশ দল
১ বছর আগে
ত্রিদেশীয় সিরিজ: প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হার বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে লড়াইয়ের আর মাত্র কয়েক দিন বাকি আছে। তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা এখনও কাটছেই না।
সোমবার, মূল ইভেন্টের আগে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে বাংলাদেশ।
১৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও সাকিব আল হাসানসহ সবাই একে একে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন।
কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে ভালো খেলা আফিফ হোসেনও প্রথম বলেই আফগানদের কাছে ধরাশায়ী হন।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ: ১৬০ রানের টার্গেট বাংলাদেশের
বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ৩১ বলে ‘সর্বোচ্চ’ ১৬ রান করেন।
১৬১ রান তাড়া করতে নেমে ২০ ওভারে নয় উইকেটে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে পেস বোলার ফজল হক ফারুকী তিনটি উইকেট নেন।
প্রথমে ব্যাট করতে নেমে আফগান খেলোয়ার ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী যথাক্রমে ৪৬ ও ৪১ রান করে দলীয় সংগ্রহ ১৬০ পর্যন্ত টেনে নেন।
বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ তিনটি উইকেট নিয়ে ভালো পারফরমেন্স করেছেন।
ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান দল। হযরত জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে মাত্র ১৯ রান সংগ্রহ করেন।
তবে তিন নম্বর ব্যাট করতে নেমে ইব্রাহিম দারুণ একটি ইনিংস খেলেন। অন্যদিকে মোহাম্মদ নবীও দলীয় সংগ্রহ বাড়াতে অবদান রাখেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ তিনটি এবং সাকিব আল হাসান ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।
যত দিন যাচ্ছে, আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জন্য অপরাজেয় প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান মজবুত করছে।
আগামী ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড
২ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ব্রিসবেনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।
মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
এই দুই ম্যাচে বাংলাদেশ তাদের চূড়ান্ত স্কোয়াড পরীক্ষা-নিরীক্ষা করবে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড
বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। সেখানে তারা স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে চারটি ম্যাচ হেরেছে। ত্রিদেশীয় সিরিজের আগে এশিয়া কাপেও ভালো করতে পারেনি বাংলাদেশ।
টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার কারণে বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে তেমন কিছু আশা করছেন না ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও উইন্ডিজের মুখোমুখি হতে পারে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক
২ বছর আগে
উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেতৃত্বে দেবেন নুরুল হাসান
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৯ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
৩ বছর আগে