রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার পাহাড়ের পাদদেশ থেকে কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি পাহাড়ের পাদদেশ থেকে সুমন দাশ শিশির (৫৫) নামে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ত্রিপুরা সুন্দরী এলাকা বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা কোন সন্ত্রাসী গ্রুপ সুমন দাশকে গুলি করে হত্যা করেছে।
নিহত কৃষকের সুমন দে শিশির রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড লক্ষীছড়া গ্রামের দুর্গাচরণ দে’র ছেলে। তবে সুমন দাশের আদি বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে থাকতেন। সেখানে কৃষিকাজ করে চলতেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
এলাকাবাসী জানায়, পাহাড়ের জমিতে সবজি ও পান চাষ করার কারণে রাতে সেখানেই থাকতেন সুমন। তবে রাতে অবস্থান না করার জন্য সন্ত্রাসীরা তাকে একাধিকবার হুমকি-ধামকি দিয়ে সতর্ক করেছিল।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, আজ সকালে ওই জমিতে লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
তিনি জানান, কপালের মাঝখানে একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করছি গুলি করে কেউ হত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে খাবারের খোঁজে ৩ তলা ভবনে গন্ধগোকুল!
কক্সবাজারে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামে স্বামী আটক
১ বছর আগে
রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে উত্তর রাঙ্গুনিয়া থানার উত্তর পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ায় আবদুল মালেকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)।
আরও পড়ুন: সেনবাগে চুলার আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু
এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর।
তিনি জানান, গভীর রাতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ সকালে থানায় আনা হয়েছে। এছাড়া আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা বলেন, রাত ২টার দিকে বসতঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, রাতে হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়।
এর মধ্যে পাঁচ জন মৃত। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
গোয়ালন্দে আগুনে পুড়ে বৃদ্ধা ও শিশুর মৃত্যু
১ বছর আগে
আ’লীগ যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষকে সেবা দেবে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষকে সেবা দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
৩ বছর আগে