ধারালো অস্ত্র
গাইবান্ধায় স্কুলব্যাগে ধারালো অস্ত্র, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক
স্কুলের পোশাক পরা অবস্থায় গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং-এর ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু স্কুলছাত্রকে ব্যাগ কাঁধে নিয়ে রেল স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায়। তাদের অস্বাভাবিক চলাফেরা ও আচরণে স্টেশনে থাকা লোকজন ভীত হয়ে পড়ে।’
আরও পড়ুন: স্কুলছাত্র হত্যা: কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
পরে খবর দিলে গাইবান্ধা সদর থানার পুলিশ এসে স্টেশন এলাকায় তল্লাসি চালিয়ে স্কুলব্যাগ ও স্কুলের পোশাক পরিহিত ১৬ জনকে আটক করে।
পুলিশ আরও জানায় যে তাদের স্কুলব্যাগ তল্লাসি করলে বই খাবার ভেতর লুকানো অবস্থায় কয়েক প্রকারের ধারালো অস্ত্র পাওয়া যায়।
পুলিশ অস্ত্রসহ স্কুল ছাত্র আয়ান আলী, লিমন মিয়া, মুন্না আকন্দ, লিয়ন ইসলাম, মো. আলী সান, মেহেদী হাসান, মেজবাউল ইসলাম, হিমেল সরকার, শালিন, রিয়াদ সরকার, মজিদ আদনান, জীবন সরকার, রিয়াদ সরকার ও জান্নাতুল ফেরদৌসকে আটক করে।
আরও পড়ুন: সিলেটে ‘কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে আহত ২
তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা কিশোর গ্যাং-এর সদস্য হিসেবে শহরের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায়।
এ ব্যাপারে ওসি ওয়াহেদুজ্জামান বলেন, যেহেতু তাদের কাছ থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে, তাই পুলিশ তাদের আটক করে।
গাইবান্ধা সদর থানার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্য আটক
১ বছর আগে
শেরপুরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত কৃষকের লাশ উদ্ধার
শেরপুর সদর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি কাঠের গাছের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রফিক মিয়া (৬০) ওই ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের মৃত শাহ ফকিরের ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নিখোঁজের চারদিন পর কৃষকের লাশ উদ্ধার
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রফিক মিয়া ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। রফিক মিয়ার প্রতিবেশি ওমেদ আলী ও আঙ্গুর মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নিহতের পরিবার।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের মাথায়, গলায় ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দিনাজপুরে জমি থেকে কৃষকের লাশ উদ্ধার
ফসলের খেত থেকে কৃষকের লাশ উদ্ধার
১ বছর আগে
বাগেরহাটে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাটের কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার আলিপুর গ্রামের একটি ধানের জমিতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোজাহার মোল্লা (৫৫) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আলিপুর গ্রামের জোনাব আলীর মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
আরও পড়ুন: তিস্তা ব্যারাজ দোয়ানীতে কৃষককে কুপিয়ে হত্যা
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, কচুয়া উপজেলার আলিপুর গ্রামের হাফিজুর মোল্লার সঙ্গে একই গ্রামের আফসার শেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে আফসার গ্রুপের লোকজন আলিপুর সকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি ধানের জমিতে বোরো ধানের বীজপাতা রোপণ করছিল। এসময় হাফিজ গ্রুপের লোকজন সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মোজাহার মোল্লাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।
খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোজাহারকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ভোলায় ধান কাটা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
১ বছর আগে
কিশোরগঞ্জে নবী হোসেন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
চাঞ্চল্যকর নবী হোসেন হত্যা মামলায় সোমবার দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম।
৩ বছর আগে