যুক্তরাজ্য ফেরত
সিলেটে ‘কোয়ারেন্টাইন’ ভঙ্গ করায় ২ প্রবাসীকে ৭ দিনের কারাদণ্ড
যুক্তরাজ্য ফেরত দুই প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে জরিমানা আদায়ের পর তাদের দুজনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মো. আব্দুন নূর (৪২) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আলম হাসান রউফ (৩৬)।
আরও পড়ুন: ইউরোপীয় দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: বেবিচক
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ২২ মার্চ লন্ডন হতে আগত ১৪০ জন যাত্রীর মধ্যে এই দুজনও দেশে আসেন। এরপর থেকে তারা দুজন সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকের ৭০৩ ও ৭০৪ নং কক্ষে অবস্থান করছিলেন। কোয়ারেন্টাইন থাকাবস্থায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু রিপোর্ট আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। তবে উভয় প্রবাসীই অর্থদণ্ড পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী ৭ দিনের সাজাভোগের জন্য মঙ্গলবার রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভুটানে ফিরে ২১ দিনের কোয়ারেন্টাইনে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা
প্রসঙ্গত, এর আগে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়া থেকে একই পরিবারের ৯ সদস্য কোয়ারেন্টাইন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ তাদের গ্রামের বাড়ি চলে যান। পরে তাদেরকে ফোনে ডেকে এনে ওই পরিবারের প্রাপ্ত বয়স্ক ৬ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
৩ বছর আগে
যুক্তরাজ্যফেরত: পুনঃপরীক্ষায় এবার ২৫ জনের করোনা নেগেটিভ
যুক্তরাজ্য থেকে দেশে আসা ২৮ যাত্রীর নমুনা পরীক্ষায় সোমবার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার একদিন পর মঙ্গলবার ওই ২৮ জনের নমুনা পুনঃপরীক্ষায় ২৫ জনেরই করোনা নেগেটিভ এসেছে।
৩ বছর আগে