জাতীয় দল
সিটিই শেষ ক্লাব, জানিয়ে দিলেন গার্দিওলা
কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব বলে জানিয়েছেন ক্লাবটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। পাশাপাশি ক্লাব ফুটবল ছাড়লেও আন্তর্জাতিক ফুটবল কোচিংয়ে নাম লেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
গার্দিওলার অধীনে গত আট বছরে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্যা শিরোপা জিতেছে সিটি। তবে সম্প্রতি কোচিং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন সিটিকে টানা চারটি প্রিমিয়ার লিগ জেতানো এই কোচ। সাত ম্যাচ টানা জয়বঞ্চিত থাকার পর গত সপ্তাহে জিতেছে তার দল।
অবশ্য দলের এমন পারফরম্যান্সে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সম্পর্কের ঘাটতি হয়নি। সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত সিটির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ৫৩ বছর বয়সী পেপ। এই মেয়াদ পূর্ণ করলে ক্লাবটিতে দশ বছরের বেশি সময় অতিবাহিত করবেন তিনি।
আরও পড়ুন: সিটি সমর্থকদের সুখবর দিলেন গার্দিওলা
সম্প্রতি স্প্যানিশ শেফ দানি গার্সিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা। সেখানে কোচিংয়ে নিজের ভবিষ্যৎসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি।
গার্সিয়ার ইউটিউব চ্যানেল দেসমন্তাদিতোয় প্রকাশিত ভিডিওতে গার্দিওলাকে বলতে শোনা যায়, ‘(সিটি ছাড়ার পর) আমি আর কোনো ক্লাবের কোচিং করাব না। সুদূর ভবিষ্যতে কী হবে জানি না, তবে এটুকু বলতে পারি যে সিটি ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে ফের একই কাজ করা- এসব আর করছি না।’
‘আসলে ওই পরিমাণ প্রাণশক্তি আর আমার নেই।… না না আর নয়!’
ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টিও তার বিবেচনায় রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের কোচ হয়তো হতে পারি, সেটা আলাদা বিষয়।’
‘আমি সত্যি সত্যিই এসব ছাড়তে চাই। সব ছেড়েছুড়ে গলফ খেলতে চাই, কিন্তু পারি না। তবে যখন মনে হবে যে যথেষ্ট হয়েছে, আর নয়, তখন অবশ্যই আমি থেমে যাব।’
আরও পড়ুন: ৫-০ গোলে জয়ের রাতে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ভাঙল সিটি
১ সপ্তাহ আগে
জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু
আগামী মাসে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২’ গ্রুপ-ই এর সম্মিলিত কোয়লিফিকেশন এবং এএফসি এশিয়ান কাপ-২০২৩ কে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়।
দোহার জসিম বিন হামেদ স্টেডিয়ামে জুনের ৪, ৭ এবং ১৫ তারিখে বাংলাদেশ গ্রুপ-ই এর অন্য তিনটি দল আফগানিস্তান, ইন্ডিয়া এবং ওমানের সাথে খেলবে।
আরও পড়ুন: টটেনহাম থেকে বহিষ্কার হলেন কোচ মরিনহো
২১ মে’র দিকে বাংলাদেশ জাতীয় দল কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হতে পারে।
হঠাৎ ইনজুরিতে পড়া বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোস ছাড়া প্রাথমিক ভাবে বাছাইকৃত বাকি ৩৩ ফুটবলার প্রধান কোচ জেমি ডে এবং অন্যান্য কোচের নেতৃত্বে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ১২টা পর্যন্ত অনুশীলনে যোগ দেয়।
রবিবার বিশ্বনাথ ঘোস ছাড়া বাছাইকৃত বাকি খেলোয়াড়রা ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আবাসিক ক্যাম্পে যোগ দেয়।
আগামীকাল বাংলাদেশ দল একই সময়ে একই ভেন্যুতে অনুশীলন করবে।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দল থেকে ৩৩ ফুটবলারের প্রাথমিক দল ঘোষণা করে।
৩ বছর আগে
এটা এক বড় চ্যালেঞ্জ, বললেন নতুন নির্বাচক রাজ্জাক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে জাতীয় দলের নতুন নির্বাচক হিসেবে বুধবার নিয়োগ দিয়েছে।
৩ বছর আগে