সহ-সভাপতি
ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিইএ পরিচালকের বৈঠক
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক কর্মসূচির পরিচালক লীনা রিখিলা তামাং বৈঠক করেছেন।
সোমবার (২৮ এপ্রিল ) ঢাকায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালার স্প্রেডশিট আকারে তাদের কাছে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ২০টি দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন, যা ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি করবে।
বৈঠকে ইন্টারন্যাশনাল আইডিইএ এর পরিচালক লীনা রিখিলা তামাং কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন৷
এ সময় ইন্টারন্যাশনাল আইডিইএ’র প্রোগ্রাম ম্যানেজার গ্রেইস প্রিয়েটো উপস্থিত ছিলেন।
৫ দিন আগে
চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩
নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ছাড়াও যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ইউএনবিকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউসুফ গাজী ও হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী গ্রেপ্তার হয়েছে মাদক মামলায়। গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।’
আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্ক থেকে ৩ লেমুর চুরি, গ্রেপ্তার ১
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইউসুফ গাজীকে শনিবার ভোরে শহরের মুখার্জিঘাটের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।’
তিনি বলেন, ‘এছাড়া একই রাতে গ্রেপ্তার হন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।’
১৪ দিন আগে
এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী আর নেই
এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজের জানাজা আগামীকাল বুধবার (১ মার্চ) বাদ জোহর নিকুঞ্জ-১ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আবু আলমের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য এফবিসিসিআই তার অবদান সবসময় মনে রাখবে।
এফবিসিসিআই সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলম ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।
এফবিসিসিআই জানিয়েছে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ৬৯ এর গণঅভুত্থানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন: সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায়, আলম সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
শিক্ষাজীবন শেষ করে তিনি মিডিয়া সেক্টরে ব্যবসা শুরু করেন।
চৌধুরী এফবিসিসিআই-এর সহ-সভাপতি ও পরিচালক হিসেবে ৬ মেয়াদে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৮-২০১০ সাল পর্যন্ত কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই)-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সদস্য এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন ইসি সদস্য ছিলেন।
আরও পড়ুন: ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
এমপি মোসলেম উদ্দিনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ
৭৯৫ দিন আগে
ইডেন কলেজে ছাত্রলীগের কোন্দল: সহ-সভাপতি আহত
ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের হামলায় সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কলেজ শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজে চাঁদাবাজি ও আসন বাণিজ্য নিয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় বেগম রাজিয়া ডরমেটরিতে জান্নাতুল ফেরদৌসকে মারধর করেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনার পর বিক্ষোভ মিছিল ও পাল্টা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তিনি নানা অনিয়ম, চাঁদাবাজি, আসন বাণিজ্য ও হল দখলের অভিযোগ তোলেন।
সাক্ষাৎকারের দু’দিন পর শনিবার রাত ১১টার দিকে তাকে হল থেকে বের করে দেয়ার হুমকি দেয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীরা।
জান্নাতুল ফেরদৌসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি হলের বাইরে ছিলাম। রাজিয়ার অনুসারীরা আমার রুমে ঢুকে ঝামেলা তৈরি করে। পরে আমার রুমমেটরা আমাকে ডাকলে আমি হলে ফিরে এসে কিছু মেয়েদের সাথে কথা বলি। আমি হলে আসতেই রাজিয়ার অনুসারীরা আমাকে মারধর করে ও আমার ফোন কেড়ে নেয়।’
এ ব্যাপারে কথা বলতে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে ফোন দেয়া হলে তারা ইউএনবি প্রতিনিধির ফোন ধরেননি।
তবে ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ।
আরও পড়ুন: যাত্রীবাহী জাহাজে তামাকজাত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধের দাবি
সড়ক দুর্ঘটনায় নানীর কোলে নাতনীর মৃত্যু!
পুলিশ-বিএনপির সহিংসতায় দুই মামলায় সহস্রাধিক আসামি, গ্রেপ্তার ২৪
৯৫১ দিন আগে
ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০২০ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন শামস মাহমুদ।
১৯৫৮ দিন আগে