ময়লার ভাগাড়
বগুড়ায় ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশ উদ্ধার
বগুড়ায় ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের রেলস্টেশনের ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যক্তির বয়স ৫০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
পরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই এবং মৃত্যুর কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, নিহত ব্যক্তি স্টেশনের আশপাশেই থাকতেন। নেশা করতেন এবং ভবঘুরে ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম আহমেদ জানান, মৃত ব্যক্তি ভবঘুরে এবং স্টেশনের আশেপাশেই থাকতেন।
তিনি জানান, ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে নামাজগড় গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে যুবক ও কিশোরীর লাশ উদ্ধার
১ বছর আগে
বগুড়ায় ময়লার ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার
বগুড়া শহরের এক ময়লার ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
ফের ময়লার ভাগাড়ে পরিণত নারায়ণগঞ্জের মীর জুমলা সড়ক
মাত্র তিন মাসের ব্যবধানে আবারো নোংরা ও চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের বাবু বাজার সংলগ্ন মীর জুমলা সড়ক।
৪ বছর আগে