ময়লার ভাগাড়
বর্জ্যে বিপন্ন হাজীগঞ্জ, ডেঙ্গু-শ্বাসকষ্টে ছড়াচ্ছে উদ্বেগ
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই পরিকল্পনার অভাবে দুর্গন্ধে নাভিশ্বাস উঠেছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরবাসীর। জেলার অন্যতম সমৃদ্ধ এই পৌরসভা ও উপজেলা শহরটির অনেক স্থান এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
প্রতিদিন এই পৌরসভা এলাকায় প্রায় ৬০ টন বর্জ্য ফেলা হচ্ছে, আর তা ফেলা হচ্ছে সড়কের পাশে, খোলা জায়গায় ও জলাশয়ের ধারে। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্পট না থাকায় এভাবে বর্জ্য ফেলা ছাড়া উপায় নেই। আর এতে করে শহরের পরিবেশ তো ভয়াবহ আকারে দূষিত হচ্ছেই, সেইসঙ্গে নানা রোগব্যাধির ঝুঁকিতে রয়েছে প্রায় সোয়া লাখ মানুষ।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হাজীগঞ্জ পৌরসভা ২০০৪ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুপাশে গড়ে ওঠা এই পৌর শহরের আয়তন ২০ দশমিক ২৪ বর্গকিলোমিটার। স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় এক লাখ ২৫ হাজার। এ ছাড়া প্রতিদিন উপজেলা ও আশপাশের গ্রাম থেকে স্কুল-কলেজ, কেনাকাটা, অফিস-আদালতের কাজে আসেন আরও অন্তত ৫০-৬০ হাজার ভাসমান মানুষ।
কোটি কোটি টাকার লেনদেন হয় এমন বাণিজ্যিক এই শহরে নেই কোনো নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন কেন্দ্র।
পৌর কর্তৃপক্ষের তথ্য অনুসারে, প্রতিদিন পৌর এলাকা ও আশপাশের হাটবাজার থেকে প্রায় ৩০ টন বর্জ্য সংগ্রহ করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। তবে স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত বর্জ্য মিলিয়ে দৈনিক মোট বর্জ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০ টনে।
আরও পড়ুন: জামালগঞ্জে পরিত্যক্ত সেতু দিয়ে ঝুঁকিতে চলাচল, দুর্ভোগে ৩৫ গ্রামের মানুষ
কিন্তু দীর্ঘদিনেও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট জমি বা স্পট নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে মিঠানিয়া সেতু এলাকা, হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া সেতুসংলগ্ন স্থান, কচুয়া সড়কের রেলগেট এলাকা এবং ঐতিহাসিক বড় মসজিদের পাশের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে।
১৭৮ দিন আগে
বগুড়ায় ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশ উদ্ধার
বগুড়ায় ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের রেলস্টেশনের ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যক্তির বয়স ৫০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
পরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই এবং মৃত্যুর কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, নিহত ব্যক্তি স্টেশনের আশপাশেই থাকতেন। নেশা করতেন এবং ভবঘুরে ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম আহমেদ জানান, মৃত ব্যক্তি ভবঘুরে এবং স্টেশনের আশেপাশেই থাকতেন।
তিনি জানান, ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে নামাজগড় গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে যুবক ও কিশোরীর লাশ উদ্ধার
৭৪০ দিন আগে
বগুড়ায় ময়লার ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার
বগুড়া শহরের এক ময়লার ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
১৯৪৭ দিন আগে
ফের ময়লার ভাগাড়ে পরিণত নারায়ণগঞ্জের মীর জুমলা সড়ক
মাত্র তিন মাসের ব্যবধানে আবারো নোংরা ও চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের বাবু বাজার সংলগ্ন মীর জুমলা সড়ক।
২১৭৩ দিন আগে