তেলবাহী ট্রেন
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত
হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দু’টি বগির লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মীর সাব্বির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আখাউড়া থেকে আনা হচ্ছে। ঘটনাস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে ট্রেন লাইনচ্যুতির খবরে যাত্রীদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষামান যাত্রীরা নানাভাবে ট্রেনের খবর সংগ্রহ করছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ট্রেন লাইনচ্যুতির চেষ্টা নস্যাৎ করল পুলিশ
১ বছর আগে
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন
খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তেলবাহী রেল গাড়িটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এছাড়া তেলের রেল গাড়ির পিছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশের ক্যাম্পের ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
খুব শিগগিরই বিটি রেল লাইন থেকে অপসারণ করে রেল যোগাযোগ সচল করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে ৭ দিনের ব্যবধানে ফের একই ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত
১ বছর আগে
কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত
ঈশ্বরদী-খুলনা রেলওয়ে রুটে শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুরের হালসা স্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
তবে লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটায় দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের নিচে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন কিশোরী বধূ
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম জানান, শনিবার খুলনা থেকে তেলবাহী ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনটি ঈশ্বরদী আসছিল। সকাল পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পার হয়ে 'হালসা' স্টেশনের লুপ লাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ক্রটির কারণে ইঞ্জিন ও দুটি তেলবাহী ওয়াগন লাইলচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে সকাল ১০টা থেকে উদ্ধার কাজ শুরু করে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, এ রুটে ডাবল লাইন থাকার কারণে লুপ লাইনে দুর্ঘটনা ঘটেছে। এজন্য প্রধান রেললাইনটি সচল থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ
এদিকে এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় সংকেত-টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
২ বছর আগে
সিলেটে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি
সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৩ বছর আগে
সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ
সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
৩ বছর আগে