বন্যপ্রাণী পাচার
বন্যপ্রাণী পাচার-শিকার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
বাংলাদেশে বন্যপ্রাণী পাচার ও শিকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
রবিবার বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।
বৈঠকে বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে সহযোগিতা বাড়াবে এডিবি: পরিবেশমন্ত্রী
এ সময় বন্যপ্রাণী পাচারকারীদের জন্য ট্রানজিট পয়েন্ট এবং অভ্যন্তরীণ বাজার হিসেবে বাংলাদেশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় কঠোর শাস্তি বাস্তবায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ।
তিনি বলেন, বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে শক্তিশালী করা হবে।
আরও কার্যকর ব্যবস্থা প্রয়োগের জন্য বিধিমালা সংশোধন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাবের হোসেন চৌধুরী।
আরও পড়ুন: বায়ুদূষণ রোধে ২০ বছরের পুরোনো বাস প্রত্যাহার করতে হবে: পরিবেশমন্ত্রী
বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সুন্দরবন সংরক্ষণে বাঘ সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ। সেখানে বেআইনি কার্যকলাপ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক জীববৈচিত্র্যের হটস্পট পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার ওপর জোর দেন পরিবেশমন্ত্রী।
অনুষ্ঠানে আরও ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: সম্পদের বিভাজন রোধে সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী
৭ মাস আগে
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবনে রেড এ্যালার্ট
রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় রেড এ্যালার্ট জারি করা হয়েছে। ইতোমধ্যে সুন্দরবনে বৈধ পাস নিয়ে যাওয়া জেলে-বনজীবীদেরও বন থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছে বন বিভাগ।
৩ বছর আগে