সামরিক জান্তা
মিয়ানমারের সামরিক জান্তা সত্য আড়ালের চেষ্টা চালিয়ে যাচ্ছে: জাতিসংঘ বিশেষজ্ঞ
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস ১৭ থেকে ২৩ জুন মালয়েশিয়া সফর করবেন।
অ্যান্ড্রুস বলেন, ‘মিয়ানমারে পরিস্থিতির অবনতি ঘটতে থাকা এবং সামরিক জান্তা সত্যকে আড়াল করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় আমি মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির নথি ও প্রতিবেদন করার জন্য আমার ম্যান্ডেট অনুসরণ করতে অবিচল রয়েছি। অভ্যুত্থানের পর থেকে যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদেরসহ আমি মিয়ানমারের নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ চালিয়ে যাব।’
এই বিশেষ প্রতিনিধি কুয়ালালামপুর সফর করবেন এবং সেখানে তিনি সরকারের প্রতিনিধি, সংসদ সদস্য, জাতিসংঘের কর্মকর্তা, মিয়ানমার ও আসিয়ানের পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পাশাপাশি সুশীল সমাজ ও সম্প্রদায়-ভিত্তিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
আরও পড়ুন: রোহিঙ্গাদের আবারও ‘বাঙালি সম্প্রদায়’ বলল মিয়ানমার
অ্যান্ড্রুস বলেন, ‘এই সফরটি মিয়ানমারের সংকটের বিষয়ে আসিয়ান অঞ্চলের সঙ্গে গভীর আঞ্চলিক সম্পৃক্ততার প্রকল্পের সূচনা।’
আগামী মাসগুলোতে আসিয়ানের অন্যান্য সদস্য দেশে সফরের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে প্রাথমিক পর্যবেক্ষণ শেয়ার করার জন্য কুয়ালালামপুরে ২৩ জুন একটি সংবাদ সম্মেলন করবেন এই বিশেষ প্রতিনিধি।
আরও পড়ুন: মিয়ানমার বিষয়ক আসিয়ানের বিশেষ দূতকে সু চির সঙ্গে দেখা করার আহ্বান
২ বছর আগে
মিয়ানমার ইস্যুতে যুক্তরাষ্ট্র, আসিয়ানকে সামরিক জান্তার ওপর চাপ বাড়ানোর আহ্বান
মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানকে তাদের আসন্ন শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্যরা।
জাকার্তা থেকে প্রাপ্ত এক বার্তা অনুসারে আসিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা ঘোষণা করেছেন তারা আসিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পারস্পরিক সুবিধার জন্য তাদের কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চান।
তারই ধারাবাহিকতায় আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) প্রস্তাব দিয়েছে মিয়ানমারের সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং মানব নিরাপত্তার অন্তর্নিহিত হুমকি মোকাবিলায় তাদের দৃঢ় পদক্ষেপ নেয়া উচিত।
১২-১৩ মে ওয়াশিংটন ডি.সিতে আসিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র আসিয়ান-ইউএস-এর সাড়ে চার দশক উদযাপন উপলক্ষ্যে একটি বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করতে যাচ্ছে।
আরও পড়ুন: মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
মালয়েশিয়ার আইন প্রণেতা ও এপিএইচআর চেয়ারপারসন চার্লস সান্তিয়াগো বলেছেন, ‘ইউএস-আসিয়ান সম্পর্কের এই ৪৫তম বার্ষিকীটি মার্কিন যুক্তরাষ্ট্র ও আসিয়ান সরকারগুলোর জন্য তাদের সম্পর্কের একটি নতুন পর্যায় শুরু করার উপলক্ষ হোক যা সত্যিকার অর্থে মিয়ানমার বা অন্য যে কোনো দেশে জনগণের উপকার করবে এবং মানবাধিকার ও নৃশংসতা প্রতিরোধকে অন্যতম আলোচ্যসূচি হিসাবে বিবেচনা করবে।
সান্তিয়াগো বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার লাখ লাখ মানুষের নিরাপত্তার জন্য মিয়ানমারের জান্তা যে হুমকি সৃষ্টি করেছে তা তারা আর উপেক্ষা করতে পারবে না।
মিয়ানমারের সামরিক শাসন চাপানোর জন্য দেশটির সেনাবাহিনী ব্যাপক নৃশংসতা চালিয়েছে।
আরও পড়ুন: নির্যাতনে হত্যা: মিয়ানমারে গণহত্যার প্রমাণ পেয়েছে বিবিসি
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মতে, এগুলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ বলে বিবেচিত হতে পারে।
এপিএইচআর বলছে, গত বছর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী মিয়ানমারের ওপর আসিয়ানের পাঁচ দফা ঐক্যমতকে সম্পূর্ণ উপেক্ষা করে আসছে।
এপিএইচআর আশা প্রকাশ করে বলেছে, মিয়ানমার সেনাবাহিনীর মিন অং হ্লাইং এবং তার জান্তাকে চুক্তি মেনে চলতে ব্যর্থতার মূল্য দিতে সমন্বিত ব্যবস্থা নিয়ে কাজ করার উপযুক্ত সুযোগ প্রদান করবে আসন্ন সামিট।
এপিএইচআর বলেছে যে তারা এই সঙ্কট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও আসিয়ানকে তাদের নীতি প্রণয়ন ও পরিচালনা করার ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত।
আরও পড়ুন: রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অপরাধের জন্য জবাবদিহি করতে হবে: জাতিসংঘ
২ বছর আগে
মিয়ানমারে সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে বলে মঙ্গলবার তার আইনজীবী জানিয়েছেন। এদিকে, দেশটিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার দখল নেয়া সামরিক বাহিনী বিরোধীদের বিরুদ্ধে তাদের তৎপরতা আরও বৃদ্ধি করেছে।
৩ বছর আগে
রাখাইনে রোহিঙ্গাদের সাথে মিয়ানমার সেনাবাহিনীর ‘যোগাযোগ’
রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার পর মিয়ানমারের সামরিক প্রশাসন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাথে ‘যোগাযোগ’ করেছে। বিষয়টিকে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে আনার জন্য তাদের মাঝে আস্থা তৈরি করতে রাখাইন রাজ্যে সামরিক জান্তার ‘ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফেরানোর আকাঙ্ক্ষা’ হিসেবে দেখা হচ্ছে।
৩ বছর আগে