উৎসব
বড়দিন উদযাপনে পাহাড়ে খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ
রবিবার (২৫ ডিসেম্বর) শুভ বড়দিন। পাহাড়ের খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন উদযাপনে এখন উৎসবের আমেজ। পাহাড়ি জনপদ রাঙামাটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চলছে নানা আয়োজন। বড়দিন উপলক্ষে গির্জাগুলোকে ফুল দিয়ে আকর্ষণীয় নানা রঙে সাজানো হয়েছে। গির্জায় গির্জায় করা হয়েছে আলোকসজ্জা।
রাঙামাটি জেলাসহ প্রত্যন্ত এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের গ্রামগুলো লাল, নীল বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। এছাড়া ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের সে গোশালাও তৈরি করা হয়েছে।
গির্জাগুলোও সাজানো হয়েছে নানান সাজে। আর ঘরের ওপরে টাঙানো হয়েছে রঙিন কাগজে বানানো তারা চিহ্নিত আলোক সজ্জা। বসতবাড়ির আঙ্গিনায়ও দেখা গেছে নানা রঙের কারুকাজ।
এছাড়া শহরের তবলছড়ি বন্ধু যীশু টিলা গির্জায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে এ উৎসবে মেতে উঠেছে বাঙালিরাও। আর বড়দিন উপলক্ষ্যে কেক কেটে রাঙ্গামাটিসহ প্রত্যন্ত এলাকায় উৎসবের সূচনা করবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
গত দুই বছর করোনার কারণে স্বল্প পরিসরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন পালন করলেও এ বছর করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শিশুরা মেতে উঠেছে বড়দিনের আনন্দে।
আরও পড়ুন: রবিবার শুভ বড়দিন
রাঙামাটি শহরে সাতটি খ্রিস্টান পল্লী রয়েছে। এরমধ্যে আসামবস্তি, নতুনবস্তি, বন্ধু যীশুটিলা ও রির্জাভমুখসহ অন্যান্য গ্রামের মানুষ গির্জায় প্রার্থনা করে নানা আয়োজনে প্রভু যীশুর জন্মদিনের উৎসব পালনে ব্যস্ততার মধ্যে দিন অতিবাহিত করছে।
বড়দিন উদযাপনে পাহাড়ের খ্রিস্টান পল্লী গুলোতেও চলছে উৎসবের আমেজ। রাঙামাটিসহ কাপ্তাই চন্দ্রঘোনা, বাঘাইছড়ি সাজেক ইউনিয়ন ও বিলাইছড়ির পাংখোয়া পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী পাংখোয়া ও খিয়াং সম্প্রদায়ের মানুষ বড় দিন উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আবার কেউ কেউ এলাকায় আয়োজন করেছে প্রীতিভোজের।
অন্যদিকে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে রাঙামাটি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
খ্রিস্টান পল্লীগুলোর আশে-পাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রাঙামাটি ক্যাথলিক চার্চপাল পুরোহিত ফাদার মাইকেল রয় জানান, ‘ঈশ্বরের আশীর্বাদ রূপে যীশু এসেছিলেন মানবতার কল্যাণে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। পাহাড়ে শান্তির বার্তা নিয়ে আসবে প্রভু যীশুর জন্মদিন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় জেলা শহরসহ রাঙ্গামাটির বিভিন্ন গির্জায় বড়দিন উদযাপিত হবে। এ উৎসবের মধ্যে মিশে যাবে সকল হিংসা, সংঘাত। সৃষ্টি হবে সম্প্রীতি মেলবন্ধন।
দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতি ও করোনার পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও শান্তিতে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা করছে সকলে।’
আরও পড়ুন: বড়দিন উদযাপন উপলক্ষে বরিশালের ১শ গীর্জায় কঠোর নিরাপত্তা
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপিত
শত দেশের হাজার চলচ্চিত্র নিয়ে ৩য় সিনেমাকিং চলচ্চিত্র উৎসব ফেব্রুয়ারিতে
দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাবান সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (সিআইএফএফ) ৩য় অধিবেশন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সিআইএফএফ প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এ তথ্য জানান।
তিনি জানান, উৎসবটি হওয়ার কথা ছিলো ২০২২ সালের ডিসেম্বর মাসে, পরবর্তীতে সময় পরিবর্তন করা হয়।
মনজুরুল ইসলাম মেঘ বলেন, ৩য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতদেশের হাজার চলচ্চিত্র প্রতিযোগিতা করছে, ১০০০ চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালককে ইতোমধ্যেই আমরা ইমেইলের মাধ্যমে সিলেকশনের বিষয়ে নিশ্চিত করেছি।
মেঘ আরও জানান, বিভিন্ন দেশের ডেলিগেটরা এইবার অংশগ্রহণ করবে, সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। পৃথিবীর বড় বড় উৎসবের পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলো আমাদের উৎসবে জমা পড়েছে, আমরা সে সব চলচ্চিত্র সেন্সর করে বাংলাদেশের দর্শকদের দেখাতে চাই। এই অধিবেশনের আয়োজনটা বড়, এর আগে এশিয়া মহাদেশের কোন চলচ্চিত্র উৎসবে হাজার চলচ্চিত্র সিলেকশন হয়নি। আমরা এই রেকর্ড গড়তে চাই। তাই সুন্দর আয়োজনের জন্য আমাদের কিছু বাড়তি সময় প্রয়োজন।
উল্লেখ্য, ২য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১২১টি দেশ অংশগ্রহণ করেছিলো। সিআইএফএফ অধিবেশন দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠিত উৎসগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করা চলচ্চিত্র উৎসবের রেকর্ড গড়ে এবং বাংলাদেশে সর্বকালে সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক উৎসবের খেতাবপ্রাপ্ত হয়।
আরও পড়ুন: কসমস ফাউন্ডেশনের প্রদর্শনীতে আলেকজান্দ্রু পোটেকা ও নিপার শিল্পকর্ম
উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় মেগাপ্রজেক্ট বাস্তবায়ন করায় ৩য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হবে মাননীয় প্রধানমন্ত্রীকে। এই উৎসবের মাধ্যমে শতাধিক দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের কাছে পদ্মা সেতু তুলে ধরা হবে। এইবার উৎসবের থিম সাজানো হয়েছে পদ্মা সেতু।
উৎসব পরিচালক জানান, ২য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছিলো। এইবারের উৎসবে আন্তর্জাতিক সেমিনারের পাশাপাশি, মাস্টারক্লাস, ওপেন ফোরাম অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী মার্চ মাস থেকে নিয়মিত প্রত্যেক মাসে আট বিভাগে আটটি বিভাগীয় চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিভাগের নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে স্পেশাল উৎসব।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্র সারাবিশ্বে পরিচিত করতে এবং বিভিন্নি দেশের সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের দর্শকদের পরিচয় করিয়ে দিতে ২০১৮ সালে যাত্রা শুরু করে ২০২০ সালে থেকে নিয়মিতো এই উৎসবের আয়োজন করে আসছে ঢাকা ফেস্টিভাল।
১ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে উৎসর্গ করা হয়েছিলো।
২য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১ এ বিশ্বের ১২১ টি দেশ অংশগ্রহণ করেছিলো, উৎসর্গ করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধাদের’।
আরও পড়ুন: আলোকচিত্র প্রদর্শনী 'প্রত্যাশা: অভিবাসীদের আশা' শুরু মঙ্গলবার
ঢাকায় ১৯তম এশিয়ান আর্ট বিয়েনালের উদ্বোধন প্রধানমন্ত্রীর
ঠাকুরগাঁওয়ে নবান্ন: বাঙালির জীবনের সচ্ছলতার উৎসব
আবহমানকাল থেকেই প্রকৃতির প্রাণধারা বহমান রেখেছে বাঙালির জীবনধারাকে। তাই প্রকৃতির উদার আনুকূল্যে সে যেমন বাঁচে, তেমনি এর রুদ্ররোষেও হয়ে পড়ে বিপন্ন। প্রকৃতি তাকে অপার দাক্ষিণ্যে পূর্ণ করে, আবার আঘাতে আঘাতে করে নিঃস্ব-সর্বশান্ত। তারপরেও মনে হয়, বাঙালির স্বপ্ন-প্রেম, তার বাঁচার ইচ্ছা, তার জীবনধারণ ও জীবনযাপনের সবকিছুই ওই প্রকৃতির দানে প্রাপ্ত। প্রকৃতি ঘনিষ্ঠ যে জীবন ও জীবনের কলরব, তাতেই বাঙালির উৎসব।
অন্যভাবে বলা যায়, প্রকৃতির উৎসবই বাঙালির উৎসব। ঋতুর আনুকুল্যে তার আশ্চর্য প্রণোদনায় এই উৎসব বর্ধিত ও পল্লবিত হয়। প্রকৃতির পালাবদলে তার ষড়ঋতুর বৈচিত্র্যে চারদিক অপরূপ হয়ে ওঠে। ঋতুভিত্তিক কিংবা প্রকৃতিকেন্দ্রিক উৎসব পার্বনগুলোর মধ্যে অন্যতম হলো ‘নবান্ন’।
আর এই নবান্ন হলো হেমন্তের উৎসব। তাই সমৃদ্ধির ঋতু হেমন্ত যখন আসে বাংলায়, তখন তা নিয়ে আসে ফসলের প্রাচুর্য। গ্রাম বাংলার কুটির থেকে প্রান্তর, পাকা ধানের গন্ধে আমোদিত হয়ে ওঠে। ফসল তোলার আনন্দে উদ্বেল হয়ে ওঠে সকলে। হেমন্তে আয়োজন করা হয় প্রাণের উৎসব, জীবনের সচ্ছলতার উৎসব ‘নবান্ন’।
আরও পড়ুন: ঢাবিতে নবান্ন উৎসব শুরু
টাঙ্গাইলে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-স্লোগানে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি টাঙ্গাইল-এর উদ্যোগে ও চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ টাঙ্গাইল পর্ব।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
বরেণ্য অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, নির্মাতা মোরশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা তানভীর হোসেন প্রবাল, রিয়াজুল রিজু, ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এরশাদ হাসান।
আয়োজক কমিটির আহ্বায়ক সংস্কৃতিকর্মী সাম্য রহমানের সভাপতিত্বে চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি টাঙ্গাইলের সভাপতি ও টাঙ্গাইল উৎসবের পরিচালক মুঈদ হাসান তড়িৎ, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান বক্তব্য দেন।
আরও পড়ুন: লা গ্যালারিতে অভিজিৎ চৌধুরীর একক চিত্র প্রদর্শনী
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১১টায় প্রদর্শিত হয় বাংলাদেশি চলচ্চিত্র কাঁঠাল, ৪৫ মিনিট; শহরটা ঢাকা, ১১ মিনিট; অশ্লেশা, ৬ মিনিট; ফ্রেমড মেমোরিস, মালেশিয়া, ৭ মিনিট। দুপুর ২টায় পাঠশালা, ভারত, ১৯ মিনিট ; ফাইন্ডারস অফ দ্যা লস্ট ইয়ট, ফিনল্যান্ড, ৮৬ মিনিট । বিকাল ৫টায় দীপু নাম্বার টু, বাংলাদেশ, ১৫৪ মিনিট প্রদর্শিত হয়।
উৎসবে আগামী ২৫ নভেম্বর সিনেম্যাটোগ্রাফি বিষয়ে নির্মাতা এনামুল হাসান ও এ্যানিমেশন বিষয়ে এ্যানিমেশন নির্মাতা শাহরিয়ার আল মামুন কর্মশালা পরিচালনা করবেন। আগামী ২৬ নভেম্বর মোবাইল চলচ্চিত্র নির্মাণ বিষয়ে কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা রাকা নোশীন নাওয়ার। একই দিন বিকাল ৫টায় উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে ১৪টি দেশের ২০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা এবং বিকাল ৫টায় প্রদর্শনী রয়েছে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
২৫ নভেম্বর, ২০২২ শুক্রবার সকাল ১১টায় প্রদর্শিত হবে দি রিপাবলিক অফ চিলড্রেন, পোল্যান্ড, ৭২ মিনিট; মেসি, ইরান, ১৪ মিনিট। দুপুর ২টায় সুমো কিড, রাশিয়া, ৮৮ মিনিট; ক্রিপি, জার্মানি, ৫ মিনিট; থ্যাংক ইউ ফর ইয়র টিথ, রোমানিয়া, ২ মিনিট। বিকাল ৫টায় আমার বন্ধু রাশেদ,বাংলাদেশ, ৯৬ মিনিট। ২৬ নভেম্বর, ২০২২ শনিবার সকাল ১১টায় প্রদর্শিত হবে জিম বাটন এন্ড দি ওয়াইন্ড ১৩, জার্মানি, ১০৯ মিনিট;
সুমন'স ওডিশি-ভস্ট ইং, ফ্রান্স,২৬ মিনিট। দুপুর ২টায় নেইবোরস,সুইজারল্যান্ড, ৯০ মিনিট ; মেও অর নেভার, ইউকে, ১০ মিনিট ; মাই গ্যান্ডমা মাটিলডি, মেক্সিকো, ১০ মিনিট; মুন ল্যান্ডিং, কোস্টারিকা, ৬ মিনিট । সন্ধ্যা ৬টায় তারে জামিন পার, ভারত, ১৬৪ মিনিট।
উৎসবের সহ-আয়োজক জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইল। এছাড়া উৎসব আয়োজনে সহযোগিতা করেছে বুরো বাংলাদেশ, মেলো, সময় টিভি, ডুগডুগি মিডিয়া, শিশুদের জন্য ফাউন্ডেশন ও স্পটলাইট।
উল্লেখ্য যে গত মার্চ মাসজুড়ে ঢাকাসহ দেশের আটটি বিভাগে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয় ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। ঢাকা উৎসবে ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
আরও পড়ুন: জাবির নাট্যতত্ত্ব বিভাগের সহ-প্রতিষ্ঠাতা আফসার আহমদের ৬৩তম জন্মজয়ন্তী
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যমী আমি-ভেনচার মায়েস্ট্রাস’ কর্মসূচি আয়োজিত
সিলেট চলচ্চিত্র উৎসবে ৩ হাজারের বেশি চলচ্চিত্র জমা
সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে তিন হাজারের বেশি চলচ্চিত্র জমা পড়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) এ উৎসবে চলচ্চিত্র জমাদানের সময় শেষ হয়।
এতে ছয়টি নির্ধারিত বিভাগে ১১১টি দেশ থেকে মোট ৩০৬৫টি চলচ্চিত্র জমা পড়ে, যা গত পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ।
গত ১৭ অক্টোবর সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করে। সেই সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দামাল’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন,আগামী ক’দিন চলচ্চিত্র বাছাই পর্ব চলবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসর সকলের সামনে নিয়ে আসতে পারব।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সংগঠনটি চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালাসহ নানামুখী আয়োজন করে যাচ্ছে।
আরও পড়ুন: শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’
চরাঞ্চলের মানুষের গল্প নিয়ে সোহেলের ‘নয়া মানুষ’
কক্সবাজার সৈকতে মাছ কুড়ানোর উৎসব!
কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ। পর্যটক ও স্থানীয়রা মাছ কুড়ানোর উৎসবে মেতে উঠে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট, কবিতা চত্বর পয়েন্টে ভাসতে দেখা যায়।
স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও কুড়িয়ে নেয় এসব মাছ।
জেলা প্রশাসনের বীচ কর্মী মো. বেলাল জানান, সকালে হঠাৎ করে সাগর থেকে মাছ ভেসে আসে। প্রায় দেড় কিলোমিটার সৈকত মাছে মাছে ভরে যায়। অনেক মাছ সমুদ্রে ভাসমান রয়েছে। সৈকতে ঘুরতে আসা পর্যটকরা মাছ কুড়িয়ে নেয়। অন্যদিকে খবর পেয়ে স্থানীয়রা বস্তা সহ নানা পাত্র নিয়ে এসে মাছ কুড়িয়ে নেয়। সৈকতে মাছ কুড়ানো উৎসবে পরিণত হয়।
নরসিংদী থেকে আসা পর্যটক ইকবাল হোসেন তার বন্ধু মিরাজ উদ্দিন জানান, সৈকতে হাজার হাজার মাছ ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মাছ কুড়িয়ে নিতে মজা লেগেছে। প্রায় ৩০ কেজির মতো মাছ কুড়িয়েছি। কুড়ানোর পর এসব মাছ স্থানীয়দের দিয়ে দিয়েছেন তারা।
আরও পড়ুন: নারী পর্যটকের জন্য কক্সবাজার সৈকতে বিশেষ জোন
কি কারণে এসব মাছ সাগর থেকে ভেসে এসেছে তা জানিয়ে মাছের ট্রলারে থাকা রহিম মিয়া নামের এক জেলে জানান, সমুদ্রে ধারণ ক্ষমতার অতিরিক্ত মাছ জেলেদের টানা জালে আটকা পড়ে। পরে এসব মাছ ট্রলারে টেনে তোলার চেষ্টা করলে তা ট্রলারে তোলা সম্ভব হয়নি। এক সময় মাছসহ জাল ট্রলার থেকে ছিটকে যায়। তখন এসব মাছ ছড়িয়ে ছিটিয়ে সৈকতে ভেসে আসে।
তিনি আরও জানান, জালে প্রায় ছয়টি ট্রলারের সমান মাছ ধরা পড়ে। প্রায় তিন শ’ টনের মতো মাছ হবে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিয়ার সিনেমা
ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে দেখা যাবে নুসরাত ফারিয়ার সিনেমা। মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাতালঘর’ পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসব।
এবার মোট ২৫টি কাহিনিচিত্র এবং ২০টি প্রামাণ্যচিত্র বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। ফারিয়ার ‘পাতালঘর’ প্রদর্শিত হবে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে। উৎসবটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
এমন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত প্রসঙ্গে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘পাতালঘর’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। অভিনন্দন সিনেমার পুরো টিমকে।’
আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পাতালঘর’ সিনেমাটি ২০২০ সালের অক্টোবরে ছবির শুটিং শুরু হয়।
এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যামি মনোনয়নে মা-মেয়ের জুটি
শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’
মাগুরায় আমন ধান কাটা উৎসব উদযাপন
মাগুরার শ্রীপুরের বরালিদহ ব্লকের হাজরাতলা মাঠে সোমবার আমন ধান কাটা উৎসব ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা ও ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ধান কাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো.মশিউদ্দৌলা রেজা উপস্থিত ছিলেন।
এছাড়াও,মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো.রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.কামরুজ্জামান, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়নুর রশীদ মুহিত সহ অন্যান্যরা।
জানা গেছে,মতবিনিময় সভার আগে হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই কার্যক্রমে অংশ নেন অতিথিরা।
আরও পড়ুন: হাওরের ৯০% বোরো ধান কাটা শেষ
হাওরের ৪১ শতাংশ ধান কাটা শেষ হয়েছে: কৃষি মন্ত্রণালয়
সুনামগঞ্জে ঢলের আশঙ্কায় হাওরে দ্রুত ধান কাটার অনুরোধ করে মাইকিং
সিউলে হ্যালোইন উৎসবে প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক
দক্ষিণ কোরিয়ার সিউলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন নিহত হওয়ার ঘটনায় বিশ্ব নেতারা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার রাতে সিউলের ইটাউয়ন জেলায় হ্যালোউইন উৎসবের সময় একটি সরু গলিতে বিশাল জনসমাগমে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ায় এ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এই দুর্ঘটনায় অন্তত ৮২ জন আহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিহতদের পরিবারের প্রতি তাদের ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা কোরিয়া প্রজাতন্ত্রের জনগণের প্রতি শোক প্রকাশ করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি’।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এই দুঃসময়ে কোরিয়া প্রজাতন্ত্রের পাশে দাঁড়িয়েছে।’
একইভাবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক টুইটারে সিউলের ঘটনাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।
সুনাক লিখেছেন,‘ এ ঘটনায় হতাহতদের প্রতি এবং সমস্ত দক্ষিণ কোরিয়ানদের প্রতি আমাদের সমবেদনা রইল।’
এছাড়া জাপান, ফ্রান্স, চীন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের নেতা সিউলের ট্র্যাজেডিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক টুইট বার্তায় বলেছেন,‘সিউলের ইটাওয়ানে মর্মান্তিক দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত এবং গভীরভাবে শোকাহত।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ফরাসি এবং কোরিয়ান উভয় ভাষায় টুইট করে সিউলের বাসিন্দাদের এবং দক্ষিণ কোরিয়াকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুন: সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ১৫১
তিনি বলেছেন,‘ফ্রান্স আপনাদের সঙ্গে আছে’।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন।
তিনি দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ এবং আহতদের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে শোকবার্তা পাঠিয়েছেন।
এতে তিনি সিউলে পদদলিত হওয়ার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
হংকংয়ের নেতা জন লি ফেসবুকে এক বিবৃতিতে সিউলের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
লি বলেছেন,‘আমি নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন যে ‘সিউলের মর্মান্তিক ঘটনা আমাদের সকলকে মর্মাহত করেছে।’
স্কোলজ এক টুইটে বলেছেন,‘অসংখ্য ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এটি দক্ষিণ কোরিয়ার জন্য একটি দুঃখের দিন। জার্মানি তাদের পাশে রয়েছে।’
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন যে সিউলের মর্মান্তিক সংবাদে তার ‘হৃদয় ভেঙে গিয়েছে’।
বেয়ারবক বলেছেন,‘তারা একটি আনন্দময় হ্যালোইন উৎসবের রাত কাটাতে চেয়েছিল, কিন্তু পরিবর্তে ভয়াবহতা ও মৃত্যুর শিকার হতে হলো।’
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকব প্রাণহানির ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে বলেছেন যে ক্ষতিগ্রস্থদের পরিবার, প্রিয়জন ও বন্ধুদের ট্রমা এবং শোকের অভিজ্ঞতা ‘কল্পনা করা কঠিন’।
তিনি বলেন,‘এই কঠিন সময়ে আমার সমবেদনা ও প্রার্থনা দক্ষিণ কোরিয়ার জনগণের সঙ্গে রয়েছে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি’।
আরও পড়ুন: বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ঢাকা-সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির সুযোগ বাড়িয়েছে: রাষ্ট্রদূত
উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকা-সিউল
কাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী লালন সাঁই’র তিরোধান উৎসব
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন সাঁই’র ১৩২তম তিরোধান উৎসব। সোমবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলবে।
ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকছে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। লালন একাডেমির শিল্পীবৃন্দসহ কলকাতার লালন শিল্পীরাও অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করবেন।