আল-জাজিরা
ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর অভিযোগ
ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় ও স্থানীয় মিডিয়া জানিয়েছে, শনিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষ শুরু হলে ওই কিশোরের মৃত্যু হয়।
এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
মন্ত্রণালয় মৃত কিশোরকে আমজাদ আল-ফাইয়েদ (১৭) হিসেবে শনাক্ত করেছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা
এছাড়া মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলিদের বন্দুকের গুলিতে আহত ১৮ বছর বয়সী আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। তবে আল-ফাইয়েদ কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
এর আগে ১১ মে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে ইসরাইলের বিরুদ্ধে।
ইসরাইল বলেছে, তারা পশ্চিম তীর ও ইসরাইলে সাম্প্রতিক মারাত্মক হামলার পরিকল্পনাকারী জঙ্গি এবং পরিকল্পনাকারীদের আটক করতে ‘সন্ত্রাস-বিরোধী কার্যক্রম’ চালাচ্ছে।
আরও পড়ুন: ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
১০৬২ দিন আগে
আল-জাজিরার সাংবাদিক শিরিনকে হত্যার নিন্দা বাংলাদেশের
অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে জঘন্যভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আন্তর্জাতিক আইন এবং নিয়মের একটি স্পষ্ট লঙ্ঘন। একই সাথে দায়ীদের অবিলম্বে তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে কর্মরত সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত।
আরও পড়ুন: সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তথ্য প্রতিবেদন নথিভুক্ত করার দায়িত্বে থাকা আবু আকলেহের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা আত্মসংকল্পের দাবিকে নীরব করার জন্য করা হয়েছে।
এছাড়া পূর্ব জেরুজালেমে আবু আকলেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারীদের উপর ইসরায়েলি পুলিশের হামলা ও অসম্মান প্রদর্শনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ জোর দিয়ে বলেছে, আবু আকলেহকে হত্যার জঘন্য অপরাধের জন্য দখলদার শক্তি সম্পূর্ণভাবে দায়ী।
বাংলাদেশও তার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে জানিয়েছে, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে এবং ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে দ্বি-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।
আরও পড়ুন: সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যায় আর্টিকেল নাইনটিনের নিন্দা
১০৬৭ দিন আগে
কাবুলে প্রবেশ করেছে তালেবান, ক্ষমতার 'শান্তিপূর্ণ হস্তান্তরের' অপেক্ষা
তালেবান যোদ্ধারা রবিবার আফগানিস্তানের রাজধানীর উপকণ্ঠে প্রবেশ করে বলছে যে তারা শহরটি ‘শান্তিপূর্ণ হস্তান্তরের’ অপেক্ষায় ছিল। এসময় তারা এটিকে জোর করে না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু মার্কিন দূতাবাসে হেলিকপ্টার অবতরণের সময় সরকারি অফিস থেকে পালিয়ে যাওয়া কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ছিল।
তিন আফগান কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তালেবানরা রাজধানীর কালাকান, কারাবাগ এবং পাগমান জেলায় অবস্থান করছে।
আরও পড়ুনঃ জোর করে কাবুল দখল করবে না তালেবান
তালেবান মুখপাত্র সুহেল শাহীন কাতারের আল-জাজিরা ইংরেজি স্যাটেলাইট নিউজ চ্যানেলকে বলেছেন, বিদ্রোহীরা "কাবুল শহরের শান্তিপূর্ণ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।" তিনি তার বাহিনী এবং সরকারের মধ্যে কোন সম্ভাব্য আলোচনার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে অস্বীকার করেন।
তালেবান বলছে, ‘কারও জীবন, সম্পত্তি এবং মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে না এবং কাবুলের নাগরিকদের জীবন ঝুঁকিতে পড়বে না।’
আরও পড়ুনঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চল দখল শেষে কাবুলের পথে তালেবান
মাত্র এক সপ্তাহের মধ্যে দেশব্যাপী তালেবানরা আফগান নিরাপত্তা বাহিনীকে পরাজিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাত্ক্ষণিকভাবে এই যুদ্ধ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
আক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো শনিবার জাতির উদ্দেশে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।
ভবিষ্যতের আশঙ্কায় হাজার হাজার বেসামরিক মানুষ এখন কাবুলের পার্ক এবং খোলা জায়গায় বাস করতে শুরু করেছে। শত শত ব্যক্তি বেসরকারি ব্যাংকের সামনে জড়ো হয়ে তাদের সঞ্চয় প্রত্যাহারের চেষ্টা করলে কিছু এটিএম ক্যাশ বিতরণ বন্ধ করে দেয়।
১৩৪১ দিন আগে
গাজায় এপিসহ বিভিন্ন গণমাধ্যমের ভবনে ইসরায়েলে বিমান হামলা
গাজায় বিদেশী গণমাধ্যমের কার্যক্রম বন্ধে এবার এপি, আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার ইসরায়েলি হামলায় ওই ১২ তলা ভবনটিকে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়। এরই মাধ্যমে গাজায় অবস্থানরত বিদেশী সংবাদ মাধ্যমের সরাসরি কাজের সুযোগ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী। ভবনটি ধ্বংসরে পর আশেপাশের এলাকাজুড়ে কালো ধোয়া উড়তে দেখা যায়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০ ফিলিস্তিনি নিহত
যদিও হামলার এক ঘণ্টা আগে ইসরায়েলি বাহিনী ভবনটি খালি করার আদেশ জারি করে। কিন্তু, কেন এই ভবনটিতে হামলা চালানো হয়, তা জানা যায়নি।
আরও পড়ুন: গণমাধ্যম ব্যবহার করে হামাসকে ফাঁদে ফেলার চেষ্টা ইসরায়েলের
গাজায় অবস্থিত শরণার্থী শিবিরে হামলা চালানো মাত্র কয়েক ঘণ্ট পরেই এই ভবনটি গুড়িয়ে দেয়া হয়। ওই হামলায় ৮ শিশু ও ২ নারী নিহত হয়।
১৪৩৩ দিন আগে
আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানাল বাংলাদেশ সেনাবাহিনী
কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’শিরোনামে প্রচারিত প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অসংখ্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে এবং এর ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সোমবার একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
১৫২১ দিন আগে
আল-জাজিরার কাল্পনিক রিপোর্টে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো সর্ম্পক নেই: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সোমবার বলেছেন, আল-জাজিরার করা কাল্পনিক রিপোর্টের সাথে আমাদের প্রধানমন্ত্রী, সরকার বা রাষ্ট্রের কোনো সর্ম্পক নেই।
১৫২৯ দিন আগে