ডে কেয়ার সেন্টার
ব্রাজিলে ডে কেয়ার সেন্টারে ৪ শিশুকে হত্যা, আহত ৩
দক্ষিণ ব্রাজিলে একটি ডে কেয়ার সেন্টারে হামলা চালিয়ে চার শিশুকে হত্যা করেছে এক ব্যক্তি। এসময় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
বুধবার অ্যাকাউন্টে ব্লুমেনাউ শহরে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ব্রাজিলে ৩৬ জনের মৃত্যু
সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর জর্গিনহো মেলো তার টুইটার অ্যাকাউন্টে ব্লুমেনাউ শহরে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে লিখেছেন যে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের অগ্নিনির্বাপক দল নিশ্চিত করেছে যে এক ব্যক্তি একটি হ্যাচেট দিয়ে আক্রমণ করেছে এবং তিন শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে কান্তিনহো ডো বম পাস্তোর নামে একটি প্রাইভেট ডে কেয়ার সেন্টারের বাইরে মা-বাবারা কাঁদছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী ডে কেয়ার সেন্টারে প্রবেশের জন্য প্রাচীর টপকাতে একটি হ্যাচেট ব্যবহার করে।
রাজ্যের সামরিক পুলিশ বা এর নিরাপত্তা সচিবালয় তৎক্ষণাৎ বিস্তারিত তথ্যের জন্য অ্যাসোসিয়েটেড প্রেসের অনুরোধে সাড়া দেয়নি।
ব্রাজিলে স্কুলে হামলা অস্বাভাবিক ছিল। কিন্তু, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক পরিসরে ঘটতে শুরু করেছে। গত সপ্তাহে, সাও পাওলোতে এক ছাত্র একজন শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করে এবং আরও কয়েকজনকে আহত করে।
গভর্নমেন্ট মেলো টুইটারে লিখেছেন,‘গভীর বেদনার এই মুহূর্তে ঈশ্বর সকল পরিবারের হৃদয়কে সান্ত্বনা দিন।’
ব্লুমেনাউ, তিন লাখ ৬৬ হাজার জনসংখ্যার একটি শহর। এটি বার্ষিক অক্টোবারফেস্ট উৎসবের জন্য বিখ্যাত।
আরও পড়ুন: ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত
ব্রাজিলের ফার্স্ট লেডি রোজাঞ্জেলার সঙ্গে রাষ্ট্রদূত ফয়জুননেসার সাক্ষাৎ
১ বছর আগে
ডে কেয়ার সেন্টারে শিশুদের প্রতি গাফিলতি হলে ১০ বছরের জেল
ডে কেয়ার সেন্টারগুলোতে শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার শাস্তি হিসেবে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে চাইল্ড ডে কেয়ার সেন্টার বিল-২০২০ এর খসড়া সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৩ বছর আগে