নবনির্বাচিত মেয়র
রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণ
রাজশাহীর এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান।
পরে দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ৭৬ জন নবনির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন।
এর মধ্যে রাজশাহীর ৪০ জন ও সিলেটের ৩৬ জন কাউন্সিলর রয়েছেন।
আরও পড়ুন: শপথ নিচ্ছেন নবনির্বাচিত বরিশাল, খুলনা ও গাজীপুর সিটির মেয়ররা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলমকে ১৩ হাজার ৪৮৩ ভোটে পরাজিত করেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি।
একই দিনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুকে ৫০ হাজার ৩২১ ভোট পরাজিত করেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪টি।
আরও পড়ুন: বরিশালে শপথ গ্রহণের ৫ দিন আগে কাউন্সিলরের মৃত্যু
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
১ বছর আগে
জনগণের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আপনাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের ভাগ্য পরিবর্তন করা।’
৩ বছর আগে