সাধারণ সম্পাদক
চাঁদপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক পলাশ
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের প্রতিনিধি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির কাদের পলাশ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপপরিষদ সমঝোতা কমিটির মাধ্যমে সবার সম্মতিতে সিদ্ধান্ত নিলে তা অনুমোদিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), আলম পলাশ (প্রথম আলো), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি), চৌধুরী ইয়াসিন ইকরাম ( চাঁদপুর কণ্ঠ), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ) ও তালহা জুবায়ের (এখন টিভি)।
এছাড়া, কোষাধ্যক্ষ হয়েছেন কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (আজকালের খবর) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে মাজহারুল ইসলাম অনিককে (ঢাকা টাইমস)।
কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে- জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল পাটোয়ারী (সমকাল), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), জি এম শাহীন (এসএটিভি), মির্জা জাকির (যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (ভোরের কাগজ), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর), মুনির চৌধুরী (দিনকাল), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (সংগ্রাম), রোকনুজ্জামান রোকন (চাঁদপুরজমিন), ওমর পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), ফারুক আহমেদ (সময় সংবাদ), এম এ লতিফ (আমাদের সময়), মুনাওয়ার কানন (মাই টিভি) ও আবদুল ওয়াদুদ রানা (বৈশাখী টিভি)।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অধ্যাপক দেলোয়ার আহমেদ, অধ্যক্ষ জালাল চৌধুরি, ইকবাল পাটোয়ারি, অ্যাডভোকেট সোহেল রুশদী, আল ইমরান শোভন, ইব্রাহীম রণি, গিয়াসউদ্দীন মিলন, রহিম বাদশা, লক্ষণ চন্দ্র সূত্রধর, তালহা যুবায়ের প্রমুখ।
আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির দায়িত্ব শুরু হবে ১ জানুয়ারি থেকে।
১০৯ দিন আগে
২৮তম বিসিএস-প্রশাসন ফোরামের সভাপতি শবনম, সাধারণ সম্পাদক মোর্শেদ ভূঁইয়া
২৮তম বিসিএস (প্রশাসন) ফোরামের জামিলা শবনমকে সভাপতি ও মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক করে নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফোরামের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এর আগে গত ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে ২৮ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।
২৮তম বিসিএস (এডমিন) ক্যাডারের ২০১ জন সদস্যের মধ্যে ১৯১ জন সদস্য অনলাইনে ভোটের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।
নির্বাচিত সদস্যসের মধ্যে বেগম জামিলা শবনম সভাপতি, জনাব খন্দকার মুশফিকুর রহমান ও বেগম সুবর্ণা সরকার সহসভাপতি, মো. ইব্রাহিম যুগ্ম সম্পাদক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ সাংগঠনিক সম্পাদক, দীপক কুমার রায় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাইফুর রহমান কল্যাণ সম্পাদক ও মো. মামুন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য,মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক,মামুন আল ফারুক কোষাধ্যক্ষ, বেগম শাম্মি ইসলাম প্রচার সম্পাদক, এ এইচ এম মাহফুজুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদ, দীপংকর রায় আইন সম্পাদক, নুরুল হুদা সহ-কোষাধ্যক্ষ, চৌধুরী আশরাফুল করিম ও মো. শাহাদাত হোসেন নির্বাহী সদস্য এবং মো. শাহীদুল ইসলাম দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটি দুই বছর ২০২৪-২৬ মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন।
১৩৯ দিন আগে
ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এইজের জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান।
শুক্রবার (১ নভেম্বর) রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহসভাপতি), দৈনিক জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), ডেইলি ক্যাম্পাসের ইরফানুল হক (সাংগঠনিক সম্পাদক) এবং দৈনিক কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক শরীফুল আলম সুমন ও দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসউদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইরাবের সাবেক দুই সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।
প্রসঙ্গত, ইরাব শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকদের একটি সংগঠন ও এটি সরকারিভাবে নিবন্ধিত সংস্থা।
১৬৬ দিন আগে
সিলেট নগরীর ওয়ার্ড বিএনপির দুই সাধারণ সম্পাদক বহিষ্কার
সিলেট মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সুমন ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি।
সোমবার (১৪ অক্টোবর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সই করা বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে চোরাই চিনির ট্রাক ছিনতাইকালে বিএনপির দুই নেতা আটক
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করায় এবং অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ, ২৫ নম্বর ওয়ার্ড ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ সব পদ থেকে তাদের দুইজনকে বহিষ্কার করার আদেশ দেওয়া হয়েছে।
১৮৫ দিন আগে
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় আটত হন তিনি।
তানজীব নওশাদ পল্লব যশোরের সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে।
আরও পড়ুন: সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘তানজীব পাসপোর্ট–ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় বিজিবি সদস্যদের হাতে আটক হন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে আটক করা হয়েছে। সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোনো অপরাধী অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে প্যাট্রল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম বলেন, ‘বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছেন তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্র জব্দ, আটক ১
টেকনাফের আলোচিত বদি চট্টগ্রামে আটক
২৩৭ দিন আগে
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর
ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাতের কার্যালয় ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালের এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কিশোরের জামিন
এদিকে, নিরাপত্তার কারণে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে এদিন কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের দাবি, বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মিছিল করেছেন। তারা আদালতের প্রত্যেকটি কক্ষের ভেতরে দেওয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিবাহী কোনো প্রিজনভ্যান (আদালতে) আসেনি।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের মামলায় ড. ইউনূসের জামিন
রিজভী-খসরুসহ বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতা-কর্মীর জামিন
২৫৪ দিন আগে
ভয়ভীতি সত্ত্বেও আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।
তিনি বলেন, ‘ভয় আছে, তবুও আমি বলছি ভোটারদের ভোটদান সন্তোষজনক হবে।’
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে নির্বাচনের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)নির্বাচন বিশেষজ্ঞ দলের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করার সময় কাদের এসব কথা বলেন।
মঙ্গলবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে দুই সদস্যের ইইউ দলের নেতৃত্ব দিয়েছেন ডেভিড ওয়ার্ন। আর আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের সাংবাদিকদের বলেন, ‘ইইউ দল নির্বাচনের জন্য বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। আমরা বিএনপির নির্বাচনের পরাজয়ের সহিংসতার কথা বলেছি। বিএনপি সহিংসতা অবলম্বন করে শান্তিপূর্ণ নির্বাচনের জবাব দিচ্ছে।’
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারের জন্য সদস্যপদ বহিষ্কার ও স্থগিতাদেশ সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দলের যে কেউ একজন স্বাধীন প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারে।’
তিনি আরও বলেন, ‘এখানে কিছু ভুল নেই। তাকে সুযোগ দেওয়া হয়েছিল। জেলা-উপজেলা কমিটির কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার নেই। তারা কেবল কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারে।’
আরও পড়ুন: নির্বাচনে বাধা দানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান কাদেরের
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই এটি: ওবায়দুল কাদের
৪৭৮ দিন আগে
নির্বাচনের ট্রেন চলছে, কোথাও থামবে না: কাদের
যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত নির্বাচনের ট্রেন কোথাও থামবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন চলছে। আর যত বাধাই আসুক না কেন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ ট্রেন কোথাও থামবে না।
কাদের বলেন, ‘বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন। সারা দেশে নির্বাচন ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ২/১টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কি না তার চেয়ে জনগণের অংশগ্রহণ কেমন সেটা বেশি করে ভাববার বিষয়।’
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি মেনে চলতে আ. লীগের প্রার্থী-নেতা-কর্মীদের প্রতি আহ্বান কাদেরের
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা, সন্ত্রাস করছে সে বিষয়ে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) কিংবা সুজন (সুশাসনের জন্য নাগরিক), তাদের মুখে কোনো কথা নেই। অথচ তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে।’
তিনি বলেন, ‘ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকাসহ অনেক দেশেই বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন হয়। সেসব নির্বাচন কেউ তো অবৈধ মনে করে না। কারণ যে ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সেখানে ২/১টা দল না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে- এটা বলা যায় না।’
আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি: কাদের
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতাদের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘ঢালাওভাবে সবাই স্বতন্ত্র নির্বাচন করবে বিষয়টা এমন নয়। ১৬ ডিসেম্বর পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’
ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। আমাদের তাদের দরকার। আবার তাদের আমাদেরও দরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে ডামি প্রার্থী দিতে বাধা নেই: ওবায়দুল কাদের
৫০৩ দিন আগে
ডিআরইউ নির্বাচন: সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তারা জয়লাভ করেন।
সভাপতি পদে শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৪২৯ ভোট এবং কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ৬০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে আরেক প্রার্থী আবদুল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনের বিপজ্জনক ধারা নিয়ে ডিআরইউ’র উদ্বেগ
সহসভাপতি পদে শরিফুল ইসলাম শামীম ৪৫৩ ভোট এবং যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান (মিজান রহমান) ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া, জাকির হোসেন (৭৬৭ ভোট), সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ (৩৮৫ ভোট), দপ্তর সম্পাদক রফিক রাফি (৯৬৫ ভোট), নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি (৬৮০ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা (৭০৫ ভোট), আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রশিদ (৭৯৪ ভোট), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান (৯০৪ ভোট) জয়ী হয়েছেন। এছাড়া মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সলিম উল্লাহ মেজবাহ ৬৫৯ ভোট ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট বুধবার থেকে শুরু
নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাতজন সদস্য- হাবিব রহমান (৯০৬ ভোট), ফারহানা ইয়াসমিন (জুথি) (৮৪৬ ভোট), সাঈদ শিপন (৮৩৮ ভোট), মুহিবুল্লাহ মুহিব (৬৭৭ ভোট), রফিক মৃধা (৬১৪ ভোট), দেলোয়ার হোসেন মঈন (৬১০ ভোট) ও শরিফুল ইসলাম (৫৫৭ ভোট)।
ডিআরইউ নির্বাচনে ২০টি পদের জন্য মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়।
আরও পড়ুন: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল-২০২৩ শুরু
৫০৪ দিন আগে
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন জনকে মঙ্গলবার (৩১ অক্টোবর) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন এবং দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কাকরাইলে নির্মাণাধীন ভবন থেকে বিএনপির ২০০ নেতা-কর্মী আটক
ঘটনাস্থল থেকে ১৮টি ককটেল উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পূর্বের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার বাসভবন থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সমাবেশের ৩ দিন আগেই বিএনপির ১২শ’ নেতা-কর্মী গ্রেপ্তার : রিজভী
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার
৫৩৪ দিন আগে