ছুরিকাঘাতে নিহত
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, গুরুতর আহত ১
রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চঞ্চল শরীফ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবুকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবু শনির আখড়া এলাকায় মৃধা বাড়িতে থাকতেন। তিনি ওই এলাকার মৃত সদর আলীর ছেলে। একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন তিনি।
তন্ময় নামে বাবুর এক বন্ধু জানান, সোমবার রাতে গলির ভেতর থেকে বাবুর এক ছোট ভাইয়ের মোবাইল নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। তিনি বিষয়টি জানতে পেরে চার-পাঁচজন বন্ধুসহ সেখানে যান। সেখানে গিয়ে মোবাইলের কথা জিজ্ঞেস করতেই দুর্বৃত্তরা তাদের মারপিট শুরু করে। একপর্যায়ে বাবুর গলায় চুরি ঢুকিয়ে দেয়। এ সময় শরীফ নামে আরও একজন গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২
তিনি আরও জানান, শরীফের অবস্থাও আশঙ্কাজনক, তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তার জন্য কয়েক ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়েছে।
দুর্বৃত্তদের বিষয়ে তন্ময় বলেন, ‘ওই ২০-৩০ জনের মধ্যে কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে আমরা চিনতে পেরেছি। চোখের সামনে আমার বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলেছে। আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে। বিষয়টি তারা যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছেন।
১০১ দিন আগে
সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩
মাগুরায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ সময় অন্তত আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলোকদিয়া গ্রামের রিপন ও রাজিবের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।
এ সময় রিপনের লোকজন রাজীবদের বাড়িতে এলে রাজিবের ভাই আলামিন ছুরি দিয়ে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ ও শিপন শেখের বুকে ও পেটে ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত
তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে হাসান শেখকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত বাকি তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতককে ধরতে অভিযান চলছে। মাগুরা থানায় মামলা হয়েছে।’
১৯৯ দিন আগে
রাজধানীতে ‘বোবা রফিক’ হত্যা মামলার হোতা গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত মো. রফিক ওরফে বোবা রফিক হত্যাকাণ্ডের হোতা মো. সাদ্দামকে (২২) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমানের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন রফিক। সে সময় পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
এ ঘটনায় শুক্রবার তেজগাঁও থানায় রফিকের দাদি বাদী হয়ে মামলা করেন।
ডিসি তালেবুর রহমান বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিকের হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি গামছা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সাদ্দামের বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ছিনতাই করা টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন সাদ্দাম।
এর আগে, শুক্রবার সকালে তেজগাঁও থেকে এই মামলার আরেক আসামি মো. আসিফ ওরফে ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিসি তালেবুর।
২২১ দিন আগে
রাজধানীতে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
রাজধানীর ফার্মগেট এলাকায় শুক্রবার দিবাগত রাতে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত মনিরুজ্জামান তালুকদার (৪৫) ট্রাফিক বিভাগের (তেজগাঁও) কনস্টেবল এবং শেরপুর জেলার বাসিন্দা।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (তেজগাঁও) এইচ এম আজিমুল হক জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বাসে করে ঢাকার ফার্মগেট এলালাকায় নামেন মনিরুজ্জামান।
আরও পড়ুন: চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
ইন্দিরা রোডের সেজান পয়েন্টে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।
পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, ছিনতাইকারীরা তাকে হত্যা করতে পারে।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে নিহত ১
কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
৮৮৮ দিন আগে
রাজধানীর মুগদায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর মুগদায় শুক্রবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।
১৭৫৬ দিন আগে