শনাক্ত বেড়েছে
করোনায় একদিনে আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ৩ হাজারের বেশি
মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ১৭২ জনে দাঁড়াল।
এছাড়া ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনে পৌঁছেছে।
এর আগে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি। শনাক্তের হার ১৪.৮০ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনা মোট মৃত্যু সংখ্যা ৩৮ লাখের কাছাকাছি
দেশে করোনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
ফের টিকা কার্যক্রম ১৯ জুন থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৯ জুন থেকে আবারও টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও প্রথম ডোজ শুরু হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।
বিশ্ব পরিস্থিতি
এদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বিভিন্ন দেশেই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৩৮ লাখের গোড়ায় পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৩১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৯৯ হাজার ৮৮৩ জন।
বিশ্বে এ পর্যন্ত ২৩৪ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৭৬৯ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৮ জন।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনায় ১২ মৃত্যু
করোনা ফান্ড আত্মসাৎ: বহাল তবিয়তে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন এবং এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জন মানুষ।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৪০১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৭৬৬ জন।
৩ বছর আগে
করোনায় দেশে একদিনে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
সোমবার বিকালে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১২ হাজার ৮৬৯ জনে দাঁড়াল।
এছাড়া একদিনে ১ হাজার ৯৭০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ১২ হাজার ৯৬০জনে পৌঁছেছে।
এর আগে রবিবার অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গেছেন এবং ১ হাজার ৬৭৬ আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৪৭ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রবিবার বলেছেন, বাংলাদেশ রাশিয়া থেকে দ্রুত ৫ মিলিয়ন করোনার টিকা ‘স্পুটনিক ভি’ আমদানি করতে আগ্রহী। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।
আরও পড়ুন: করোনায় বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৩২ লাখ
রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগ্নটভের বিদায়ী সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, অনুমোদন পেলে বাংলাদেশের কয়েকটি কোম্পানি রাশিয়ার সাথে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবে।
রাশিয়া থেকে দ্রুত করোনা টিকা আমদানির ক্ষেত্রে বিদায়ী রাষ্ট্রদূতের সহযোগিতা চান ড. মোমেন।
বিশ্ব পরিস্থিতি
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৩২ লাখের কাছাকাছি পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ২৬ হাজার ১০৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৫৩৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৭ হাজার ৬২৮ জন।
আরও পড়ুন: রাশিয়া থেকে ৫ মিলিয়ন টিকা কিনতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
চীনের ‘করোনাভ্যাক’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪০৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন।
৩ বছর আগে
করোনার সর্বশেষ পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩ বছর আগে