সাঁতার
ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নিখোঁজ
বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে ১১ বছর বয়সী মেয়ে রাফা আক্তারকে সাঁতার শেখার একপর্যায়ে নদীর পানিতে হঠাৎ ডুবে নিখোঁজ হয় মেয়ে।
তাকে উদ্ধারচেষ্টার সময় বাবাও নিখোঁজ হয়েছেন। বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নিখোঁজের পরদিন প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রাফা জামালপুর গ্রামের মহিদুর রহমানের (৫০) মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মহিদুর পেশায় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাফাকে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর। প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার কাটার চেষ্টার একপর্যায়ে বোতলের মুখ খুললে এর ভেতরে পানি ঢুকে যায়। ফলে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা নিখোঁজ হন।
খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। সবশেষ তথ্যানুযায়ী তাদের সন্ধান পাওয়া যায়নি।
ডুবুরি দলের নেতা দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, বাবা ও মেয়েকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: রাতে নিখোঁজ, সকালে ঘরের পেছন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
১ মাস আগে
সাঁতার শিখতে এসে শাবিপ্রবির পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুকুরে সাঁতার শিখতে গিয়ে অর্ণব তালুকদার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
অর্ণব তালুকদার সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে আর না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে।
পরে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, সাঁতার শেখার জন্য তিনি হয়ত এসেছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷
তিনি বলেন, পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম৷ পাশে নির্দেশনা ফলকও রয়েছে৷
পুকুরের গভীরতা বেশি থাকায় যে কারো জন্য বিপদজনক হতে পারে। তাই সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ৬৯ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার
কর্ণফুলী নদীতে ড্রেজিং করার সময় ডুবে গেল ক্রেন
৭ মাস আগে
৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো শুরু রবিবার
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা।
আগামীকাল রবিবার (১৫ অক্টোবর) বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আরও পড়ুন: আইএসডির শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শন
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের (বিএসএফ) ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিএসএফ সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৩৮টি সাঁতার ইভেন্টে (পুরুষ ও নারীদের জন্য ১৯টি করে ইভেন্ট), তিনটি ডাইভিং ইভেন্ট এবং একটি ওয়াটার পোলো ইভেন্টে ৫২টি দলের প্রায় ৫৫০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক ছাড়াও চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল এবং প্রতিযোগিতার সেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদদেরও পুরস্কার দেওয়া হবে।
বিএসএফের সাধারণ সম্পাদক এমবি সাইফ শনিবার বিওএ'র ডাচ-বাংলা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বিএসএফের সহসভাপতি এম আবদুল হামিদ এবং স্পন্সর ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ উপস্থিত ছিলেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএসএফ সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএসএফের জ্যেষ্ঠ সহসভাপতি ও প্রতিযোগিতার স্পন্সর ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।
আরও পড়ুন: জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ
ক্যান্সার খুঁজতে দেহের ভিতর সাঁতার কাটবে রোবট
১ বছর আগে
পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে পর্যটক ও ভ্রমণকারীদের করণীয়
পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি হওয়ায় প্রাণোচ্ছ্বল গ্রহটির সৌন্দর্য্যের পরিমাণও যেন পানিতেই বেশি। আর তার টানেই বিশ্বব্যাপী ভ্রমণপিপাসুরা ছুটে যান খাল-বিল, নদী-নালা ও সাগর সৈকতে। কিন্তু এই মায়ার ভেতরেও লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। মনোরম জলীয় সৌন্দর্য্যে অবগাহনের সময় এমনকি ছোট সুইমিং পুলটিও আশঙ্কাজনক বিপদগুলোকে ছাপিয়ে যেতে পারে। তবে এটা দুঃখজনক যে পর্যটক ও ভ্রমণকারীদের পানিতে ডুবে মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে।এরকম দুর্ঘটনা পরিবার তো বটেই, গোটা দেশবাসীর জন্য আশঙ্কাজনক।তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য প্রতিটি দুর্ঘটনার পিছনের সুষ্পষ্ট কারণগুলো যাচাই করা আবশ্যক। যে বিষয়গুলোর ওপর মানুষের হাত নেই, সেগুলোকে তাৎক্ষণিকভাবে নির্মূল করা সম্ভব নয়। এর জন্য ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনার জন্য প্রয়োজন পূর্ব সচেতনতা। আর যে কারণগুলোর ওপর মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সেগুলোর ব্যাপারে সতর্ক হওয়ার ওপর জোর আরোপ করা। আর এই লক্ষ্যেই এই নিবন্ধে পানিতে ডুবে মৃত্যু এড়াতে ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কিত নানা দিক তুলে ধরা হয়েছে। চলুন, সতর্কতামূলক পদক্ষেপগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: নিঝুম দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি প্রতিরোধে পর্যটক ও ভ্রমণকারীদের জন্য ১৫টি টিপ্স
নির্ধারিত নিরাপদ অঞ্চলে সাঁতার কাটা
নিরাপত্তা ও উপভোগের জন্য বিশেষভাবে নির্ধারিত এলাকায় সাঁতার কাটুন। সৈকত এবং নদীর তীরবর্তী স্থানে প্রায়ই বিভিন্ন সংকেতের পতাকা দেখা যায়। এগুলো সেই স্থানের দুর্ঘটনা প্রবণতা চিহ্নিত করে।
এ সংকেতগুলো মেনে নির্দিষ্ট সীমানার মধ্যে সাঁতার কাটা উচিত। এই সীমানাগুলো সাঁতারের জন্য শুধু নিরাপদই নয়; এগুলোর মাঝে থাকলে বিশেষত একজন যোগ্য লাইফগার্ডের সজাগ দৃষ্টি সীমার মধ্যে থাকা যায়।
সহসা কোনো অনিশ্চিয়তায় সঙ্গে সঙ্গেই ডাঙায় ফিরে আসা
সাঁতার কাটার সময় চারপাশে অথবা নিজের শরীরে হঠাৎ কোনো অসঙ্গতি অনুভূত হলে তাৎক্ষণিকভাবে ডাঙায় ফিরে আসুন। এটা হতে পারে স্রোত তীব্র হওয়া, প্রচণ্ড বেগে বৃষ্টিপাত শুরু হওয়া কিংবা শরীরে হঠাৎ মাত্রাতিরিক্ত ক্লান্তি ভাব হওয়া।
কখনও কখনও আসন্ন কোনো বিপদের ব্যাপারে মন আগে থেকেই জানান দিতে শুরু করে। মনে রাখবেন, যে কোন সমস্যায় নিজের সহজাত প্রবৃত্তির ওপর বিশ্বাস রাখাটা বুদ্ধিমান সিদ্ধান্ত।
আরও পড়ুন: বাংলাদেশের শীর্ষ ১৫টি ঐতিহ্যবাহী স্থান
১ বছর আগে
জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আল-ওয়াজ আরশ (১৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের জাহেদুল হোসেনের ছেলে এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসাছাত্র নিখোঁজ
ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরশ তার বাবা, মা ও ছোটভাই মিলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসল করতে নামেন।
সাঁতার না জানায় এক পর্যায়ে বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছেন দেখে লোকজন বাবাকে উদ্ধার করতে পারলেও মুহুর্তে প্রবল স্রোতের টানে ছেলে আরশ তলিয়ে যায়।
স্থানীয় এক নৌকাচালক বলেন, পিয়াইন নদীতে স্রোতে পর্যটক তলিয়ে যাচ্ছে দেখে আমরা নৌকা নিয়ে এগিয়ে যাই। বাবাকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি। এছাড়া রাত সাড়ে ৯টা পর্যন্ত আরশের হদিস পাওয়া যায়নি।
শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টা পর্যন্তও আরশের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।
এ ব্যাপারে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. রতন শেখ বলেন, উদ্ধার অভিযান চলছে।
পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
১ বছর আগে
বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচার সঙ্গে সাঁতার কাটতে নেমে ভাতিজার মৃত্যু
রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচার সঙ্গে সাঁতার কাটতে নেমে তরুণ ভাতিজার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ময়মনসিংহে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: রাস্তায় লাফিয়ে পড়া সেই নারী পোশাককর্মীর মৃত্যু
নিহতের নাম- মো. হামজা (১৯)। তিনি পরিবারের সঙ্গে রুপনগর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামে। কিন্তু ভাতিজা হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, জাতীয় বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামে। কিন্তু ভাতিজা হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ‘জিম করতে গিয়ে’ কলেজ শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
১ বছর আগে
বিশ্ব রেকর্ড গড়তে সাঁতার শুরু করেছেন ৭০ বছরের বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র
বিশ্ব রেকর্ড গড়তে সিলেট থেকে ২৮৫ কিলোমিটার সাঁতার শুরু করেছেন ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। সোমবার সকাল ৭টায় নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেছেন একুশে পদকপ্রাপ্ত ৭০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।
এই যাত্রায় তিনি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ-এই চার জেলা আংশিক বা সম্পূর্ণ অতিক্রম করবেন।
২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছাতে তার প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করছের এই মুক্তিযোদ্ধা।
সিলেট জেলা নৌপুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির আহমদ জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-পুলিশসহ সিভিল সার্জনের একাধিক টিম তার সঙ্গে আছে। পানিতে অবস্থানকালীন সময়ে তার যাতে স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয়, বা হলেও যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়, সে ব্যাপারে সবাই সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে।
ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, যেহেতু সিলেটে তিনি অবিরাম সাঁতারে দক্ষতা অর্জন করেছেন সেহতেু এখান থেকে নতুন বিশ্বরেকর্ড গড়ে চান। তবে এখন পানি কম থাকায় এ অভিযানে খানিকটা অসুবিধা হবে।
আরও পড়ুন: সাঁতার প্রতিযোগিতায় নেমে পানিতে ডুবে কমিশনারের মৃত্যু
তিনি বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ২০১২ সালের মে মাসে অবসর গ্রহণ করলেও এখনো কনসালট্যান্ট হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধিনে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছি। ছাত্রজীবন থেকে সাঁতার আমার নেশা। আমি একজন অবিরাম শৌখিন সাঁতারু।
তিনি বলেন, ২৮৫ কিলোমিটার সাঁতারে সফল হলে বয়স্ক সাঁতারু হিসেবে এটা একটা বিশ্বরেকর্ড হবে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক একটা ব্যাপার হবে।
ক্ষিতীন্দ্র ১৯৫২ সালের ২৩ মে নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের এমসি কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকে তিনি অবিরাম সাঁতারু। একাধিক জাতীয় রেকর্ডের পর অবিরাম সাঁতারু হিসেবে বিশ্বরেকর্ডও করেছিলেন। তবে তার সেই রেকর্ড ভেঙে দেয় একজন মার্কিন সাঁতারু। এখন আবার প্রায় ৭০ বছর বয়সে নতুন বিশ্বরেকর্ড গড়তে সাঁতারে নেমেছেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
আরও পড়ুন: ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া সাঁতারু আ. মালেককে কেউ মনে রাখেনি
গত শনিবার দুপুরে নগরের মেন্দিবাগস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট এবং ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা পাঁচ মিনিট অবিরাম সাঁতার কেটে জাতীয় রেকর্ড সৃষ্টি করি। ২০১৮ সালে ১৮৫ কিলোমিটর দূরপাল্লার সাঁতার কাটি যা ছিল আরেকটি স্থানীয় রেকর্ড। ১৯৭৪ সালে সেই রেকর্ডের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে রূপার নৌকা দিয়ে সম্মানিত করেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক লাভ করেন।
তিনি বলেন, ১৯৭০ সাল থেকেই আমি দূরপাল্লার বা অবিরাম সাঁতারের সঙ্গে জড়িত। সেবার নিজের থানা নেত্রকোণার মদনে টানা ১৫ ঘণ্টা সাঁতার কেটেছিলাম। তারপর একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ১৯৭৩ সালে সিলেটের এমসি কলেজের পুকুরে টানা ৮২ ঘণ্টা সাঁতার কেটেছিলাম।
আরও পড়ুন: বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিলেন ৪০ সাঁতারু
এছাড়াও সিলেট নগরীর রামকৃষ্ণ মিশন পুকুর, ধোপাদিঘীতে, সুনামগঞ্জ এবং ছাতকেও দীর্ঘসময় অবিরাম সাঁতার কেটেছেন বলে জানান তিনি।
২ বছর আগে
বরিশালে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার
বরিশাল সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কড়ইতলা নদীতে নিখোঁজ হন তিনি।
নিহত সুজন মল্লিক (১৮) সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বিশারদ গ্রামের বাসিন্দা ইসাহাক মল্লিকের ছেলে। তিনি রাজধানীর উত্তরায় একটি ওষুধের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
নিহতের ভাই সবুজ মল্লিক জানান, ঈদের ছুটিতে সুজন বাড়িতে এসেছিল। দুপুরে ৫/৬ জন বন্ধুদের নিয়ে কড়ইতলা নদীতে গোসল করতে নামে। বন্ধুরা মিলে সাঁতরে একবার নদী পার হয়ে ফেরার সময় একটি স্পিডবোটের ঢেউয়ের তোরে সুজন নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান নজরুল ইসলাম জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে লাশ উদ্ধার হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে নদীতে নিখোঁজ হয় সুজন। খবর পেয়ে তারা সন্ধ্যা পর্যন্ত অভিযান চলে। পরে রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে তারা ও কোস্টগার্ডের ডুবুরিরা অভিযান শুরু করেন।
তিনি আরও জানান, কড়ইতলা নদীর ঘটনাস্থল থেকে অন্তত ৩০ ফুট দূর থেকে লাশ উদ্ধার করেছে কোস্টগার্ডের ডুবুরি দল।
আরও পড়ুন: পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২ বছর আগে
আইএসডির শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শন
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এর বার্ষিক সুইমিং গালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সাঁতারের আনন্দ ছড়িয়ে দিতে করোনা মহামারি প্রাদুর্ভাবের পর এবারই প্রথম সুইমিং গালা আয়োজন করলো প্রতিষ্ঠানটি।
দুটি বিভাগে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। রিলে, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক এবং আইএম ক্যাটাগরিতে ২৫ মিটার সাঁতারের এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২ বছর আগে
সাঁতার প্রতিযোগিতায় নেমে পানিতে ডুবে কমিশনারের মৃত্যু
নোয়াখালীর চাটখিলের মল্লিকা দীঘিতে সাঁতার প্রতিযোগিতায় নেমে বুধবার এক উপকর কমিশনারের মৃত্যু হয়েছে। উপজেলার খিলপাড়া ইউনিয়নের রাম নারায়ণের গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় কালিকাপুর গ্রামের কাসেম আলী মিয়ার বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে ঢাকায় কর্মরত উপকর কমিশনার ওমর ফারুক মাসুম (৩৫) ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়িতে আসে।
আরও পড়ুন: ঢাকায় রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু
চাটখিল থানার খিলপাড়া তদন্ত কেন্দ্রের উপসহকারী পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, মাসুম হোসেন চট্টগ্রামে অধ্যয়নকালে সে সময়কার ছয় বন্ধু সোমবার সকালে চট্রগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে চাটখিলের মাসুম হোসেনের বাড়িতে বেড়াতে আসে। সকাল সাড়ে ১০টার দিকে সাত বন্ধু মিলে চাটখিলের ঐতিহ্যবাহী মল্লিকা দীঘিতে সাঁতার কাটতে যায়। এই সময় মাসুমসহ চার বন্ধু সাঁতার প্রতিযোগিতায় নামে। চার জন দিঘির মাঝখানে গিয়ে পুনরায় ঘাটে ফিরে আসার সময় মাসুম হোসেন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে চাটখিল ফায়ার স্টেশনের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস ডিফেন্স নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক অতিশ চাকমা জানান, খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল নিয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল পৌনে ৫টার দিকে চাঁদপুর থেকে আরও একটি ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়। বিকেল সোয়া ৫টার দিকে মাইজদী ফায়ার স্টেশনের ডুবুরি দল তাকে উদ্ধার করে। প্রথমে চাটখিলের স্থানীয় একটি ক্লিনিক এবং পরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুম হোসেনকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ময়নাতদন্তের জন্য লাশ রাতেই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
২ বছর আগে