কাদের মির্জা
আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: কাদের মির্জাকে ‘চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্রবান’ বললেন ফেনীর আ’লীগ নেতারা
এ সময় তিনি বলেন, ‘অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হতে চাই না। কিন্তু আমি দল থেকে বিদায় নিচ্ছি। এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোনো শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।’
আরও পড়ুন: ফেনীতে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ
তবে নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে তিনি দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।
উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য থেকে ২৭ বছরের বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন।
৩ বছর আগে
কাদের মির্জাকে ‘চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্রবান’ বললেন ফেনীর আ’লীগ নেতারা
ফেনীর আওয়ামী লীগের নেতারা আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে ‘বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্রবান, বেসামাল ও একজন খুনি’ আখ্যায়িত করে তাকে দ্রুত গ্রেপ্তার করে পাবনা মানসিক হাসপাতাল অথবা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর দাবি জানিয়েছেন।
৩ বছর আগে