নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্লাস ১ জানুয়ারি থেকে শুরু হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিনস কমিটির এক সভার পর এ সূচি প্রকাশ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিনসহ সব অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাবিতে শাটল বাস পুনরায় চালু
এছাড়া বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি কার্যক্রম ৭ জানুয়ারির মধ্যে এবং কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারি সম্পন্ন করা হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।
২ বছর আগে
ঢাবির ভর্তি পরীক্ষা ২১ মে শুরু, আবেদন শুরু ৮ মার্চ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা ২১ মে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।
৩ বছর আগে