ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন
ইউপি নির্বাচন: লালমনিরহাটে স্বামী-স্ত্রীর লড়াই
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী দুজনই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
তৃতীয় ধাপের এই ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়নের শ্রুতিধ্বর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোছা. শামীমা আকতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন স্থানে এখন স্বামী-স্ত্রী দুজনেরই প্রচার চালাচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। স্বামী-স্ত্রীর একই পদে প্রার্থী হওয়ার বিষয়টি ওই ইউনিয়নের ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে ২ ভাই ‘খুন’
ওই ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বলেন, ‘ফরহাদ মাস্টার ও তার স্ত্রী শামীমা দুজনই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন শুনেছি। আগামী ১১ তারিখ প্রার্থী বাছাইয়ে বোঝা যাবে তারা দু’জনেই থাকেন কি না। ’
আইরিন বেগম নামে ওই ইউনিয়নের এক ভোটার বলেন, ‘তারা স্বামী-স্ত্রী দুজনই ভোট করছেন শুনেছি। তবে স্বামী ফরহাদ হোসেন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করলেও তার স্ত্রী শামিমাকে ভোট চাইতে দেখিনি।’
চেয়ারম্যান প্রার্থী মো. ফরহাদ হোসেন বলেন, ‘আমি পরপর দুবার চেয়ারম্যান নির্বাচন করেছি। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা আমাকে নির্বাচিত করবেন বলে আশাবাদী।’
স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়ে ফরহাদ বলেন, ‘বিকল্প প্রার্থী হিসেবে তিনি স্ত্রীকে প্রার্থী করিয়েছেন। এটি একধরনের নির্বাচনী কৌশল।’
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমানের কার্যালয় সূত্র জানায়, গত ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে যাচাইবাছাই শেষে মোট ৫৪ জন প্রার্থী রয়েছেন।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে ২ ভাই ‘খুন’
নির্বাচনে ভোটমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহাদুল হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলিফ উদ্দিন, স্বতন্ত্র হিসেবে শামিমুল ইসলাম ও ওই স্বামী-স্ত্রীসহ মোট পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
৩ বছর আগে
ইউপি নির্বাচন: বাগেরহাটে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ
বাগেরহাটের ৯ উপজেলার ৬৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এ জেলায় প্রতিটি ভোট কেন্দ্রে সার্বক্ষণিক পাঁচজন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার ও দু’জন নির্বাচিত অংশগ্রহণ কমিটি (পিসি) মিলে মোট ২২ জন মোতায়েন রয়েছেন। এছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পুলিশ, বিজিবি, র্যাব, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ২১ ইউপিতে ভোটগ্রহণ চলছে
বাগেরহাটে ৬১ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে এবং ফকিরহাট, রামপাল ও মোংলা উপজেলার চার ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলার ৬৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ৩৯ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩৯ প্রার্থী এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ সদস্য সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আরও পড়ুন: বাগেরহাটের ৬৫ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
বাগেরহাট জেলা নির্বাচন অফিস জানায়, জেলার ৭৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৫ টিতে ভোটগ্রহণ চলছে। তিন হাজার ১২১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৭৬৮ ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে দুই হাজার ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৪৫ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার লাখ ৭৬ হাজার ৫৭৮ জন, নারী ভোটার চার লাখ ৬৮ হাজার ৬০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দু’জন। ৫৯৯ ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ফখরুলের
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য জেলার ৯টি উপজেলায় তিন হাজার ৯০০ পুলিশ সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব এবং আনসার বাহিনীর সদস্য দ্বায়িত্ব পালন করছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
৩ বছর আগে
কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নারীকে কুপিয়ে হত্যা
মেঘনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসীর নেতৃত্বে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৩ বছর আগে