ধরলা ব্রিজ
ধরলা ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রাম সদরের সোমবার দুপুরে ধরলা নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জিয়াউল হক (৩২) ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত বাহাদুর মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বাবলা জানান, সোমবার সকালে পথচারীরা ধরলা নদী রক্ষা বাঁধ সংলগ্ন লাশটি দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
এসআই জানান, নিহত যুবক জিয়াউল রবিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হোন। পরে তার সন্ধানে পরিবার থেকে মাইকিং করেও খোঁজ মেলেনি। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
১৩১৪ দিন আগে
কুড়িগ্রামে ধরলা ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রাম শহরে ধরলা ব্রিজের নিচ থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৭৫০ দিন আগে