বিকাশ অ্যাপ
বিকাশে মোবাইল রিচার্জে ৩০ শতাংশ ক্যাশব্যাক
বিকাশ অ্যাপ থেকে যেকোনো নম্বরে ৬০ টাকা মোবাইল রিচার্জ করলেই মিলছে ৩০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে নিজের নম্বরে একই পরিমাণ রিচার্জ করলে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর পর্যন্ত এই অফারগুলো চলবে।
আরও পড়ুন: বরিশালে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করল বিকাশ
অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অ্যাপ দিয়ে ৩০ শতাংশ এবং ইউএসএসডি দিয়ে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহক নিজের বা অন্য কারো মোবাইল রিচার্জ করার পরবর্তী কার্যদিবসের মধ্যে নিজের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি পেয়ে যাবেন।
১৫২৩ দিন আগে
ইডেন কলেজের সকল ফি বিকাশে পরিশোধ করা যাচ্ছে
ইডেন মহিলা কলেজের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারছেন শিক্ষার্থীরা।
এর ফলে শতাব্দী প্রাচীন কলেজেটির ২০ হাজার শিক্ষার্থী তাদের সুবিধাজনক সময়ে যেকোন স্থান থেকে মাসিক বেতনসহ সব ধরনের ফি সহজে, নিরাপদে বিকাশে পরিশোধ করতে পারছেন। বিশেষ করে করোনার এই সময়ে সেবাটি আরও উপযোগী হল এবং শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বেতন ব্যবস্থাপনাকেও আরও সহজ এবং সাশ্রয়ী করল।
আরও পড়ুন: বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে সেবা প্ল্যাটফর্ম
শিক্ষার্থীরা এখন বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে কলেজ ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারছেন।
আরও পড়ুন:করোনা টিকার নিবন্ধন এখন বিকাশ অ্যাপে
ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে বিল আইকন থেকে এডুকেশনে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে ইডেন কলেজ নির্বাচন করে শিক্ষার্থীর তথ্য, টাকার পরিমান ও পিন দিয়ে বেতন পরিশোধ সম্পন্ন করা যাচ্ছে। ফি দেয়া হয়ে গেলে ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ রয়েছে। পাশাপাশি, ভবিষ্যৎ ফি পরিশোধ সহজ করার জন্য ফি পরিশোধের প্রয়োজনীয় তথ্য অ্যাপে সেভ করে রাখার সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কর্মদিবসে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থী বা তাদের অভিভাবকের বিল পরিশোধের ঝামেলা দূর করে সময় ও খরচ সাশ্রয় করতে সারাদেশের ৬০০ প্রতিষ্ঠানকে ফি পরিশোধ সেবা দিয়ে আসছে বিকাশ। এই ডিজিটাল ফি পরিশোধ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেতন ব্যবস্থাপনায়ও বাড়তি গতিশীলতা নিয়ে এসেছে।
আরও পড়ুন:পাঁচটি বিকাশ নম্বরে সেন্ড মানি করা যাবে কোন খরচ ছাড়াই
১৭১২ দিন আগে
করোনা টিকার নিবন্ধন এখন বিকাশ অ্যাপে
কোভিড-১৯ টিকার কেন্দ্রীয় নিবন্ধন ‘সুরক্ষা’ পোর্টালকে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছাতে এবং নিবন্ধনে উৎসাহিত করতে দেশের বহুল ব্যবহৃত বিকাশ অ্যাপে সংযুক্ত করা হয়েছে।
১৭৬৪ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের ফি বিকাশ করলেই ক্যাশব্যাক
একাডেমিক ফি পরিশোধ করলে দেশের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ওয়ালেট সার্ভিস বিকাশ। প্রতিবার ১০ টাকা করে ৬ বারে মোট ৬০ টাকা ক্যাশব্যাক পাবেন তারা।
১৭৭৬ দিন আগে