মায়ের মৃত্যু
রাজশাহীতে আগুনে মায়ের মৃত্যু, ২ চিকিৎসক সন্তান দগ্ধ
কোরবানির মাংস রান্না করে খেয়ে রাতে পরিবার নিয়ে প্রশান্তির ঘুম পাড়ছিলো স্কুল শিক্ষকা। এর মধ্যে রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সেই আগুনে দগ্ধ হয়ে প্রাণ যায় শিক্ষিকা মায়ের।
এদিকে দুই সন্তান আগুনে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন। তারা দুইজনই চিকিৎসক।
আরও পড়ুন: ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু
ঈদে দিন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলায় মাদারিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আগুনে নিহত স্কুল শিক্ষিকার নাম ফরিদা ইয়াসমিন (৪২)।
তিনি দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপনের স্ত্রী।
এ ঘটনায় শরীরের ৪৫ ভাগ পুড়ে দ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই সন্তান সদ্য এমবিবিএস শেষ করা চিকিৎসক ডা. রাশিদুল বাসার ও ডা. শাফিউল বাসার।
নিহতের আত্মীয়রা জানান, বৃহস্পতিবার ছিল পবিত্র ঈদুল আযহার দিন। কোরবানির মাংস রান্না করে পরিবারের সকলে মিলে রাতে খাওয়া-দাওয়া করেন। রাতে খাওয়া দাওয়া শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে আসেন।
আর শিকিক্ষা মা ও চিকিৎসক দুই সন্তান আলাদা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। মাংস রান্না করা চুলার আগুন একপর্যায়ে পুরো বাসায় ছড়িয়ে পড়ে যায়। ঘুমিয়ে থাকা শিক্ষিকা মা ফরিদা ইয়াসমিন শয়নকক্ষেই ঘুমন্ত অবস্থায় ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
পাশের কক্ষে থাকা চিকিৎসক দুই ভাইয়ের শরীরে আগুন লাগলে তারা বাসার ছাদে উঠে নিচে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন।
পরে রাত পৌনে তিনটার দিকে তাদেরকে এলাকাবাসীরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসক দুই ভাইয়ের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।
চিকিৎসক দুই ভাইয়ের শারীরিক অবস্থা ও অবনতি ঘটলে রাতেই তাদেরকে ঢাকা বার্ণ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
ভৈরব পাদুকা মার্কেটে আগুন, জুতার কাঁচামাল পুড়ে ছাই
১ বছর আগে
সিরাজগঞ্জে ‘মারধরে’ মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলংগায় ছেলের ‘মারধরে’ এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার সলংগা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত চায়না খাতুন (৬০) ওই গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।
অভিযুক্ত ছেলের নাম শরিফুল ইসলাম।
আরও পড়ুন: পুলিশকে পিটুনির অভিযোগে যুব গেমসের কোচসহ ১১ খেলোয়াড় গ্রেপ্তার
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়ি চাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এর জের ধরে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল তার মা চায়না খাতুনকে মারধর করে। এরপর আহত চায়না খাতুনকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করা হলে রাত ১০টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মাদকাসক্ত ছেলে শরিফুলকে গ্রেপ্তার করে এবং বৃদ্ধার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ১
১ বছর আগে
মিঠামইনে মানসিক ভারসাম্যহীন ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক
কিশোরগঞ্জের মিঠামইনে ছেলের হাতে মা মনমোহনী দাস (৭০) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে ইন্দ্রজিত দাসকে (৪৫) আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের গোবিন্দপুর বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনমোহনী দাস উপজেলার গোবিন্দপুর বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের স্ত্রী।
আরও পড়ুন: ময়মনসিংহে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৪৫) দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
তাকে নিয়মিত চিকিৎসা করানো হলেও ভালো হচ্ছেন না।
শনিবার সকালে ইন্দ্রজিত তার মায়ের (মনমোহনী দাস) প্রতি ক্ষিপ্ত হন। একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে তিনি তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা মনমোহনী দাসের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তার ছেলে ইন্দ্রজিত দাসকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন
১ বছর আগে
মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
মৌলভীবাজারে মিনিবাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শহরের সিলেট-মৌলভীবাজার সড়কের সরকারি খাদ্য গুদামের সামনে এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সাত বছরের শিশু কন্যা গুরুতর আহত হয়েছে।
নিহত রাহেলা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরগাও গ্রামের জুনেদ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নিহত রাহেলা বেগম রিকশা থেকে নামামাত্র দ্রুতগামী একটি মিনিবাস পেছন দিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় তার শিশু সন্তান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছুনুল হক জানান, ঘটনার পর মিনিবাস রেখে চালক পালিয়ে যায়। পরে মিনিবাস আটক করে থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
আসাদগেটে গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত ২
চুয়াডাঙ্গায় আতশবাজি ফোটানোর সময় আর্জেন্টিনা সমর্থক আহত
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে সেফালি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়গপুর এলাকায় ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে সেফালি বেগমের ছেলে ট্রাক্টর চালক সুমনসহ তিনজন আহত হন।
আহত সুমন জানান, সোনামসজিদ থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে কানসাটের দিকে যাচ্ছিলাম। এ সময় খড়গপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে তিনিসহ তিনজন আহত হন। এ খবর শুনে আমার মা সেফালি বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আরও পড়ুন: খুলনায় শিশু হত্যা মামলায় সৎ মায়ের মৃত্যুদণ্ড
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে খড়গপুর এলাকায় ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক সুমনসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে ছেলে সুমনের দুর্ঘটনার খবর শুনে তার মা নিজ বাড়িতে মারা যাওয়ার খবর পেয়েছেন বলেও জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: ফেনীতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ মায়ের মৃত্যু
২ বছর আগে
ফেনীতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ মায়ের মৃত্যু
ফেনীর শহরতলীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ মা মেহেরুন্নেসা (৪০) মারা গেছেন।
৩ বছর আগে
শরীয়তপুরে ছেলের ‘কুঠারঘাতে’ মায়ের মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি লিখে না দেয়ায় ছেলের কুঠারাঘাতে মায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
৩ বছর আগে