তাবিথ আউয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২০২৪ সালের নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ তাবিথ আউয়াল।
দিনাজপুরের তৃণমূল পর্যায়ের সংগঠক ও কোচ আ ফ ম মিজানুর রহমান চৌধুরীকে ২৩-৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
শনিবার ঢাকার একটি হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলার তাবিথ আওয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচন থেকে দূরে ছিলেন চার মেয়াদে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা কাজী এম সালাহউদ্দিন।
এর আগে, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন শেষ মুহূর্তে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
তিনি বাফুফের সিনিয়র সহসভাপতি, জাতীয় ফুটবলার ও সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে শনিবার সকালে একই ভেন্যুতে বিদায়ী সভাপতি কাজী এম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা।
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাফুফের ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেন। ৪৬ জন প্রার্থীর মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, চারজন সহসভাপতি এবং ১৫ জন নির্বাহী কমিটির সদস্য রয়েছেন।
সহসভাপতির চারটি পদে ছয়জন এবং কার্যনির্বাহী কমিটির ১৫ আসনের বিপরীতে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই প্রতিবেদন দাখিল করা পর্যন্ত চারজন সহসভাপতি এবং ১৫ জন ইসি সদস্যের পদের জন্য গণনা চলছিল।
১ মাস আগে
আশা-আকাঙ্ক্ষার ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু
আশা-আকাঙ্ক্ষার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকালে শুরু হয়েছে।
৪ বছর আগে
নির্বাচনের পরিবেশ নিয়ে চিন্তিত তাবিথ, ইশরাক
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু না হলেও, আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী।
৪ বছর আগে
উত্তরে তাবিথ ও দক্ষিণে ইশরাক বিএনপির মেয়র প্রার্থী
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে যথাক্রমে তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শনিবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।
৪ বছর আগে
সিটি নির্বাচনে লড়তে ৩ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন নেতা আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
৪ বছর আগে