বঙ্গ
এল গার্লস স্কোয়াড সিজন-৩
জারা, তন্বী, রিয়া, ফারিয়া, মিম আর সাবরিনা। এই ছয় ব্যাচেলর বান্ধবী থাকে একই ফ্ল্যাটে। তাদের একেকজন একেক রকম। তাদের জীবনের নানা ঘটনা, অঘটন, প্রেম ও ঝামেলার গল্প নিয়ে ২০২১ সালে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এসেছিল ড্রামা সিরিজ ‘গার্লস স্কোয়াড’।
রিলিজের পরপরই সিরিজটি দারুণ জনপ্রিয়তা পায়। লোকের মুখে মুখে চলে আসে সিরিজটির নাম। এই সিরিজের টাইটেল সং দিয়ে হয় টিকটক, পায় হাজার হাজার শেয়ার। সেই থেকে শুরু।
এরপর কেটে গেল একটি বছর। বের হলো এই সিরিজের আরেকটি সিজন। সেটিও পেল তুমুল জনপ্রিয়তা।
আর এই বছর এল সেই গার্লস স্কোয়াডের তৃতীয় সিজন!
মূল অভিনেত্রীদের পাশাপাশি এই সিজনে যোগ হয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিকটক সেলিব্রেটি শামীমা আফরিন অমি।
গত দুই সিজনের মতো এবারের গল্পও স্কোয়াডের মেয়েদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে এগিয়ে যায়।
আরও পড়ুন: অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ দেখা যাচ্ছে ওটিটি বঙ্গ বিডিতে
এখানে দেখা যায় টিকটকার অমি স্কোয়াডের নতুন ফ্ল্যাটমেট হয়ে এসেছেন। অন্যদিকে, জারা অর্থাৎ নাবিলার বিয়ে হচ্ছে। সেই বিয়ের দাওয়াতে স্কোয়াডের সবাই যায়। তারা গিয়ে জানতে পারে জারার বিয়ে হচ্ছে অন্য কারো সঙ্গে, গাঙ্গুয়া ভাইয়ের সঙ্গে নয়। এখান থেকেই শুরু হয় মূল গল্প। এরপর নানা ঘটনা, অঘটন ঘটতে থাকে স্কোয়াডের সদস্যদের জীবনে।
গার্লস স্কোয়াড সিজন-৩ নিয়ে বঙ্গের কন্টেন্ট ম্যানেজার হৃদয় জুলফিকার বলেন, ‘গার্লস স্কোয়াড অলরেডি মানুষের কাছে খুব পপুলার একটা সিরিজ। নতুন সিজনের জন্য অনেকদিন ধরেই আমাদের দর্শক বসেছিলেন। তাই রিলিজের সঙ্গে সঙ্গেই আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশাকরি আগের দুই সিজনের মতো এই সিজনটিও মানুষের খুব ভালো লাগবে।’
গতকাল রাত ১২টা ০১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে রিলিজ পায় গার্লস স্কোয়াড সিজন-৩।
রিলিজের পরপরই অসংখ্য দর্শক সিরিজটি দেখছেন বলে জানা যায়।
আরও পড়ুন: ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
ওয়েব ফিল্মে জুটি নিশো ও মেহজাবীন
১ বছর আগে
ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এসেছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত চলচ্চিত্র দিন-দ্য ডে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী এই ছবি গত ২৩ নভেম্বর রিলিজ পায়।
রিলিজের পর পরই সিনেমাটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলে দিয়েছে। মাত্র ৩ দিনে দুর্দান্ত ভিউজ পেয়েছে মুভিটি।
এই সিনেমায় নায়ক অনন্ত জলিলকে একজন আন্তর্জাতিক সংস্থার পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায়। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি।
সেই সূত্র ধরে তিনি আফগানিস্তানে একটি মিশনে যান। সেখানে মুখোমুখি হোন দুর্ধর্ষ টেরোরিস্ট আবু খালিদের সঙ্গে। জড়িয়ে পড়েন জীবন-মৃত্যুর এক কঠিন লড়াইয়ে!
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।
আরও পড়ুন: নতুন সিনেমার লুক প্রকাশ করলেন অনন্ত জলিল
এত কম সময়ে এত ভিউ পাওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ কর্তৃপক্ষ।
তারা বলেন, ‘দিন-দ্য ডে’র মাত্র তিন দিনে এত জনপ্রিয় হয়ে যাওয়া ওটিটিতে একটা বড় ব্যাপার। অনন্ত জলিলের এটি অন্যতম বিগ বাজেটের মুভি। মুভিটি আনার জন্য দর্শক অনেকদিন ধরেই আমাদের স্যোশাল মিডিয়াতে অনুরোধ করছিলেন। মুভিটি আনতে পেরে এবং এত ভালো সাড়া পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত ও কৃতজ্ঞ! আমরা আশা রাখি, সামনের দিনগুলোতেও দর্শক আমাদের এভাবেই ভালোবেসে যাবেন!’
উল্লেখ্য, দিন-দ্য ডে সিনেমাটি ২০২২ সালের ঈদুল আজহায় বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে পাঁচটি ভাষায় মুক্তি পায়। তবে মুক্তির পর সিনেমাটিকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন অনন্ত জলিল।
আরও পড়ুন: ‘দিন: দ্য ডে’ এর বাজেট নিয়ে বিতর্ক, যা বললেন অনন্ত জলিল
অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক
১ বছর আগে
‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে, অমি হয়তো বুঝতে পেরেছিল’
ডিসেম্বরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম 'অসময়'। এর দৃশ্য ধারণের কাজ প্রায় শেষে। এতে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।
ওয়েব ফিল্মটিতে অভিনয় করে তিনি বেশ উচ্ছ্বসিত। ফেসবুকে এক পোস্টে পরিচালকের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুণী অভিনেত্রী।
মনিরা আক্তার মিঠু লেখেন, ‘আজ (১১ অক্টোবর) শেষ হলো 'অসময়' ওয়েব ফিল্মে আমার শেষ দৃশ্যের কাজ। আলহামদুলিল্লাহ।’
আরও পড়ুন: এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
এমন একটি চরিত্রের জন্য তিনি অপেক্ষা করছিলেন উল্লেখ করে অভিনেত্রী আরও লেখেন, ‘হয়তো এমন একটি চরিত্রের জন্যই অপেক্ষায় ছিল আমার সময়! পরিচালক কাজল আরেফিন অমির দুইমাস আগে বলা একটা কথা বার বার মনে পড়ছে- আপা, এই চরিত্রটি তৈরি-ই হয়েছে আপনার জন্য।’
অমিকে উদ্দেশ্য করে মনিরা আক্তার মিঠু লেখেন, ‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে। অমি হয়তো বুঝতে পেরেছিল। আজ শুধু একটি শব্দই তোমাদের উদ্দেশ্যে বলবো, ‘অসময়’ ওয়েব ফিল্মের প্রতিটি সদস্যর প্রতি রইলো আমার আত্মার ভেতর থেকে কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, 'অসময়' ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, শ্বাশত দত্ত, আরফান মৃধা শিবলু, লামিমা লাম, শিমুল শর্মা, ইশরাত জাহিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন জিয়াউল হক পলাশ।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
১ বছর আগে
বঙ্গ এবং নাগরিক টিভিতে তুর্কি ধারাবাহিক 'সহস্র এক রজনী'
দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাচ্ছে তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘সহস্র এক রজনী’। পাশাপাশি এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'নাগরিক টিভি' তেও প্রচারিত হবে।
৩ বছর আগে