জেলখানা
জেলখানায় প্রায় ৬০ শতাংশ মাদক ব্যবসায়ী ও সেবনকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জেলখানায় যারা অন্তরীণ রয়েছে, তাদের প্রায় ৬০ শতাংশের কাছাকাছি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী।
তিনি বলেন, সাক্ষী-প্রমাণের অভাবে এদের কারও কারও বিচার হচ্ছে না।
আরও পড়ুন: আন্দোলনের নামে ঢাকার রাজপথ দখলের চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার (৮ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে আহছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১/২ মাস পর বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এই জায়গায় জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে।
তিনি আরও বলেন, তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। আমরা চাই নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে। নইলে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাধাগ্রস্ত হবে।
আরও পড়ুন: মানুষ দেশের সব জায়গায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে
সিলেট কারাগারে ‘স্বপ্নপুরী শিশু কর্নার’ প্রতিষ্ঠা
কারাভোগী মায়েদের সাথে কারাগারে অবস্থানরত নিরপরাধ শিশুদের বিনোদনের জন্যে সিলেট কেন্দ্রীয় কারাগারে ‘স্বপ্নপুরী শিশু কর্নার’ নামে একটি বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেটের বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। এ কর্নারে শিশুদের জন্যে খেলনা হাঁস, বল হাউস, ওয়াকারসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী রয়েছে।
আরও পড়ুন: কারাবন্দীদের আত্মসংশোধনে ঢাবি অধ্যাপকদের চেষ্টা
সভায় সভাপতির বক্তব্যে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মামুনূর রশীদ বলেন, অপরাধের মতো সামাজিক ব্যধিতে মানুষ নানা কারণে জড়িয়ে পড়ে। মন্দ পরিবেশ ও অসৎ সঙ্গের কারণে অথবা স্বজ্ঞানেও কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়তে পারে। এজন্যে শুধু শাস্তি নয় অপরাধীদেরকে সংশোধনের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে।
সভায় জানানো হয়, ৩২ জন শিশুকে বিকল্প পন্থায় বিভিন্ন থানা থেকে তাদের পরিবারে পুনর্বাসন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ১৯ জন শিশুকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র খাদিম নগর, সিলেটে এবং ১০ জন শিশুকে সেফহোম বাগবাড়ি সিলেটে নিরাপদে রাখা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ ছাড়া সংস্থার উদ্যোগে কারাগারে কারিগরী প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: ভারতে কারাবন্দী কুড়িগ্রামের ২৫ বাংলাদেশিকে মুক্তির আদেশ
বার্ষিক সভার শেষ পর্যায়ে অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেটের পক্ষ থেকে সদ্য কারামুক্ত শারমিন বেগম নামে একজন কিশোরীকে সেলাই মেশিন দেয়া হয়।
২ বছর আগে
মনে হচ্ছিল জেলখানায় আছি: মিরাজ
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, নিউজিল্যান্ডে রুম কোয়ারেন্টাইন তার কাছে জেলখানায় থাকার মতো মনে হয়েছে।
৩ বছর আগে