সাতকানিয়া
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বাহার উদ্দিন (৪৮) সাতকানিয়া সদর ইউনিয়নের চিববারি এলাকার আলতাফ মিয়ার ছেলে এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য (এমপি) এম এ মোতালেবের খালাতো ভাই বলে এমপির একান্ত সচিব মোহাম্মদ আবু তৈয়ব নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, মিষ্টি ব্যবসায়ী বাহার উদ্দিন ফজরের নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে পদুয়া থেকে কেরানীহাট এলাকায় যাওয়ার সময় অজ্ঞাত কোচ তার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত
১০ মাস আগে
সাতকানিয়ায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম–১৫ আসন সাতকানিয়ায় জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রচারণা শুরুর পর থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ মোতালেবের কর্মী–সমর্থকদের মধ্যে প্রতিদিনই দফায় দফায় সংঘর্ষ, গুলি বর্ষণ, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে।
সর্বশেষ বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) সন্ধ্যায় নেজামুদ্দিন নদভীর স্ত্রী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রিজিয়া রেজা চৌধুরীর নেতৃত্বে উপজেলাল চরতি ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা নদভীর শ্যালক চরতি ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এর আগে বুধবার রাত ১২টার দিকে এমপি নদভীর সমর্থকরা পশ্চিম ঢেমশা ইছামতী আলিনগর এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী অফিস, গাড়ি ভাঙচুর এবং তার সমর্থকের বাড়িতে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: বগুড়ার এসপির সহযোগিতা চান হিরো আলম
আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা নদভীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্দেশে সাইফুল ইসলামের নেতৃত্বে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পরপর সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ও শ্যালক চরতি ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে চরতির কাটাখালী এলাকায় গণসংযোগসহ প্রচারণা চলছিল। এসময় ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে এসে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেয়া নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এতে চরতি ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী , সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, যুবলীগ নেতা কচির আহমদ কায়সার (৪৫), সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, মিনহাজ উদ্দীন, জিহানুর রহমান চৌধুরী, কায়সার হামিদ অভি, রফিজ আহমদ ও আরিফুল ইসলামসহ ১৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: হয়তো এটা আমার শেষ নির্বাচন: শামীম ওসমান
আহতদেরকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
চরতি ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী বলেন, আমরা সকাল থেকে চরতির বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়েছি। রাত ৮টার দিকে কাঠাখালী ব্রিজ এলাকায় প্রচারণাকালে ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের দল আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী নেজামুদ্দিন নদভী বলেন, আমি প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য বলেছিলাম। কিন্তু তারা অবৈধ অস্ত্র উদ্ধার করেনি এবং অস্ত্রধারীদেরকে গ্রেপ্তারও করেনি। ফলে তারা এখন নির্বাচনে সহিংসতায় লিপ্ত হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করলে এ ধরনের হামলার ঘটনা ঘটতো না। প্রশাসনকে বলবো ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করুন। না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মূলত ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শনের জন্য স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের নির্দেশে এসব ঘটছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ
এদিকে স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. আ.ম.ম. মিনহাজুর রহমান জানান, আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় লোকজনকে কটাক্ষ করে কথা বলেছেন। বালির মহাল দখলসহ বিভিন্ন কারণে রিজিয়া রেজা ও চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর ওপর স্থানীয় লোকজন অনেক আগে থেকেই ক্ষুব্ধ। অন্যদিকে প্রচারণা চলাকালে রিজিয়া রেজা চৌধুরীর সঙ্গে থাকা লোকজন চরতি এলাকার দুই ছেলেকে মারধর করেছেন। সবকিছু মিলিয়ে তারা জনরোষের শিকার হয়েছেন। এটা নির্বাচনী বিষয় নয়। আমরা সকল নেতাকর্মী ও সমর্থকদেরকে যে কোনো ধরনের ঝামেলা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছি। এটাও বলে দিয়েছি যে, কেউ কোনো ঘটনা করলে এটার দায় প্রার্থী নেবেন না।
তিনি অভিযোগ করে বলেন, বুধবার মধ্যরাতে নদভীর অনুসারী রিয়াজউদ্দিন রিয়াদসহ ২০ থেকে ৩০ জনের এক দল বহিরাগত সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী অফিস ভাঙচুর করে পোস্টার ও চেয়ার ছুড়ে ফেলে। এ সময় সন্ত্রাসীরা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে এলাকার লোকজনকে ধাওয়া করে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি ছোট ট্রাক, ১টি সিএনজি অটোরিকশার কাঁচ ও পুলিশ বহনকারী অপর একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে সন্ত্রাসীরা বর্তমান চেয়ারম্যান মো. রিদুয়ানুল হক সুমনের বাড়িতে হামলা ও এলোপাথাড়ি গুলি ছোড়ে।
এসব ঘটনার ঘটনার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে কটুক্তি করায় সাবেক বিএনপি নেতা আতাউরকে শোকজ
১ বছর আগে
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
একই ঘটনায় নিহত শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
হতাহতরা ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম মো. ইউনুস। নিহত শাহাদাত হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ভুক্তভোগীদের সঙ্গে প্রতিবেশি তারেক ও এলাহীদের আগে থেকে বিরোধ চলছিল। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে মঙ্গলবার রাতে পুনরায় সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন নিহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
চট্টগ্রামে ইউপি নির্বাচনে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
১ বছর আগে
চট্টগ্রামে দায়িত্বে অবহেলা করার অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
দায়িত্বে অবহেলা এবং সরকারি সম্পদের ক্ষতি সাধন করার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
অভিযুক্ত মো. রুহল্লাহ চৌধুরী জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়াও তিনি চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর শ্যালক।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জেসমীন প্রধান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে এক স্কুলের ১৭ শিক্ষককে একযোগে বদলি!
প্রজ্ঞাপনে চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মোবাইল কোর্টের আদেশ প্রতিপালন না করা ও অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সম্পদের ক্ষতি করায় স্থানীয় সরকার আইন অনুযায়ী জেলা প্রশাসকের সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়েছে এসব অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে সরকার মনে করে। তার দ্বারা অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে সাতকানিয়ার চরতীতে মোবাইল কোর্টে জব্দকৃত বালু ও অ্যাস্কেভেটর চুরির ঘটনায় জিম্মাদার ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীকে দায়ী করে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি।
বালু নিলাম কমিটির আহ্বায়ক ও উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) পাঁচ সদস্যের তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার কাছে এ প্রতিবেদন দাখিল করেন। পরে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে সুপারিশসহ ওই প্রতিবেদন দাখিল করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে নিজ ঘরে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও সংঘর্ষ: দুই মামলায় ৫ শতাধিক নেতাকর্মী আসামি
১ বছর আগে
সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের প্রদীপ দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ১
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত সুপার শিবলী নোমান বলেন, মধ্যম কাঞ্চনার প্রদীপ দত্তের বাড়িতে কয়েকজন চুরি করতে আসে। এ সময় তাদের একজন প্রদীপ ও তার ছেলে শিমুলকে আঘাত করে পালানোর চেষ্টা করে। পালানোর সময় ঘরের লোকজন মিলে ওই যুবককে আটক করে এবং স্থানীয় লোকজনকে খবর দেয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে পিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাকে বাঁচানো যায়নি। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পটুয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনি
১ বছর আগে
সাতকানিয়ায় হাতির আক্রমণে চা শ্রমিক নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় হাতির আক্রমণে এক নারী চা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার সেলিম উদ্দীনের স্ত্রী।
আরও পড়ুন: বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ২ কিশোরের
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ওই নারী শ্রমিক অন্যান্যদের সঙ্গে বাঁশখালী চা বাগানে কাজ শেষে মধ্যম দুরদুরী গুনারগুনা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে আসছিলেন। এ সময় হঠাৎ হাতির আক্রমণ করলে অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে রক্ষা পেলেও ফাতেমা বেগম হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
২ বছর আগে
চট্টগ্রামে প্রাইভেট কারচাপায় নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়া উপেজলায় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর (৪৫) সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার মোজাফফর হোসেনের ছেলে।
দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
ভোলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২ বছর আগে
চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জেলার সাতকানিয়া বান্দরবান সড়কের বাজালিয়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাজালিয়া বাইতুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফরহাদ (৩২) বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা পাড়ার আবদুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বান্দরবানগামী যাত্রীবাহী পূর্বানী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী ফরহাদের মৃত্যু হয়। অপর আরোহী আহত হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারে তারা কাজ করছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
পড়ুন: জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
২ বছর আগে
চট্টগ্রামে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাতকানিয়ায় দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ কাঞ্চনা ও এওচিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।গ্রেপ্তার ব্যক্তিরা হল- কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার মৃত মীর আহমদের ছেলে মো. আলমগীর (২১) ও একই উপজেলার এওচিয়া ইউনিয়নের টুডির বাড়ির মো.ইউনুসের ছেলে মেজবাহ উদ্দিন প্রকাশ কালু (২০)।বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করলে তাৎক্ষণিক পুলিশের টিম পাঠিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই কিশোরী আপন খালা ও ভাগনি। গত সোমবার বিকেলে তারা পান-সুপারী আনতে দোকানে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুই অভিযুক্ত তাদের ধরে সিএনজিতে তুলে ৮ কিলোমিটার পশ্চিমে এওচিয়া ইউনিয়নের আলীনগরের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ করে। ভোরের দিকে দুই কিশোরীকে ফেলে পালিয়ে যায়। ভুক্তভোগী এক কিশোরীর বাবা মেয়ে ও শালিকাকে উদ্ধার করে। সকালে তারা বাড়িতে ফিরে এসে এ ঘটনার কথা জানায়।
এজাহারে আরও জানা যায়, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার রাতে বাবা নিজে বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন। মামলার পরপর পুলিশের একটি টিম অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২
মুঠোফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
২ বছর আগে
ইউপি নির্বাচন: সাতকানিয়ায় সহিংসতায় কিশোরসহ নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে সংঘর্ষে কিশোরসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. আব্দুর শুক্কুর (৩৪) ও নলুয়া ইউনিয়নের মরফলার বোর্ড অফিস এলাকার জসিম উদ্দিনের ছেলে তাসিফ (১৩)। সে মরফলা আর এম এন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা ভোট কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে ছুরিকাঘাতে তাসিফ (১৩) নামে এক শিশু নিহত হন।
নিহতের স্বজনরা এই ঘটনায় নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের দায়ী করেছেন ।
আরও পড়ুন: সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০
এদিকে সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আব্দুর শুক্কুর। পরে তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন বলেন, বেলা ১১টার দিকে শুক্কুর নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন তিনি। পরে তিনি মারা যান।
পুলিশ জানায়, ভোট গ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।
আরও পড়ুন: বরিশালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ভ্যানচালকের মৃত্যু, আটক ৩
এদিকে সংঘর্ষে পর জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কেন্দ্র দুটিতে সাময়িকভাবে ভোট বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, দুই কেন্দ্রে সাময়িক ভোট বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে স্থায়ীভাবে ভোট বন্ধ করা হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল জলিল জানান, ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
২ বছর আগে