বায়েজিদ
চট্টগ্রামে ৫ লক্ষাধিক টাকার নকল প্রসাধনী ধ্বংস, ম্যানেজারের কারাদণ্ড
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় ভেজাল বিরোধী অভিযানে নকল প্রসাধনী তৈরি ও বিক্রির অভিযোগে একটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় কারখানার ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, কারখানাটিতে তৈরি ৫ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের একটি দল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম মো. খায়রুজ্জামান রাজু।
জানা যায়, বিএসটিআই’র সহযোগিতায় পরিচালিত এ অভিযানকালে বায়েজিদ এলাকার শাহ হাবিবুল্লাহ রোডে জে বি কেয়ার বাংলাদেশ নামক এ ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যাথ্যানাশক ক্রিমসহ বিভিন্ন ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এছাড়া, বিভিন্ন সাবানে বিএসটিআই এর অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে। প্রচণ্ড নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে এসকল পণ্য তৈরির দায়ে কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানার ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া, ফ্যাক্টরিতে আটক তিনজন শ্রমিককে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে টাইলে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘কারও বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবার বা তদন্ত করার জন্য নির্দেশ দেবার ক্ষমতা মোবাইল কোর্টের নাই। আমরা যাকে হাতেনাতে আটক করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। যেহেতু মালিককে এখানে পাওয়া যায়নি সেহেতু মালিকের বিরুদ্ধে বায়েজিদ থানা পুলিশ নিয়মিত মামলার ব্যবস্থা নেবে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ভেজাল বিরোধী এধরনের অভিযান অব্যাহত থাকবে। রেয়াজ উদ্দীন বাজার সহ অন্যান্য যেসকল বাজারে এগুলো বিক্রি হয় সে সকল জায়গায় আমরা অভিযান চালাব।
আরও পড়ুন: চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযান: আসামির রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে ৯ ঘন্টার মাথায় অপহৃত শিশু উদ্ধার, যুবক আটক
১ বছর আগে
চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদের বালুচড়া এলাকায় একটি বাসায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বালুচড়া কাসেম ভবনে এ বিস্ফোরণের ঘটানা ঘটে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে উদ্ধার কাজ চালায়। তবে তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ঘরে দুজন পুরুষ ছিলেন এবং ঘরের বাইরে দিয়ে একজন শিশু হেঁটে যাচ্ছিল। মূলত তারাই ঘটনার কবলে পড়েন। পর দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের শরীরেরই প্রায় ৭০ শতাংশ করে পুড়ে গেছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সকালে বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে একজন নিহত ও দুজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পড়ুন: গ্যাস সিলিন্ডারের আঘাতে ব্যবসায়ী নিহত
চৌগাছায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাবা-ছেলের মৃত্যু
লঞ্চের ছাদে ডিজে পার্টি: একজনের মৃত্যু, দগ্ধ ১৫
৩ বছর আগে
চট্টগ্রামে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় পারভিন আক্তার নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
৩ বছর আগে