অধিগ্রহণ
ব্যাংক আলফালাহর অধিগ্রহণ শুরু করেছে ব্যাংক এশিয়া
পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশ অংশের অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক এশিয়া। এটি ব্যাংক এশিয়ার তৃতীয় বিদেশি ব্যাংক অধিগ্রহণ।
এর আগে ২০০১ সালে কানাডাভিত্তিক নোভা স্কশিয়া এবং আরেকটি পাকিস্তানি ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া।
যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক কর, নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের নিরীক্ষা ও মূল্যায়ন পরিচালনা করা হচ্ছে।
প্রাথমিক অধিগ্রহণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা, যা ব্যাংক এশিয়া কয়েক কিস্তিতে পাকিস্তানকে হস্তান্তর করবে। চলতি বছরেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছেন ব্যাংক এশিয়ার কর্মকর্তারা।
গত মাসে ব্যাংক এশিয়া ও ব্যাংক আলফালাহ অধিগ্রহণ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ।
সমঝোতা স্মারক অনুযায়ী, ব্যাংক এশিয়া অধিগ্রহণের অর্থ একাধিক কিস্তিতে পরিশোধ করবে, যার একটি অংশ প্রাথমিক পর্যায়ের এক বছর পর পরিশোধ করা হবে।
৫ মাস আগে
অধিগ্রহণ করা অঞ্চলগুলোকে রক্ষায় সব উপায় ব্যবহার করবে রাশিয়া: পুতিন
আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের চারটি অঞ্চলকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের সেন্ট জর্জ হলে আয়োজিত এক অনুষ্ঠানে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলকে অধিগ্রহণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনসহ গোটা পশ্চি দুনিয়া রাশিয়ার এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে।
ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে অধিগ্রহণ করার চুক্তি-সাক্ষর অনুষ্ঠানের আগে দেয়া এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, এ অঞ্চলগুলোকে অধিগ্রহণ করতে এক আইনে সাক্ষর করবেন এবং নতুন অধিগ্রহণ করা এই অঞ্চলগুলোক রক্ষায় ‘সমস্ত সম্ভাব্য উপায়’ ব্যবহার করবেন তিনি।
বক্তব্যে পুতিন সতর্ক করে বলেন, তার দেশ কখনই অধিগ্রহণ করা এলাকা ছেড়ে দেবে না এবং তাদের সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসেবে এগুলোকে তারা রক্ষা করবে।
আরও পড়ুন: রাশিয়ায় স্কুলে গুলিতে শিক্ষার্থীসহ নিহত ১৩, আহত ২১
এসময় তিনি ইউক্রেনকে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অধিগ্রহণ করা অঞ্চল সম্পর্কে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা থেকে বিরত থাকার ব্যাপারে কঠোর সতর্কতা জানান।
রাশিয়াকে ‘উপনিবেশ’ ও ‘দাসত্বে’ পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে শত্রুতা বৃদ্ধিতে ইন্ধন দেয়ার জন্য পশ্চিমাদেরকে তিনি অভিযুক্ত করেন।
রাশিয়ায় যোগদানের বিষয়ে ক্রেমলিনের করা ‘গণভোট’ শেষ হওয়ার তিন দিন পরেই এ অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়।
যদিও কিয়েভ ও পশ্চিমারা এটিকে বন্দুকের মুখে অনুষ্ঠিত এবং মিথ্যার ওপর প্রতিষ্ঠিত নির্লজ্জভাবে জমি দখল হিসেবে আখ্যায়িত করে পুতিনের সিদ্ধান্তকে প্রত্যাখান করেছে।
সাত মাস ধরে তীব্র যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে যোগদানের জন্য পুতিন ওইউক্রেনের চারটি অঞ্চলের প্রধানদের চুক্তি সাক্ষর অনুষ্ঠান হলো।
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে অধিগ্রহণ করার কয়েক সপ্তাহ পর ২০১৪ সালে স্বাধীনতা ঘোষণার পর থেকেই পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলগুলো মস্কোর সমর্থন পেয়ে আসছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর পরই দেশটির দক্ষিণাঞ্চলের খেরসন ও জাপোরিঝিয়া দখল করে রাশিয়া।
ক্রেমলিন-নিয়ন্ত্রিত রাশিয়ান পার্লামেন্টের উভয় কক্ষ আগামী সপ্তাহে রাশিয়ায় যোগদানের জন্য অঞ্চলগুলোর চুক্তিগুলোকে চূড়ান্ত করার জন্য বৈঠক করবে এবং তাদের সিদ্ধান্ত অনুমোদনের জন্য পুতিনের কাছে পাঠাবে।
রাশিয়ার পারমাণবিক অস্ত্রের কথা উল্লেখ করে পুতিন এবং তার লেফটেন্যান্টরা এ অঞ্চলগুলো পুনরুদ্ধারে কোনো রকম আক্রমণ করার ব্যাপারে ইউক্রেনকে স্পষ্টভাবে সতর্ক করেছেন।
তারা বলেছেন যে রাশিয়া এটিকে তার সার্বভৌম ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখবে এবং প্রতিশোধের জন্য ‘সমস্ত সম্ভাব্য উপায়’ ব্যবহার করতে দ্বিধা করবে না।
লুহানস্ক ও খেরসন অঞ্চলের বেশিরভাগ, ডোনেৎস্ক অঞ্চলের প্রায় ৬০ ভাগ এবং জাপোরিঝিয়া অঞ্চলের একটি বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে। জাপোরিঝিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন যে মস্কোর লক্ষ্য সম্পূর্ণ ডোনেৎস্ক অঞ্চলকে ‘মুক্ত করা’।
ইউক্রেনের এই অঞ্চলগুলো অধিগ্রহণ করার ঘোষণার মধ্য দিয়ে জন্য গত সাত মাস ধরে চলা যুদ্ধের একটি বিপজ্জনক নতুন পর্বের সূচনা হলো বলে বিশ্লেষকেরা মনে করছেন।
রাশিয়া শুক্রবারও ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র,রকেট ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা করেছে। এমনকি একটি হামলায় ২৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
ক্রেমলিন শুক্রবার তার নির্ধারিত অধিগ্রহণ অনুষ্ঠানের আগে ইউক্রেনকে আরেকটি সতর্কবাণী দিয়েছে।
যাতে বলা হয়েছে, ওই চারটি অঞ্চল ফিরিয়ে নেয়ার জন্য ইউক্রেনের লড়াই করা উচিত নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো দখলকৃত ভূখণ্ডে ইউক্রেনের হামলাকে দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখবে রাশিয়া।
আরও পড়ুন: ইতালিতে ভোট: ঐতিহাসিক জয়ের পথে কট্টর ডানপন্থী মোলোনি
স্পেনের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত
২ বছর আগে
ক্ষতিপূরণের চেকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখে আবেগাপ্লুত বয়োবৃদ্ধ আবু বকর
ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ (১ম ও ২য় পর্যায়) প্রকল্প এবং সালথা বাইপাস সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের ৩ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৪১১ টাকার চেক বিতরণ করা হয়েছে।
৩ বছর আগে
ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ
ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ (১ম ও ২য় পর্যায়) প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের ২ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।
৩ বছর আগে