হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকা বিমানবন্দরে দেশ টিভির এমডি আরিফ গ্রেপ্তার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাতে বিমানবন্দর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সাবেক এমপি টিপু আটক
সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিমানবন্দর থানায় হত্যাচেষ্টা মামলার আসামি আরিফ।
আরিফ হাসান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
আরও পড়ুন: সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ মাস আগে
'অভিবাসী শ্রমিকরা জাতি গড়ার কারিগর'
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
তিনি বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা জাতি গঠনের কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই লাউঞ্জ তাদের যাত্রা সহজ করবে বলে আমরা বিশ্বাস করি।’
হযরত শাহজালাল বিমানবন্দরে এ ধরনের প্রবাসী লাউঞ্জ এটিই প্রথম।
এখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা থাকবে এবং খাবারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে।
আরও পড়ুন: অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম
১ মাস আগে
বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম শুরু
আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা রুটে উদ্বোধনী ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স।
রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯০০ ড্রিমলাইনার, ফ্লাইট ইটি ৬৭৮ সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশের রানওয়ে স্পর্শ করে। এসময় একটি জলকামান স্যালুট ফ্লাইটটিকে স্বাগত জানায়।
ঢাকা থেকে ফিরতি ফ্লাইটটি সকাল ৯টা ৪৫ মিনিটে আদ্দিস আবাবার উদ্দেশে ছেড়ে যায়।
এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার ও শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া।
ইথিওপিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু ও ইথিওপিয়ান এয়ারলাইন গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার।
আরও পড়ুন: ৩ নভেম্বর ঢাকার রানওয়ে স্পর্শ করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
কার্যক্রম শুরুর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার শীর্ষস্থানীয় ক্যারিয়ার হিসেবে স্বীকৃত এবং বাংলাদেশে এর প্রবেশ দেশের এভিয়েশন শিল্পের জন্য একটি নতুন আশার আলো। বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে তিনি প্রবৃদ্ধি বৃদ্ধিতে নতুন পথের গুরুত্বের ওপর জোর দেন।
তিনি আরও বলেন, এই অংশীদারিত্ব নতুন সুযোগের পথ প্রশস্ত করবে এবং বাংলাদেশ ও আফ্রিকার গতিশীল অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন গড়ে তুলবে।
ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির ডিরেক্টর জেনারেল আলেমায়েহু ইথিওপিয়ান এয়ারলাইন্সের মূলমন্ত্র-মহাদেশ, সংস্কৃতি ও সম্প্রদায়গুলোকে সংযুক্ত করার সঙ্গে সামঞ্জস্য রেখে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্কের ওপর রুটের প্রভাবের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে কেবল সরাসরি সংযোগই নয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে মূল গন্তব্যগুলোর প্রবেশদ্বারও উন্মোচন করে।
ইয়াদেচা বলেন, 'বাংলাদেশ একটি গতিশীল ও ক্রমবর্ধমান বাজার এবং আমরা আত্মবিশ্বাসী যে আমাদের আধুনিক বহর ও ব্যতিক্রমী পরিষেবা দুই অঞ্চলের মধ্যে ভ্রমণকারীদের চাহিদা পূরণ করবে।’
বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, এটি কেবল একটি ফ্লাইট চালু নয়, এর মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বকে আরও কাছাকাছি আনার একটি সুযোগ তৈরি হলো।
তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক ভাড়া এবং একটি বিশাল বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে, ইথিওপিয়ান এয়ারলাইনস বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পছন্দের হতে চলেছে।
সোহাগ হোসেন জানান, নতুন এই রুটটি বাংলাদেশি প্রবাসীদের জন্য সুবিধাজনক সংযোগ দেবে। আদ্দিস আবাবার মাধ্যমে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রধান শহরগুলোতে সাশ্রয়ী ভাড়ায় পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও ছিলেন- সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন নেটওয়ার্ক ইথিওপিয়ান এয়ারলাইন্স। এই রুটে অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে সেবা পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
আরও পড়ুন: ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর ফ্লাইট স্থগিত
১ মাস আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকাকে 'নীরব এলাকা' ঘোষণা করল ডিএনসিসি
শব্দদূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকাকে 'নীরব এলাকা' হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এ তথ্য জানান।
বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত।
বিমানবন্দরের আশেপাশে শব্দের মাত্রা হ্রাস করার লক্ষ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর বিধি ৪ এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।
৩ মাস আগে
ঢাকা বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গ্রেপ্তাররা হলেন- সানিয়া আক্তার ও সালমা বেগম।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।
দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ভ্যানিটি ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
জব্দকৃত স্বর্ণের বারের ওজন জব্দ করা স্বর্ণের ওজন দুই দশমিক ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।
আটক নারীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পাটের তৈরি সোনালি ব্যাগ অবদান রাখবে: বস্ত্র ও পাট উপদেষ্টা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা-স্বর্ণালংকার, চলছে গণনা
৩ মাস আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ ঘোষণা
দেশের বৃহত্তম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইটে বিঘ্ন ঘটে।
সোমবার (৫ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশের সংঘর্ষে নিহত ৩
ঢাকার এই বিমানবন্দরটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্ধের সিদ্ধান্তটি বিমানবন্দরে হয়ে চলাচলে বিশেষভাবে প্রভাব ফেলেছে।
কবে নাগাদ কার্যক্রম পুনরায় শুরু হবে তার সম্ভাব্য তারিখ সম্পর্কে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত জানায়নি।
আরও পড়ুন: শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
৪ মাস আগে
'সেন্টার ফর হ্যাপিনেস' শীর্ষক প্রদর্শনী শুরু
সেন্টার ফর হ্যাপিনেস শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে সুপারশপ ইউনিমার্ট এবং শেফস টেবিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) থেকে প্রদর্শনী চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
আরও পড়ুন: সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
প্রদর্শনীতে থাকবে লাইভ মিউজিক পারফরমেন্স, ম্যাজিক শো, স্ট্যান্ড আপ কমেডি শো, আর্ট শো-কেস, প্রসিদ্ধ শিল্পীদের পরিচালিত ওয়ার্কশপ, বাচ্চাদের জন্য সীমাহীন মজাদার কার্যক্রম।
এছাড়াও প্রিমিয়াম ব্র্যান্ডের আউটলেট গুলো থাকবে এই প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য খোলা থাকবে সেন্টার পয়েন্ট।
বৃহস্পতিবার (২৩ মে) প্রতিষ্ঠানগুলোর সর্ববৃহৎ ও ফ্লাগশিপ আউটলেটের উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা।
এখানে একই ছাদের নিচে পাওয়া যাবে দেশীয় ও বিদেশি নামকরা ব্র্যান্ডের পোশাক এবং প্রসাধনী সামগ্রী। আর সেন্টার পয়েন্টের পঞ্চম তলায় সাজানো হয়েছে সেফ'স টেবিল। যেখানে থাকছে দেশি–বিদেশি বৈচিত্রপূর্ণ মজাদার সব খাবার।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা আকতার মাহমুদ রানা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনদ্দিন হাসান রশিদ, পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ, ইউনিমার্টের সিইও মুরতজা জামান, রিয়েল এস্টেট ডিভিশনের সিইও শেখ মোহাম্মদ ফারুক হোসাইনসহ ইউনাইটেড গ্রুপের উর্ধতন কর্মকর্তারা।
আরও পড়ুন: খালগুলোকে সবাই ডাস্টবিন হিসেবে ব্যবহার করে: ডিএনসিসির বর্জ্য প্রদর্শনীতে মেয়র
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৭ মাস আগে
ঢাকা বিমানবন্দরে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এপিবিএন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৭৯০টি ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক মান্নান হোসেন (৩৯) কক্সবাজারের টেকনাফ উপজেলার মৃত নুরুল আলমের ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ইউএস-বাংলার একটি ফ্লাইটে আজ (বৃহস্পতিবার) বিকালে কক্সবাজার থেকে ঢাকায় অবতরণ করেন মান্নান।
তার সন্দেহজনক গতিবিধির কারণে আর্মড পুলিশ তাকে থামায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, বিমানকর্মী আটক: বিমানবন্দর এপিবিএন
জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
পরে ওই ব্যক্তির মলদ্বারের ভেতর থেকে ১ হাজার ৭৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও জানান ওই কর্মকর্তা।
২০২৩ সালের ১১ জুলাই আর্মড পুলিশ বিমানবন্দরে ইয়াবাসহ একই ব্যক্তিকে (মান্নান) আটক করে বিমানবন্দর থানায় মামলা করে। কিন্তু তিনি জামিনে বেরিয়ে এসে আবারও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং আজ (বৃহস্পতিবার) আবার গ্রেপ্তার হন।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন
হারানো ২৭ মোবাইল সেট প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে এপিবিএন
১ বছর আগে
ঢাকা বিমানবন্দরে ৬,২৭৫ ইয়াবা জব্দ, রোহিঙ্গা পরিবারের ৬ সদস্য আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার ২৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ বৃহস্পতিবার রোহিঙ্গা পরিবারের ৬ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
তারা হলেন- মো. রুবেল (১৫), তার ফুফু আছিয়া বেগম (২৫), তার চাচি জোহুরা বেগম (৩০), আছিয়া বেগমের স্বামী আলী আহমদ (২৮), আছিয়া বেগমের ৭ মাসের সন্তান উমায়ের হোসেন এবং জহুরা বেগমের ১০ মাসের সন্তান উম্মে ছালমা।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি শুক্রবার বিকালে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নভোএয়ারের কক্সবাজার ফ্লাইটে ঢাকায় অবতরণ করে পরিবারটি।
আরও পড়ুন: কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ, 'মিয়ানমার নাগরিক' আটক: বিজিবি
তিনি বলেন, তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাটালিয়নের গোয়েন্দারা তাদের পরিচয় ও ইয়াবা নিয়ে প্রশ্ন করলে তারা তাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন এবং ইয়াবা থাকার কথা অস্বীকার করেন।
এপিবিএনের উক্ত কর্মকর্তা বলেন, উত্তরার একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের পেটে ইয়াবার উপস্থিতি ধরা পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রুবেল, আছিয়া ও জোহুরার পেট থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা কক্সবাজারের লেদা ক্যাম্পের অধিবাসী এবং ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে তারা সেখান থেকে বাস্তুচ্যুত হন।
এ ঘটনায় তাদের আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে ১৯০০০০ ইয়াবা জব্দ
১ বছর আগে
অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের পর্যটননগর কক্সবাজার বা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শিগগিরই আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্রে পরিণত হতে পারে।
শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনার সফট ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোর রূপান্তর করছে।
শেখ হাসিনা বলেন, সময়ে সময়ে বিমান পরিবহন হাব পরিবর্তন হয়। এক সময় ছিল হংকং, তারপর সিঙ্গাপুর, থাইল্যান্ড ও এখন দুবাই।
তিনি বলেন, আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশ, আমাদের কক্সবাজার বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক হাব হবে।
প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান যাত্রী ও ফ্লাইট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন রানওয়ে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, ‘আমাদের সেই পরিকল্পনা আছে।’
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, আকাশপথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণে সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘এসব স্থাপনের কাজ পুরোদমে চলছে।’ ফরাসি কোম্পানি থেলাস এই রাডার স্থাপন করছে।
তিনি বলেন, পুরোনোটিও একই ফরাসি রাডার-উৎপাদনকারী সংস্থা ‘থ্যালেস এলএএস’-এর মাধ্যমে স্থাপন করা, যা পরে সংস্কার করা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন উন্নয়নের লক্ষ্যে জেলা থেকে জেলায় বিমান যোগাযোগ সহজতর করার লক্ষ্যে সরকার কিছু নতুন বিমান কিনতে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছি।’
তিনি আরও বলেন, সরকার ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের যোগাযোগ সহজ করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগের উন্নয়ন করবে।
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য বিমান যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের চাহিদা পূরণে তার সরকার এ খাতকে অগ্রাধিকার দিয়েছে।
তিনি উল্লেখ করেন, সিলেটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম, সৈয়দপুর বিমানবন্দর এবং রাজশাহী ও বরিশাল বিমানবন্দরের মতো সব বড় বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হচ্ছে।
এভিয়েশন সেক্টরের আধুনিকায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিমানবন্দরে সরাসরি জেট ফুয়েল আনার জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে।
তিনি বলেন, উন্নত পরিষেবা নিশ্চিত করার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ৭ অক্টোবর উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ
কয়েকটি দেশের চাঁদে অবতরণের কথা উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ একদিন চাঁদ জয় করবে।
তিনি বলেন, সরকার লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএইউ) প্রতিষ্ঠা করেছে যা তা করতে সহায়তা করবে।
তিনি বলেন, তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষ কিছু পেতে শুরু করেছে এবং বর্তমান সরকারের বিগত ১৫ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নাগরিকদের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার মাসাহিরো কোমুরা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
টার্মিনালে পৌঁছালে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ঐতিহ্যবাহী নাচ ও বাংলা গানের মাধ্যমে তাকে স্বাগত জানায় একদল ছোট ছোট শিশু। তাদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী।
পরে তিনি তৃতীয় টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন, যেখানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান তৃতীয় টার্মিনালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানান।
তিনি তার লাগেজ চেক করে ইমিগ্রেশন পাস করার একটি ড্রেস রিহার্সালে অংশ নিয়েছিলেন এবং তাকে পরে বোর্ডিং পাস দেওয়া হয়েছিল।
অনুষ্ঠানে তৃতীয় টার্মিনালের উপর একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। পরে প্রধানমন্ত্রী একটি বর্ণাঢ্য বিষয়ভিত্তিক নৃত্য উপভোগ করেন।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: বিমান সিইও
১ বছর আগে