সমুদ্র তলদেশ
সমুদ্র তলদেশের সম্পদের পূর্ণ সুবিধা ঘরে তুলতে আইএসএ’র সহযোগিতা চায় ঢাকা
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সমুদ্রতলের বিস্তীর্ণ ও অনাবিষ্কৃত সম্পদ দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে পরিবর্তনমূলক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার জ্যামাইকার কিংস্টনে আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) ২৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে রাবাব ফাতিমা এ কথা বলেন।
তিনি বলেন,গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণা,সক্ষমতা বিনির্মাণ ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে প্রবেশের ক্ষেত্রে আইএসএ-এর বর্ধিত সহযোগিতা প্রয়োজন।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আইএসএ থেকে সমুদ্র তীরবর্তী সম্পদের আর্থিক সুবিধার ন্যায়সঙ্গত অংশীদারী নিশ্চিত করার এবং এই এলাকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগকে সহজতর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের উন্নয়ন যাত্রাকে গতিশীল করুন।
আরও পড়ুন: জ্যামাইকায় রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত রূপকল্প ২০৪১ এর কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। রুপকল্প ২০৪১ এর অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সমুদ্র তলদেশের সম্পদ থেকে প্রাপ্ত আর্থিক সুবিধার ন্যায়সঙ্গত অংশীদারিত্ব নিশ্চিত করা এবং সমুদ্র তলদেশে বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগকে সহজতর করার ওপর জোর দেন।
এসময় তিনি সমুদ্র তলদেশ থেকে খনিজ সম্পদ অন্বেষণ করার সময় সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ওপরও জোর দেন।
এক্ষেত্রে তিনি সামুদ্রিক পরিবেশ এবং এর সম্পদের কার্যকর ব্যবহার,সংরক্ষণ ও সুরক্ষার জন্য সম্প্রতি প্রণীত ‘বাংলাদেশ মেরিটাইম জোনস্ আইন’ এর বিষয়টি তুলে ধরেন।
আইএসএ-এর ২৬তম বার্ষিক এই অধিবেশন কিংস্টনে ১৩ ডিসেম্বর শুরু হয়েছে যা ১৫ ডিসেম্বর শেষ হবে।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আইএসএ-এর মহাসচিব মাইকেল ডব্লিউ লজের আমন্ত্রণে এ অধিবেশনে যোগ দেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই অধিবেশনে সংস্থাটির সদস্য দেশগুলোর উল্লেখযোগ্য সংখ্যক স্থায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এর সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বর্তমানে আইএসএ কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: বঙ্গমাতার জীবনাদর্শ হোক সকল নারীর অনুকরণীয়: রাবাব ফাতিমা
শেখ কামালের ভূমিকা যুব সমাজের জন্য অনুকরণীয় আদর্শ: রাবাব ফাতিমা
২ বছর আগে
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য হলো বাংলাদেশ
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) পরিষদ-সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চার বছর মেয়াদে এই পরিষদ কাজ করবে।
৩ বছর আগে