চর
৯৯৯-এ ফোন: ঝড়ে চরে আটকে পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
৯৯৯-এ কল পেয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটের বিপরীতে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচরে ভ্রমণে গিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০টায় কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান ইউএনবিকে এ তথ্য জানান।
আরও পড়ুন: চাঁদপুরের হাজীগঞ্জে জুম্মাতুল বিদা’র বৃহত্তম জামাত অনুষ্ঠিত
তিনি বলেন, ৯৯৯-এ কল পেয়ে আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর বাহেরচর থেকে ২২ জন শিক্ষার্থীকে উদ্ধার করে কোস্টগার্ড।
তিনি বলেন, উদ্ধার হওয়া শিক্ষার্থীরা বিকালে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে সন্ধ্যায় বৈরি আবহাওয়া কারণে আটকা পড়েন।
তিনি আরও বলেন, পরবর্তীতে ৯৯৯-এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করেন।
পরবর্তীতে তাদের সবাইকে মেঘনার পশ্চিম পাড়ে এনে পরিবারের কাছে পাঠানো হয় বলে জানান ওই কর্মকর্তা।
এছাড়া এরা সবাই মতলব উত্তরের বিভিন্ন এলাকার বলে জানা গেছে।
আরও পড়ুন: চাঁদপুরে ১৭ দিন পর দেখা মিলল স্বস্তির বৃষ্টির
চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
১ বছর আগে
ঘোড়ার গাড়িই যেখানে ভরসা
যমুনা নদীর বিভিন্ন স্থানে অসংখ্য চর জেগে উঠেছে। ধূ-ধূ এ বালুর চর পাড়ি দিতে চরাঞ্চলবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে চরাঞ্চলের অনেক স্থানে দীর্ঘদিন ধরে যাত্রীসহ মালামাল পরিবহনে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালী, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এ ঘোড়ার গাড়িই এখন একমাত্র ও প্রধান বাহন। বিশেষ করে কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এ ঘোড়ার গাড়ি বেশি চলাচল করছে। এসব চরাঞ্চলে এলাকাভিত্তিক কোনো সড়ক নেই। এ কারণে তারা সুবিধাজনক সড়ক বেছে নিয়ে থাকে এবং এসব সড়কে তারা পায়ে হেঁটে যাতায়াত করে থাকে। এমনকি দুর্গম সড়কে মোটরসাইকেলেও যাত্রী পরিবহন করা হয়। তবে ভাড়া বেশি হওয়ায় মোটরসাইকেলে চলাচলকারী যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। সাধারণ যাত্রীরা ঘোড়ার গাড়ি বেছে নিয়েছে। যাত্রী ও পণ্য বহনে ঘোড়ার গাড়ি এখন অন্যতম।
তবে বিশিষ্টজনেরা বলছেন, জেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে কাঁচা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। চরবাসীর ঘরে ঘরে বিদ্যুৎও দেয়া হয়েছে। বন্যা ও প্রবল বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ধসে যায়। এ কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। তবে যমুনার পানি কমে যাওয়ার পর থেকেই জেগে উঠেছে অসংখ্য চর। এজন্য চরবাসীর চলাচল ও যোগাযোগ করতে দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে নৌকাযোগে আসা মালামাল অথবা ফসলি জমি থেকে কৃষিপণ্য পরিবহনে এখনও একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি।
আরও পড়ুন: গরুর দাম বেশি হওয়ায় ঘোড়া দিয়ে হালচাষ
কাওয়াকোলা চরের ঘোড়ার গাড়ির চালক আব্দুর রহিমসহ অনেকেই বলেন, আমরা ওপার চরাঞ্চলের মানুষ। মাঠের কাজের ফাঁকে সেই আমল থেকে এই চরাঞ্চলে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। জমির ফসল আনা নেয়া ও বিক্রিসহ যাত্রী পরিবহনে এ ঘোড়ার গাড়িই একমাত্র বাহন।
এ বিষয়ে কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের মাঝখানে এই ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যেই চরাঞ্চলের বিভিন্ন স্থানে পাকা রাস্তাঘাট, বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। যমুনা নদীর তীরবর্তী বিস্তৃর্ণ চরাঞ্চলে যাত্রী চলাচল ও পণ্য বহনে যানবাহন ঘোড়ার গাড়ি। তবে চরবাসীর ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ঘোড়ার মাংস হালাল: আদালত
ঝালকাঠিতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১ বছর আগে
বিষখালী নদীর চর থেকে জেলের লাশ উদ্ধার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীর চর থেকে সোমবার সকালে মনির হোসেন (২২) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
সাগর মোহনায় অর্ধশতাধিক চর, কুয়াকাটায় ইলিশের বিচরণক্ষেত্র পরিবর্তনের শঙ্কা
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের শূন্য পয়েন্টের দুই দিকে বিশাল সাগরের ১০০ বর্গ-কিলোমিটার এলাকায় জেগে উঠেছে প্রায় অর্ধ-শতাধিক চর। এসব চরের কারণে সাগরের এই অঞ্চলে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ আহরণ করতে সমস্যা হচ্ছে। এমনকি ইলিশের বিচরণক্ষেত্রও পবির্তন হওয়ার শঙ্কা করছেন জেলেরা।
৪ বছর আগে
সোনার মতো মাটির দাম! কি হচ্ছে গোমতী নদীর চরে?
কুমিল্লা, ০১ অক্টোবর (ইউএনবি)- কুমিল্লার বুক চিড়ে বয়ে যাওয়া গোমতী নদীর সেই অপরূপ সৌন্দর্য এখন আর নেই। অবৈধভাবে চর কেটে মাটি-বালু উত্তোলন, নদী রক্ষা বাঁধে দোকান নির্মাণ এবং ভেতরের চর দখল করে ঘর-বাড়ি নির্মাণে নষ্ট হচ্ছে গোমতীর সৌন্দর্য। হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ এবং তার পরিবেশ।
৫ বছর আগে
মুন্সীগঞ্জে ৭ ঘণ্টা পর ডুবো চরে আটকে পড়া ফেরি উদ্ধার
মুন্সীগঞ্জ, ০১ আগস্ট (ইউএনবি)- মুন্সীগঞ্জে দীর্ঘ ৭ ঘণ্টা পর ডুবো চরে আটকে পড়া ফেরি উদ্ধার করা হয়েছে।
৫ বছর আগে