বোরকা
নৌকার ইঞ্জিনে বোরকা আটকে নারীর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটে নৌকার ইঞ্জিনে বোরকা আটকে গলাকেটে শামসুন্নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কুরিখলা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
শামসুন্নাহার উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় বন্যায় সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার উপজেলার ইটাচকি গ্রাম থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে ইঞ্জিনের সঙ্গে তার বোরকা আটকে অল্প সময়ের মধ্যেই গলাকেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তারা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা, বন্যাজনিত দুর্ঘটনা নয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু
ভোট গ্রহণের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
৫ মাস আগে
স্কুলে বোরকা পরা নিষিদ্ধ করবে ফ্রান্স: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে দেশটির সরকারি স্কুলগুলোতে মেয়েদের বোরকা (মুসলিম নারীদের পরা আপাদমস্তক ঢেকে রাখা নির্দিষ্ট ঢিলেঢালা পোশাক) পরা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল।
সোমবার (২৮ আগস্ট) ভারতের গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ফ্রান্সে ১৯ শতকের সকল আইন রদ করা হয়েছে এবং দেশটির শিক্ষাব্যবস্থা থেকে গোঁড়া ক্যাথলিক প্রভাব দূর করার চেষ্টা হচ্ছে।
তাই দেশটির সরকারি স্কুলে ধর্মীয় পরিচয় বহনকারী সবকিছু কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে, দেশটিতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার জন্য তারা আধুনিক আইন প্রণয়নে সমস্যায় পড়ছে।
আরও পড়ুন: আফগানিস্তানে ঘরের বাইরে নারীদের বোরকা পরার নির্দেশ
আল-জাজিরার তথ্যমতে, ফ্রান্সের সরকারি স্কুলে খ্রিষ্টানদের ক্রস, ইহুদিদের কিপ্পা অথবা মুসলমানদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ।
ফরাসি সরকার ২০০৪ ও ২০১০ সালে জনপরিসরে মুসলিম নারীদের পুরো মুখ ঢেকে রাখা নিষিদ্ধ ঘোষণা করে। এই সিদ্ধান্ত দেশটির পাঁচ মিলিয়ন মুসলমান জনগোষ্ঠীর বড় অংশকে ক্ষুব্ধ করে তোলে।
আল-জাজিরার প্রতিবেদনে ফ্রান্সের টিএফ১- টিভিকে দেওয়া শিক্ষামন্ত্রীর সাক্ষাৎকারের কথা বলা হয়েছে।
যেখানে শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি স্কুলে আর বোরখা পড়া যাবে না।
তিনি আরও বলেন, ক্লাসরুমে শিক্ষার্থীদের কে কোন ধর্মের তা আলাদাভাবে চোখে পরা ঠিক নয়। সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হেডস্কার্ফ নিষিদ্ধ করা হলেও এতদিন বোরখা নিষিদ্ধ করা হয়নি।
ফ্রেঞ্চ কাউন্সিল অব মুসলিম ফেইথ (সিএফসিএম) অনুসারে, পোশাক শুধুমাত্র ধর্মীয় পরিচয় নয়।
সিএফসিএম একটি জাতীয় সংগঠন, যা অনেকগুলো মুসলিম সংগঠনের প্রতিনিধিত্ব করে।
আরও পড়ুন: নারীরা বোরকা না পরলে জেল হতে পারে পুরুষদের!
সুইজারল্যান্ডে মুসলিমদের বোরকা-নিকাব পরা নিষিদ্ধের পক্ষে রায়
১ বছর আগে
বোরকা পরে শ্বশুরবাড়িতে হামলা, স্ত্রীসহ নিহত ৩
শেরপুরের শ্রীবরদীতে বৃহস্পতিবার বোরকা পরা এক ব্যক্তির শ্বশুড় বাড়িতে হামলা চালালে তিন জন নিহত এবং তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুতল গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামে মনু মিয়ার মেয়ে মনিরা বেগম (৪০), স্ত্রী শেফালী বেগম (৬০) এবং মৃত নুর জামালের ছেলে মাহমুদ হাজী (৬৫)।
আরও পড়ুন: বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু
শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী জানান, স্ত্রী মনিরা বেগমের সঙ্গে বিরোধের জের ধরে বোরকা পরে মিন্টু মিয়া শ্বশুরবাড়িতে হামলা চালায়। এই সময় ধারালো অস্ত্র দিয়ে তিন জনকে গলা কেটে এবং আরও তিন জনকে এলোপাথারী কুপিয়ে জখম করে মিন্টু মিয়া পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: মিরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনায় আটক ১৩
গুরুতর আহত অপর তিন জনকে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এখনও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ তবে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এসপি নাহিদ।
২ বছর আগে
বোরকা পরায় শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
দেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরা নিয়ে ‘হয়রানি-হেনস্তার’ অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ আহসান ও ইলিয়াছ আলী মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে আইনজীবী মোহাম্মদ আহসান বলেন, বোরকা পরায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানিয়ে ৬০ দিনের মধ্যে শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিজিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ১১ আগস্ট শুনানির পরবর্তী তারিখ রেখেছেন আদালত।
যে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে সেগুলো হচ্ছে- নওগাঁর মহাদেবপুরের বারবারপুর উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের দিরাইয়ের ব্রোজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়, সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালীর সেনবাগের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম মিরেরসরাইয়ের জোয়ারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের চন্দলাইশের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পড়ুন: নারীরা বোরকা না পরলে জেল হতে পারে পুরুষদের!
বোরকা পরায় স্কুলছাত্রী ও অভিভাবক হয়রানির ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলম। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১ জুলাই হাইকোর্ট রুল দেন। রুলে নির্ধারিত স্কুলড্রেসের ওপর বোরকা পরায় বিভিন্ন স্কুল ও কলেজে মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
আগের রিটের সূত্র ধরে বোরকা পরায় শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে গত মাসে একটি সম্পূরক আবেদন করেন। ওই আবেদনে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ও বোরকা পরা নিয়ে হেনস্তার অভিযোগের তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।
পড়ুন: আফগানিস্তানে ঘরের বাইরে নারীদের বোরকা পরার নির্দেশ
২ বছর আগে
নারীরা বোরকা না পরলে জেল হতে পারে পুরুষদের!
আফগানিস্তানের নারীদের জনসমক্ষে আপাদমস্তক ঢাকা পোশাক পরার নির্দেশ দেয়া হয়েছে। আর এ আদেশ লঙ্ঘন হলে পুরুষ অভিভাবকদের শাস্তির বিধান রেখে আদেশ জারি করেছে দেশটির তালেবান সরকার।
শনিবার সরকার কর্তৃক জারিকৃত এক আদেশে বলা হয় নারীরা শুধুমাত্র প্রয়োজন হলেই বাড়ি থেকে বের হতে পারবেন।
আদেশে আরও বলা হয়, নারীদের ড্রেস কোড লঙ্ঘনের দায়ে তাদের পুরুষ আত্মীয়দের শাস্তির মুখোমুখি হতে হবে। এর প্রেক্ষিতে সমন জারি হওয়া থেকে শুরু করে আদালত পেরিয়ে জেলেও যেতে হতে পারে।
আরও পড়ুন: আফগানিস্তানে ঘরের বাইরে নারীদের বোরকা পরার নির্দেশ
যদিও দেশটিতে তালেবান নেতৃত্বের জারি করা দমনমূলক আদেশের সবগুলোই বাস্তবায়িত হয়নি। উদাহরণস্বরূপ গত মাসে তালেবান নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলেও বিরোধিতার মুখে নীরব থেকেছে তালেবান প্রশাসন।
রবিবার রাজধানী কাবুলের রাস্তায় অনেক নারীকে আগের মতোই বড় শাল পরতে দেখা গেছে।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
২ বছর আগে
আফগানিস্তানে ঘরের বাইরে নারীদের বোরকা পরার নির্দেশ
আফগানিস্তানে ঘরের বাইরে নারীদের সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান সরকার।
এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকার সময়ও নারীদের ওপর একই ধরনের নির্দেশ জারি করেছিল তালেবান।
তালেবানের ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি বলেন, ‘আমরা চাই আমাদের বোনেরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচুক।’
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩
ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রণালয়ের কর্মকর্তা শির মোহাম্মদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সকল সম্মানিত আফগান নারীদের হিজাব পরা আবশ্যক এবং সব চেয়ে ভালো হিজাব হলো চাদরি (মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বোরকা)। এটি আমাদের ঐতিহ্যের অংশ ও মর্যাদাপূর্ণ।’
আদেশে আরও বলা হয়েছে, যদি নারীদের বাইরে কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তবে তাদের ঘরে থাকাই ভালো।
হানাফি বলেন, ‘ইসলামি নীতি ও আদর্শ আমাদের কাছে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: ‘আফগানিস্তান যুদ্ধের অবশিষ্ট অস্ত্রের বিস্ফোরণে ৪ শিশু নিহত’
২ বছর আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সক্রিয় সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ক্ষেত্রে শ্রীলঙ্কার সক্রিয় সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৩ বছর আগে
বোরকা নিষেধাজ্ঞার বিষয়ে সময় নেবে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বোরকা পরিধানকে ধর্মীয় চরমপন্থার পরিচয় বলে অভিহিত করলেও এ বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে সময় লাগবে বলে দেশটির সরকার মঙ্গলবার জানিয়েছে।
৩ বছর আগে
সুইজারল্যান্ডে মুসলিমদের বোরকা-নিকাব পরা নিষিদ্ধের পক্ষে রায়
সুইজারল্যান্ডে মুসলিম নারীদের বোরকা বা নিকাবসহ প্রকাশ্যস্থানে মুখ-ঢাকা পোশাকের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে রায় এসেছে এক গণভোটে। সামান্য ব্যবধানে এই নিষেধাজ্ঞা অনুমোদিত হয়।
৩ বছর আগে