আলটিমেটাম
জনগণ যতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবে, কোনো আলটিমেটাম বা বার্তা দিয়ে লাভ হবে না: কাদের
জনগণ যতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবে, কোনো আলটিমেটাম বা বার্তা দিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন, ততদিন কোনো আলটিমেটাম বা বার্তা দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপি শর্ত প্রত্যাহার করলে সরকার সংলাপের বিষয়ে বিবেচনা করবে: ওবায়দুল কাদের
এসময় মন্ত্রী বলেন, ‘সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে নাশকতার ষড়যন্ত্র করছে বিএনপি। এই নাশকতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত আছে।’
বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ আওয়ামী লীগের একাধিক নেতা।
আরও পড়ুন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শিগগিরই কমবে: ওবায়দুল কাদের
মৃত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের
১ বছর আগে
নিরাপত্তার দাবিতে শাবি সাংস্কৃতিক জোটের ২৪ ঘণ্টার আলটিমেটাম
শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতসহ ৪ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দেন তারা।
৩ বছর আগে