বৈদ্যুতিক গোলযোগ
বৈদ্যুতিক গোলযোগে মেট্রোরেল বন্ধ
বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকার মেট্রোরেল পরিষেবা বন্ধ রয়েছে। অফিস শেষ হওয়ার পরপরই এমন সমস্যা দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে এই সমস্যা দেখা দেয়। তখন শাহবাগ স্টেশনে আসার পর হঠাৎ করে একটি ট্রেন বন্ধ হয়ে যায়। একই সময়ে আগারগাঁও স্টেশনে পৌঁছানোর পর আরেকটি ট্রেন বিকল হয়ে যায়।
এর ফলে শত শত যাত্রী মেট্রোর কোচগুলোতে আটকা পড়েন। পাশাপাশি ঘরে ফেরার অপেক্ষায় স্টেশনগুলোতে থাকা যাত্রীদের ভোগান্তি আরও বাড়ে।
বৈদ্যুতিক সমস্যার কারণে মেট্রোরেলের সেবা বন্ধ রয়েছে বলে ইউএনবিকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা চালু হয়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা বলেন, এই মুহূর্তে মেট্রোরেল বন্ধ রয়েছে। মূলত যেখান থেকে (ট্রেনগুলোতে) বিদ্যুৎ সরবরাহ হয়, সেখানে ত্রুটি দেখা দিয়েছে। শেওড়াপাড়া থেকে শাহবাগ পর্যন্ত কোনো একটি জায়গায় এই সমস্যাটি হয়েছে। দ্রুততম সময়ে সমস্যটি নিরুপণ করে তা সমাধানের চেষ্টা চলছে।
শিগগিরই সমস্যার সমাধান করে ফের মেট্রোট্রেন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকায় মেট্রোরেল চালু হওয়ার পর বৈদ্যুতিক গোলযোগের কারণে এর আগেও কয়েকবার ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে নগরবাসীর। গত বছরের ২৫ মে-ও এই ধরনের সমস্যায় পড়তে হয় যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন পরিষেবা চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
২২৪ দিন আগে
ঠাকুরগাঁওয়ে এক বছরে প্রায় ৫০০ অগ্নিকাণ্ড
মানুষের অবহেলা, অসচেতনতা, নিম্নমানে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার, ব্যবহৃত যন্ত্রপাতির ত্রুটিজনিত কারণে গত এক বছরে ঠাকুরগাঁও জেলায় প্রায় ৫০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৭৩৩ দিন আগে