কাজী ইনাম আহমেদ
৩ ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা
ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মারা ও মাটিতে ছুঁড়ে ফেলার ঘটনায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫ লাখ টাকা জরিমানা ও তিন ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।
শনিবার সন্ধ্যায় সিসিডিএম কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গুলশানে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানের বাসায় গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিবের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবও শাস্তি মেনে নিয়েছেন তিনি জানিয়েছেন।
শুক্রবার এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি২০ ক্রিকেট লীগের খেলায় মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউয়’র আবেদন জানিয়ে ব্যর্থ হয়ে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারেন। পরবর্তী ওভারে আবারও মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান এবং স্ট্যাম্প তুলে মাটিতে ছুঁড়ে ফেলেন।
আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা চলাকালীন এই ঘটনা ঘটে।
শুক্রবার কাজী ইনাম গণমাধ্যমকে বলেন, ‘খেলায় অনেক কিছুই ঘটে। আমরা আজ মোহামেডান এবং আবাহনীর মধ্যে খেলায় কিছু ঘটনা দেখেছি। এটি দুর্ভাগ্যজনক ছিল। এটি ছিল উত্তপ্ত ঘটনা। আমরা সবসময়ই খেলোয়াড়দের উচ্ছ্বাস নিয়ন্ত্রণে রাখতে চাই। এটি একটি টি-২০ ইভেন্ট এবং আমরা এই ইভেন্টে সব আন্তর্জাতিক ক্রিকেট আইন প্রয়োগ করি। ম্যাচ রেফারি ও আম্পায়ারদের প্রতিবেদন পেলে আমরা এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন সাকিব!
.পেজে তিনি লেখেন, ‘প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, যারাই আজকের ম্যাচে আমার আচরণ দেখে কষ্ট পেয়েছেন বিশেষ করে ঘরে বসে যারা খেলা দেখেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমনটা মোটেও কাম্য নয়, কিন্তু মাঝে মাঝে প্রতিকুল পরিবেশে এমনটা হতেই পারে। এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াব না। সকলের জন্য ভালোবাসা।’
৩ বছর আগে
ঘরোয়া ক্রিকেট: ফরম্যাট পরিবর্তন করতে পারে ঢাকা লিগ
ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটির (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম এই বছরের মে-জুন মাসে হতে পারে।
৩ বছর আগে