ওসিসি
চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রেল বিটের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর পুলিশ এ ঘটনা জানতে পারে।
পুলিশ জানায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ঘটনার সময় শিশুটি মাদ্রাসা থেকে বাসায় ফিরে রেল বিটে খেলা করছিল। অভিযুক্ত মো. রুবেল (২৬) একই এলাকার রেলওয়ে কলোনির জলিলের ছেলে।
এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে মামলা করার জন্য থানায় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিশুটির বাবা।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, দু’দিন আগে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমরা হাসপাতালের ওসিসি থেকে খবর পেয়েছি। শিশু কন্যাটির অভিভাবককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা থানায় এলে অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানায়,মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে বাসায় এসে পাশের বাসার অন্য বন্ধুদের সঙ্গে রেল বিটে খেলছিল। এ সময় রেল বিট থেকে ১০ ফুট দূরে রুবেলের বাসা থেকে মেয়েটিকে নাশতার কথা বলে ডাক দেয়। বাসার সামনে গেলে তার মুখ চেপে ধরে বাসায় নিয়ে যায় রুবেল। সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় রুবেল তাকে খাওয়ার জন্য কিছু ওষুধ দিয়েছিল এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। বাসায় ফেরার পর পরিবারের সদস্যদের চোখে তার অস্বাভাবিক আচরণ ধরা পড়ে। পরে মেয়েকে তারা চমেক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় খালাতো ভাই গ্রেপ্তার
৭ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
৩ বছর আগে
রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
রাজশাহী নগরীতে টাকা দেয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগে এক কিশোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
৩ বছর আগে
খুলনায় স্ত্রীকে মারপিটের অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
খুলনা মহানগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
৩ বছর আগে