তীর্থযাত্রী
ইরাকে তীর্থযাত্রী বহনকারী বাস উল্টে নিহত ১৮
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তীর্থযাত্রীদের কারবালা শহরে বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন। বিষয়টি দেশটির মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্বের বৃহত্তম বার্ষিক জনসমাগম হিসেবে বিবেচিত আরবাইনের শিয়া তীর্থযাত্রার জন্য প্রতি বছর লাখ লাখ বিশ্বাসী এই শহরে জড়ো হন। ইরাকের বিভিন্ন অংশ থেকে, পাশাপাশি ইরান ও উপসাগরীয় দেশগুলো থেকেঅ তীর্থযাত্রীরা আসেন, অনেকে পায়ে হেঁটে কারবালার পথে যাত্রা করেন।
নাম প্রকাশ না করার শর্তে ২ ইরাকি চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদ থেকে প্রায় ৫৫ মাইল (৯০ কিলোমিটার) উত্তরে বালাদ শহরের কাছে বাসটি উল্টে যায়।
কর্মকর্তারা বলেন, নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ১০ জন ইরানি, ২ জন ইরাকি (বাসচালক ও তার ছেলে) এবং ৬ জন অজ্ঞাত পরিচয়ের নাগরিক।
আরও পড়ুন: ইরাকে বিস্ফোরণে ৯ পুলিশ নিহত: কর্তৃপক্ষ
ইরাকে কুর্দি যোদ্ধাদের হামলায় ৬ তুর্কি সেনা নিহত : আঙ্কারা
১ বছর আগে
ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসের ধ্বংসস্তূপে চাপা পড়ে পাঁচ তীর্থযাত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, দেরাদুন থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে রুদ্রপ্রয়াগ জেলায় ভূমিধসের ধ্বংসস্তূপে নিহতদের বহনকারী গাড়িটি চাপা পড়ে।
তারা আরও জানায়, হতাহতরা কেদারনাথ মন্দিরে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে তিনজন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা এবং বাকি দুজন হরিদ্বারের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে ৫৩ জনের মৃত্যু: গভর্নর
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গাড়িটি ভূমিধসের কবলে পড়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) উদ্ধার অভিযান শুরু করেছে। তবে প্রবল বর্ষণে ওই এলাকায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
চলতি মাসের গোড়ার দিকে গৌরীকুণ্ডে ব্যাপক ভূমিধস হয়।
কর্মকর্তাদের মতে, ওই ভূমিধসে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দাবদাহে ১৪৭ জনের মৃত্যু
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩০, আহত ৬০
১ বছর আগে
সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে থেকে পড়ে তীর্থযাত্রীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে এক তীর্থযাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আশুতোষ নাথ (৪৫) সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ঈষর চন্দ্র নাথের ছেলে। তিনি একজন ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী।
স্থানীয়রা জানায়, গতকাল শেষ হয়েছে ৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী সীতাকুণ্ডের শিব চতুদর্শী মেলা। মেলা চলাকালে গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় নিখোঁজ হয় আশুতোষ নাথ।
অনেক খোঁজাখুজির পর আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সীতাকুণ্ড পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, ভুল পথে অন্য পাহাড়ে যাওয়ার সময় পাহাড়ের খাদে পড়ে তার মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম দেলোয়ার হোসেন বলেন, গত শনিবার রাতে থেকে এক তীর্থযাত্রী নিখোঁজ ছিল। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, বিকালে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ৩ দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শুরু আজ
সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত
সীতাকুণ্ডে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
সৌদি সরকার বিদেশি তীর্থযাত্রীদের ওমরাহ বীমা খরচ ৬৩% কমিয়েছে
সৌদি সরকার ঘোষণা দিয়েছে যে বিদেশি তীর্থযাত্রীদের জন্য বিস্তীর্ণ ওমরাহ বীমার খরচ ৬৩ শতাংশ কমানো হয়েছে।
সৌদি আরবের দৈনিক সৌদি গেজেট জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১০ জানুয়ারি থেকে খরচ ২৩৫ থেকে ৮৭ সৌদি রিয়াল কমিয়েছে।
ওমরাহ’র জন্য বীমা হলো বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলোর তীর্থযাত্রীদের জন্য একটি সমন্বিত নীতি।
আরও পড়ুন: ওমরাহ ই-ভিসা: বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের জন্য বায়োমেট্রিক তথ্য আবশ্যক
এটি ভিসা পদ্ধতির অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্চে- চিকিৎসা, হাসপাতালে ভর্তি, গর্ভাবস্থা, জরুরি প্রসব, জরুরি ডেন্টাল কেস, ট্র্যাফিক দুর্ঘটনায় আঘাত, ডায়ালাইসিস কেস এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা স্থানান্তর।
দুর্ঘটনাজনিত স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু ও মৃত্যুর ঘটনা, মৃত ব্যক্তির দেহ তার দেশে ফেরত দেয়া এবং আদালতের রায়ে জারি করা ব্লাড মানি’র মতো সাধারণ মামলাগুলো এর অন্তর্ভুক্ত। এতে ফ্লাইট বিলম্বের ক্ষতিপূরণ এবং ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণের কভারও অন্তর্ভুক্ত রয়েছে।
বীমা সৌদি আরবে প্রবেশের দিন থেকে শুরু করে ৯০ দিন পর্যন্ত কাজ করবে এবং তা শুধুমাত্র দেশটির মধ্যেই কার্যকর।
ওমরাহ পালনকারীরা ওমরাহ বীমা পলিসি দেখতে, এর বৈধতা যাচাই করতে এবং পরিষেবা প্রদানকারীদের সম্পর্কে জানতে বিস্তীর্ণ বীমা প্রোগ্রামের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারবেন।
আরও পড়ুন: ওমরাহ পালন নিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের
৭ মাস পর মক্কায় মুসল্লিদের ওমরাহ পালন শুরু
১ বছর আগে
ওমরাহ ই-ভিসা: বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের জন্য বায়োমেট্রিক তথ্য আবশ্যক
ওমরাহ'র জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) পেতে বাংলাদেশসহ পাঁচটি দেশের ওমরাহ তীর্থযাত্রীদের অবশ্যই তাদের বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে, যার মধ্যে আঙুলের ছাপ রয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
অন্য চারটি দেশ হল- যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।
দ্য গাল্ফ নিউজ অনুসারে, আগ্রহী তীর্থযাত্রীদের সৌদি ভিসা বায়ো অ্যাপ ব্যবহার করতে হবে যা উল্লেখযোগ্য মুসলিম তীর্থযাত্রায় যোগদানের জন্য আঙুলের ছাপ ও সেলফি বায়োমেট্রিকের মাধ্যমে ভিসা নিবন্ধনের অনুমতি দেয়।
নতুন অ্যাপটি গত বছরের শেষের দিকে সৌদি সরকার মোবাইল ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক তালিকাভুক্তির অনুমতি দেয়ার প্রতিশ্রুতি প্রদান করে যাতে মক্কায় তীর্থযাত্রীরা ব্যক্তিগতভাবে ভিসা কেন্দ্রে যাওয়া এড়াতে পারেন এবং ভিসা ইস্যু করার জন্য মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক গ্রহণকারী দেশটিকে বিশ্বের প্রথমদের একটি করে তোলে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরব একটি চিপসহ একটি ইলেকট্রনিক পাসপোর্ট প্রকাশ করেছে যা প্রমাণীকরণের উদ্দেশ্যে ব্যবহারকারীর বায়োমেট্রিক সংরক্ষণ করে।
আরও পড়ুন: ওমরাহ পালন নিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের
৭ মাস পর মক্কায় মুসল্লিদের ওমরাহ পালন শুরু
করোনাভাইরাস: বিদেশিদের পর সৌদি বাসিন্দাদের জন্যও ওমরাহ বাতিল
১ বছর আগে
ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি ট্রাক্টর ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছে শনিবার পুলিশ জানিয়েছে।
শুক্রবার গভীর রাতে রাজ্যের রাজধানী জয়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পালি জেলার সুমিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ট্রাক্টরটি জয়সালমির জেলা থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। সুমিরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছে।
টুইটে মোদি বলেন, ‘রাজস্থানের পালিতে দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেতনা রইলো। আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
২ বছর আগে
ভারতের পশ্চিমবঙ্গে ভ্যানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১০
ভারতের পশ্চিমবঙ্গে রবিবার রাতে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১০ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে কোচবিহার রাজ্যের ধরলা ব্রিজে রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার প্রণয় ভার্মা
প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাড়িতে মিউজিক সিস্টেম পাওয়ার জন্য লাগানো ডিজেল জেনারেটরে শর্ট সার্কিটের কারণে ভ্যানটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
দুর্ঘটনায় ১০ তীর্থযাত্রীদের মধ্যে বেশিরভাগই যুবক যারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আর আহতদেরকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে বিষাক্ত মদ পানে ২৮ জনের মৃত্যু, ৬০ জন অসুস্থ
কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, এঘটনায় গাড়িটির মিউজিক সিস্টেম পাওয়ার ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্তে নির্দেশ দেয়া হয়েছে।
২ বছর আগে
দুবলার চরের রাস উৎসবে যেতে ৫ নৌপথ
প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান’ অনুষ্ঠিত হবে। উৎসবে অংশ নিতে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি রুট নির্ধারণ করে দিয়েছে।
এসব পথে তীর্থযাত্রী ও দর্শণার্থীদের জানমালের নিরাপত্তায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর টহল দল নিয়োজিত থাকবে।
পাঁচটি রুটের মধ্যে বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে যাওয়া যাবে দুবলারচর। এছাড়া কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা অত:পর শিবসা নদী-মরজাত হয়েও দুবলার চরে যাওয়া যাবে। নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর, ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়েও দুবলার চরে যাওয়া যাবে।
আরও পড়ুন: খুলনায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন বলেন, পূর্ণিমা পুণ্য স্নানে কেবল তিন দিনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের অনুমতি দেয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্কবিহীন কোন তীর্থযাত্রীকে পূণ্য স্নান স্থলে যেতে দেয়া হবে না। অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ডস্যানিটাইজার ও হ্যান্ডওয়াস রাখা হবে বলে জানান তিনি।
বন বিভাগের নির্দেশনায় বলা হয়, তীর্থযাত্রীদের আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর এ তিন দিনের জন্য দুবলার চরে যাওয়ার অনুমতি দেয়া হবে। প্রবেশের সময় এন্ট্রি পথে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। যাত্রীরা নির্ধারিত রুটের পছন্দমতো একটি মাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন এবং দিনের বেলায় চলাচল করতে পারবেন। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানো যাবে না।
আরও পড়ুন: খুলনায় রুটি বিক্রেতা রিক্তা এখন ইউপি সদস্য
এছাড়াও প্রতিটি ট্রলারের গায়ে রঙ দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের নিকট থেকে প্রাপ্ত সনদপত্র সাথে রাখতে হবে। পরিবেশ দূষণ করে এমন বস্তু, শব্দযন্ত্র বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য, দেশীয় যেকোনও অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র, হরিণ মারার ফাঁদ, কুড়াল, দড়ি বহন করা থেকে যাত্রীদের বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়,সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালে টোকেন ও টিকিট নিজের সাথে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে কন্ট্রোল রুমে আবশ্যিকভাবে রিপোর্ট করারও নির্দেশনা দিয়েছে বন বিভাগ।
৩ বছর আগে
সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ (১১ মার্চ) থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা শুরু হচ্ছে। বিশ্বের সনাতন ধর্মীয় জনসাধারণের ঐতিহ্যবাহী সীতাকুণ্ডের চন্দ্রনাথ তীর্থ একটি অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান যা মেলা হিসেবে পরিচিত হলেও এটি মূলত ধর্মপ্রাণ হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান।
৩ বছর আগে