অপারেশন থিয়েটার
কুষ্টিয়ায় অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, চিকিৎসককে মারধর
কুষ্টিয়ায় অপারেশন থিয়েটারে এক নারীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর করেছেন রোগীর স্বজনেরা। সোমবার (১৯ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের আদ-দ্বীন হাসপাতালে এই ঘটনা ঘটে।
নিহত ফিরোজা খাতুন (৪৫) কুষ্টিয়া শহরের জিকে পুরাতন বালুঘাট এলাকার আইয়ুব আলীর স্ত্রী।
আরও পড়ুন: কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাতিজার হাতে চাচা খুন
অন্যদিকে নিহতের স্বজনরা অভিযুক্ত চিকিৎসক আমিরুল ইসলামকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজা খাতুন রবিবার (১৮ জুন) সকালে পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য আদ্ দ্বীন হাসপাতালে ভর্তি হন। সোমবার (১৯ জুন) সকালে অপারেশনর সময় রক্তের চাপ বেড়ে যাওয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পরবর্তীতে আদ্ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ মান্নান হার্ট হাসপাতালে পাঠালে মান্নান হার্ট হাসপাতালে নেওয়ার পথেই ওই রোগীর মৃত্যু হয়।
অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু হওয়ার খবরে ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত ডাক্তারকে হাসপাতালের মধ্যেই মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ফিরোজা খাতুনের ছেলে অনিক আহমেদ বলেন, ‘মাকে সুস্থ অবস্থায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তারপর আমি অপারেশনের জিনিসপত্র কিনতে বাইরে থেকে আসার পর চিকিৎসক আমিরুল ইসলাম বলেন, রোগী অজ্ঞান হয়ে গিয়েছে অপারেশন করতে পারবো না। তার পরই আমার মায়ের মৃত্যু হয়।’
এ বিষয়ে কুষ্টিয়ার আদ-দ্বীন হাসপাতালের ভারপ্রাপ্ত ম্যানেজার আব্দুল কাদের বলেন, ফিরোজা খাতুন নামে ওই রোগী তার পিত্তথলির পাথর অপারেশনের জন্য আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন।
ম্যানেজার জানান, অপারেশনকারী আমিরুল ইসলাম একজন অভিজ্ঞ চিকিৎসক। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক। ভুল চিকিৎসায় নয়, মূলত ফিরোজা খাতুন হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক আমিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর সেলিম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এ ধরনের একটা সংবাদ শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জে চিকিৎসককে মারধর, প্রতিবাদে কর্মবিরতি
বাগেরহাটে হাসপাতালের চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ২
১ বছর আগে
সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যু: অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং জরুরি বিভাগের সেবার মান সন্তোষজনক না হওয়ায় শুক্রবার সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া হাসপাতালের গাইনোকোলজিস্ট ডা. সংযুক্ত সাহা স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তীতে সেন্ট্রাল হাসপতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না।
শুক্রবার (১৬ জুন) মাহবুবা রহমান আঁখির ভুল চিকিৎসার অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত টিমের পরিদর্শন পরবর্তী নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার বিকালে হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক (ডিজিএইচএস) ডা. মো. দাউদ আদনান এবং এর উপ-পরিচালক ডা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগী আখির চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে এবং চিকিৎসার বিনিময়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে নেওয়া বিল ফেরত দেবে।
তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং ডেলিভারি অপারেশনের সঙ্গে জড়িত চিকিৎসকদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কাছে পাঠাতে হবে এবং পরে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ৬ জন চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা বিচারাধীন মামলা চালানোর জন্য সমস্ত খরচ বহন করবে এবং তাদের মধ্যে দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে- ডা. শাহজাদী ও ডা. মুন্না।
ভুক্তভোগী পরিবারের যে কোনো ক্ষতিপূরণ দাবি বিদ্যমান আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হবে।
এসব নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে। এর কোনো ব্যতায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: হায়েনার কামড়ে হাত বিচ্ছিন্ন শিশুকে দেখতে হাসপাতালে গেলেন তথ্যমন্ত্রী
সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করায় দেশের মানুষ খুশি: স্বাস্থ্যমন্ত্রী
১ বছর আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ১
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার এক্সেস রোডে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।
৩ বছর আগে