ট্যাংকি
নড়াইলে টয়লেটের ট্যাংকি মিলল নারীর লাশ
নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের ট্যাংকি থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নাটোরের সিংড়া থেকে কৃষকের লাশ উদ্ধার
আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের ট্যাংকিতে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
১১ মাস আগে
গোলাপগঞ্জে তেলবাহী লড়ির ট্যাংকি থেকে লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে তেলবাহী লড়ির ট্যাংকির ভেতর থেকে লড়ি সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত সামছুল ইসলাম কুদ্দুস (৫০) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল রফিকের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে মেহগনি বাগান থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার শবে বরাতের রাতে ডিউটি শেষ করে আর বাড়িতে যাননি সামছুল ইসলাম কুদ্দুস। তখন বাড়ির লোকজন ও গাড়ির চালক তার খোঁজ করছিলেন। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে গাড়ির চালক গাড়ির পাশে গিয়ে সামছুল ইসলাম কুদ্দুসের মুঠোফোনে কল দিলে রিং টোনের শব্দ শুনতে পান। তখন গাড়ির উপরে উঠে চালক দেখতে পান ট্যাংকির ঢাকনা খোলা ও ট্যাংকির ভেতরে সামছুল ইসলাম কুদ্দুসের লাশ পড়ে আছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সকাল সাড়ে ৭টার দিকে গাড়ির ট্যাংকির ভেতর থেকে সামছুল ইসলাম কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকে গ্যাসের বিষক্রিয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ট্যাংকির ভেতরে ঢুকে গ্যাসের বিষক্রিয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি পুরোপুরি জানা যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
কুড়িগ্রামে ট্রাক্টর চালকের লাশ উদ্ধার
১ বছর আগে
ভোলায় ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে শ্রমিকসহ নিহত ৩
ভোলার তজুমদ্দিন উপজেলায় নির্মানাধীন স্কুলের ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে রবিবার দুই শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন।
৩ বছর আগে