প্রাণ
নিজের তৈরি শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) পৌর শহরের নারিকেলবাড়ি সন্যাসীর তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম (৬০) ওই এলাকার নুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল হাকিম বাড়ির পাশে আট শতক জমিতে পাট চাষ করেছেন। সম্প্রতি ওই খেতে শিয়ালের উপদ্রব বাড়ায় পাট গাছ রক্ষার্থে খেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন তিনি।
আরও পড়ুন: মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়াতে বিশেষ ভ্যান
বুধবার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পাট খেত দেখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই জমিতেই পড়ে থাকেন তিনি। পরে সকাল ৯টার দিকে স্থানীয় এক বাসিন্দা তাকে পড়ে থাকতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
৪ দিন আগে
ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার
যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শরিফুল ইসলাম। তিনি পাতিবিলা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। তার ছেলে রিমন হোসেনই বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাতিবিলা গ্রামের শরিফুল মাস চারেক আগে তার ছেলে রিমনকে একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
পুলিশ আরও জানায়, রিমন নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমনের বাবা দ্বিতীয় বিয়ে করেন।
এদিকে, রিমনের প্রথম স্ত্রীর সঙ্গে তালাক হওয়ার পর তার দ্বিতীয় মা দেখেশুনে নিজের বোনের মেয়ের সঙ্গে তার বিয়ে দেন। তবে দ্বিতীয় বিয়ের পরও ফের শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব।
আরও পড়ুন: নিজেদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দম্পতির
স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) রিমনের স্ত্রীর (দ্বিতীয়) সঙ্গে বাবা ও সৎ মায়ের ঝগড়া হয়। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে আজ ভোর সাড়ে ৪টার দিকে রিমন দা নিয়ে তার বাবার ঘরে প্রবেশ করেন। এ সময় সেহরির খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার সৎ মা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত অবস্থায় তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন রিমন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রিমন পালিয়ে যান। পরে শরিফুল ইসলামকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন।’
৫৭ দিন আগে
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের, আহত ৪
গোপালগঞ্জে বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
নিহতরা হলেন- ইসলাম (২৫) ও তার ভাগ্নে মো. হোসাইন (১০)। দুইজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম মজুমদার বলেন, লাশগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:
১৮২ দিন আগে
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)।
আরও পড়ুন: পাবনায় বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
স্থানীয়রা জানান, রুপা ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী সালাম ও মেয়ে সাবা। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজাও আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজীব উদ্দিন বলেন, ৩ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল বলেন, ৩ জনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
১৯৩ দিন আগে
নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল কিশোরের
নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
নিহত নাঈম শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাঈম মোটরসাইকেল করে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মোটরসাইকেলের শব্দ নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
৩২৪ দিন আগে
অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
যশোরের অভয়নগরে সাপের কামড়ে আসমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মালাধরা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কৃষক
মৃত আসমা বেগম উপজেলার মালাধরা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
সাইদুল ইসলামের ভাতিজা হাবিবুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে চাচি শোয়ার ঘরে বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গেলে তার ডান পায়ে কামড় দেয় সাপ।
এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা বলেন, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসমা বেগমেকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি অপমুত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: বিরামপুর থেকে তিন কোটি টাকার সাপের বিষ জব্দ
যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
৩২৭ দিন আগে
চট্টগ্রামে ট্রাকচাপায় বন্ধুসহ প্রাণ গেল কলেজছাত্রীর
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে স্কুটির পেছনে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানার হাক্কানি পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত
নিহতরা হলেন, নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনির মৃত ইয়াছিন বাবুলের মেয়ে ও চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী শারমিন আক্তার এবং তার বন্ধু মেহেদী হাসান আরিফ একই এলাকার জামাল উল্লাহর ছেলে।
প্রতক্ষ্যদর্শী রফিকুল ইসলাম বলেন, শারমিন ও মেহেদী স্কুটি করে পেট্রোল পাম্প থেকে ছোট ব্রিজের উপর উঠার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শারমিন মারা যায়। আহত ছেলেকে আমরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সে। মেয়েটির গলায় চট্টগ্রাম আইন কলেজের আইডি কার্ড ছিল।
নিহত শারমিনের ভাই জয় মামুন বলেন, আমাদের এলাকার আরিফ ভাই ও আমার আপু বন্ধু ছিলেন। তারা স্কুটিতে করে আকবর শাহ থেকে কোর্ট বিল্ডিং যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুইজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আশিক বলেন, বেলা ১২টা ৫০ মিনিটে দুইজনকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। দুইজনের লাশ মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় নিহত ২
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
৩৩২ দিন আগে
‘রিমালের’ আঘাতে সুন্দরবনে প্রাণ হারিয়েছে ২৬ হরিণ
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে প্রাণ হারিয়েছে ২৬টি হরিণ। আর জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৩টি হরিণ। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ শুরু করেছে বন বিভাগ।
এছাড়া ঘূর্ণিঝড়ে গাছপালার যেমন ক্ষতি হয়েছে, তেমনি জলোচ্ছ্বাসে বহু বন্যপ্রাণীও ভেসে গেছে। দুইদিন ধরে জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় প্রাণ বাঁচাতে বন্যপ্রাণীরা এদিক থেকে সেদিকে ছুটাছুটি করতে থাকে।
মঙ্গলবার (২৮ মে) সুন্দরবন পূর্ব বিভাগের কটকা জামতলা এলাকা থেকে ২৬টি মৃত হরিণ উদ্ধারের পাশাপাশি আরও ১৩টি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা চিড়িয়াখানা থেকে বগুড়ায় নিয়ে যাওয়ার সময় ৪টি হরিণের মৃত্যু
এছাড়া বনের মধ্যে থাকা ৮০টি পুকুরে লবণ পানি ঢোকায় স্বাদু পানির উৎস নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে বন বিভাগের বিভিন্ন কার্যালয়ের অবকাঠামো।
বনজ সম্পদ ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির তথ্য জানতে বন বিভাগের সদস্যরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় অনুসন্ধান করছে। তবে সুন্দরবন বিভাগ এখনও পর্যন্ত জানাতে পারেনি রিমালের তাণ্ডবে সুন্দরবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার ও সোমবার দিনে ও রাতে নদীতে স্বাভাবিক জোয়ারে চেয়ে ৮ থেকে ১০ ফুট পানি বৃদ্ধি পায়। জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন অংশ প্লাবিত হয়। বনের মধ্যে দিয়ে ৬ থেকে ৭ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়।
তিনি বলেন, পানিতে সুন্দরবনের বন্যপ্রাণীরা ছুটাছুটি করতে থাকে। পানিতে ভেসে যাওয়ার সময় বিভিন্ন এলাকা থেকে ১৩টি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
মিহির কুমার দো আরও বলেন, বন বিভাগের সদস্যরা মৃত হরিণগুলোকে মাটিচাপা দিয়েছে। বনজ সম্পদ এবং বন্যপ্রাণীর কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে বন বিভাগের সদস্যরা কাজ করছেন। তবে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা ওই বন কর্মকর্তার।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, পানির কারণে বনের বিভিন্ন এলাকায় হরিণ শাবক মারা গেছে। বন বিভাগের সদস্যরা বনের বিভিন্ন এলাকায় মৃত অবস্থায় হরিণ শাবক দেখতে পাচ্ছে। হরিণ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাগর এখনও উত্তাল থাকায় বন বিভাগের সদস্যরা ঠিকভাবে সব কাজ করতে পারছেন না বলে জানান তিনি।
আরও পড়ুন: বাগেরহাটে ২৯ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ১
খুলনায় হরিণের মাংস জব্দ, পল্লী বিদ্যুতের ২ কর্মী গ্রেপ্তার
৩৪১ দিন আগে
মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
নড়াইলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মামুন সমাদ্দার নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেলআরোহী কাজেম আলী আহত হয়েছেন।
শনিবার (১১ মে) সকালে নড়াইল-গোবরা সড়কে সদর উপজেলার ধোপাখোলাসংলগ্ন কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিষিদ্ধ সব জালের ব্যবহার বন্ধ করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী
মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আহত বাইসাইকেলআরোহী কাজেম আলী একজন মাটিকাটা শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেপরোয়া গতিতে মামুন মোটরসাইকেল চালিয়ে গোবরার দিকে যাচ্ছিলেন। পথে কাড়ারবিল সেতু অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাইসাইকেলআরোহী কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন মামুন।
পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত কাজেম আলীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত মামুনের লাশ নড়াইল সদর হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ৫ জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ
হিট স্ট্রোকে ১৪ দিনে ১৫ জনের প্রাণহানি: স্বাস্থ্য অধিদপ্তর
৩৫৮ দিন আগে
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
মাদারীপুরে গ্রান্ডিং মেশিন দিয়ে নৌকা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শহিদুল মাতুব্বর নামে শ্রমিক মারা গেছেন।
রবিবার (৭ এপ্রিল) ১২টার দিকে উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে পরিবারের ৫ সদস্যের পর চলে গেল শিশু সোনিয়াও
নিহত শহিদুল মাতুব্বর একই গ্রামের মোসলেম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রান্ডিং মেশিন দিয়ে নৌকা মেরামতের সময় মেশিনের একটি তার থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল।
ডাসার থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, বিদ্যুৎপৃষ্ট একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরুকে গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
হাতি তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
৩৯২ দিন আগে